![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধরা ব্রেইলি পদ্ধতিতে লেখাপড়া করে।এই বর্ণপদ্ধতিতে আছে একটি ৬ বিন্দুর কুঠুরী। ব্রেইলি পদ্ধতিতে আছে ৬৩ টি বৈশিষ্ট্যসূচক চিহ্নের এক সংকেতলিপি। এই চিহ্নগুলিতে আছে ২৬ টি বর্ণ বা অক্ষর,আছে কিছু কিছু অন্য শব্দ বা সংখ্যা। এই চিহ্নগুলিকে কাগজের উপর সারি করে উঁচু করে অলংকরণ করা হয়। তারপর কাগজের উপর আল্তোভাবে হাত বুলিয়ে অক্ষর বা শব্দগুলিকে পড়া হয়। আজকাল ব্রেইলি মুদ্রাক্ষর মেশিনের সাহায্যেও বানানো হচ্ছে।
©somewhere in net ltd.