![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি আপনাকে জিগাস করা হয় Grapes মানে কি? আপনি অবশ্যই এর মানে বলতে পারবেন। এর মানে আমরা সবাই জানি। কিন্তু যদি বলা হয় যে Grapefruit মানে কি ? যারা এর সাথে পরিচিত তারা হয়তো বুঝবেন, তবে অনেকেই কিন্তু ধরে নেবেন এটাও আঙুর,হয়তো একটু modify করে বলতে হবে আঙুরফল।আসলে এটা আঙুর তো দূরে থাক, এটা আঙুর জাতীয় কোন ফলই না।
Grapefruit হল Subtropical Citra জাতীয় অত্যন্ত রসালো এবং কিছুটা তেতো একটি ফল।অষ্টাদশ শতাব্দীতে বারবাডোজে প্রথম এর উৎপাদন শুরু হয়। একসময় একে "Forbidden fruit" বলা হতো।
Grapefruit এর চামড়া দেখতে কমলালেবুর চামড়ার মত, আর কাটার পর এর ভেতরের অংশটুকু দেখতে অনেকটা বাতাবিলেবুর মত লাল।
Grapefruit উৎপাদনে যুক্তরাষ্ট্র শীর্ষতম,চীন দ্বিতীয় আর দক্ষিণ আফ্রিকা তৃতীয়।
ভিটামিন "সি" এর একটি ভাল উৎস হল এই Grapefruit।
Grapes আর Grapefruit এর পার্থক্য নিচের ছবি দেখেই বুঝতে পারবেন।
বিস্তারিত জানতে নিচের লিংক এ ক্লিক করুন।
http://en.wikipedia.org/wiki/Grapefruit
©somewhere in net ltd.