নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিফান

আমি কারো সাতেও নেই পাঁচেও নেই

জিফান › বিস্তারিত পোস্টঃ

পাহাড়ের গায়ে গুহা কি করে গড়ে উঠেছিল ?

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

গুহা হল পাহাড়ের গায়ে একটা ফোঁকড়, ছোট বা বড় যাই হোক। নানাভাবে গুহা দেখা দিয়েছিল। বিরাট জলোচ্ছ্বাস এসে এক সময় পাহাড়ের গায়ে আছড়ে পড়ত। তা সমুদ্রের হোক আর পাহাড়ী ঝরণার হোক। লক্ষ লক্ষ বছর ধরে এইভাবে পানি এসে এসে পাহাড়ের নরম মাটিকে ধুয়ে নিয়ে যেত, রেখে যেত গুহা কন্দর। শুধু নরম মাটি নয়, কঠিন পাথরকেও ক্ষইয়ে ফেলেছিল সেই জলরাশি।



মাটির তলে অনেকসময় পানির প্রবাহ থাকায় সমতল ভূকিতেও গুহা দেখা দেয় যখন সেই জলধারা তলার মাটিকে ধুয়ে সরিয়ে দেয়। সাধারণত চুনাপাথর এভাবে ধুয়ে বের হয়ে যায়। অনেকসময় জ্লপ্রপাত পাহাড়ে খাঁদ সৃষ্টি করে, যেমন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডা সীমান্তে নায়াগ্রা জলপ্রপাত। আবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলেও গুহা দেখা দিতে পারে।



অনেক রকমের গুহা দেখতে পাওয়া যায়,যেমন ফ্রান্স আর স্পেনের সীমান্তে গূফ্র জাঁ বেরণার যার গভীরতা হল ১৩১০ মিটার আবার আমেরিকার ফ্লিট রিজ গুহা লম্বায় ১১৭ কিলোমিটার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.