![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঘ,বিড়াল,সিংহ আরও অনেক রকম জন্তু জানোয়ার আছে যাদের চোখ অন্ধকারে জ্বলজ্বল করে।এইসব জন্তুর চোখ নিয়ে গবেষণা করে জানা গেছে যে, এদের অক্ষিপটের ওপর "লুমিনাস ট্যাপেটাম" নামে এক ধরনের ফটক জাতীয় উপাদান থেকে আলো প্রতিবিম্বিত হয়ে জ্বলজ্বল করে।রাতে যত কম আলোই হোক না কেন এদের চোখের ওপর গিয়ে পড়ে চকচক করে। অন্ধকারে এরা নিজেরাও সবকিছু দেখতে পায় বলে এদেরকে নিশাচর প্রাণী বলা হয়। অন্যান্য আরো বহু প্রাণী আছে যাদের চোখে এই বিশেষ উপাদান না থাকায় এদের চোখ জ্বলজ্বল করে না।
সব জন্তুর চোখ থেকে আবার একই রঙের আলো বিচ্ছুরিত হয় না। দেখা গেছে যাদের চোখের অক্ষিপটে রক্তের জোগান বেশী তাদের চোখ আগুনের ভাটার মত জ্বলে। আকার যাদের কম তাদের চোখ একটু হলদেটে মত দেখায়।
©somewhere in net ltd.