নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিফান

আমি কারো সাতেও নেই পাঁচেও নেই

জিফান › বিস্তারিত পোস্টঃ

বাঙালীর মাতৃভাষা জ্ঞান........সত্যিই লজ্জাজনক

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৯

আগে স্কুল-কলেজে যখন পড়তাম তখন বলতাম যে, আমরা বাঙালী তবু আমাদের বাংলা ব্যাকরণ পড়াটা আবশ্যিক কেন? তখন বুঝতাম না তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে বুঝতে পারছি আমাদের বাংলা ভাষা বুঝার ক্ষমতা কিংবা বাংলা বুঝার মত জ্ঞান যথেষ্ঠ পরিমাণে কম। জনৈক ( যিনি আমার নিকট অতীব সম্মানীত ) বলেছেন.... "হেফাজতে ইসলাম তাদের ১৩ দফায় নারী নীতি বাতিল এবং নারী পুরুষ এর অবাধে মেলামেশা নিষিদ্ধের দাবী তুললেও বিভিন্ন টক শোতে বেপর্দা নারীদের পাশে বসে তাদের সাথে তর্কযুদ্ধে লিপ্ত হতে তাদের কোন সমস্যা দেখা যাচ্ছেনা।আপাতদৃষ্টে ব্যাপারটা ভণ্ডামী এবং হাস্যকর মনে হলেও একটু গভীর ভাবে চিন্তা করলে এটা উদ্বেগজনক " । বলাবাহুল্য আমার কাছেই বরং হাস্যকর লাগছে এটা ভেবে যে.....যিনি উপরের মন্তব্যটি করেছেন তিনি মনে হয় " নারী পুরুষ এর অবাধে মেলামেশা " আর "টকশো ও তর্কযুদ্ধ" -- এর মানে বুঝেন না। বুঝলে তো আর তার কাছে ব্যাপারটা হাস্যকরও উদ্বেগজনক মনে হত না। উনি মুসলিম ধর্মাবলম্বী হলেও সম্ভবত স্কুল-কলেজে পড়াকালীন কখনোই ইসলাম শিক্ষা নামক SUBJECT টিতে পাশ করেছিলেন বলে আমার মনে হয় না। তবে ওনার স্কুল-কলেজে ইসলাম শিক্ষা SUBJECT টি OPTIONAL ছিল কিনা জানি না। কিন্তু তাই বলে কোরআন-হাদিস এ মেয়েদের পর্দাপ্রথা আর নারী পুরুষের অবাধ মেলামেশার ব্যাপারে যেসব কথা বলা আছে সে ব্যাপারে যে ওনার কোন ধারণা থাকবে না তা আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় হেফাজতে ইসলামীরা যদি ধর্মের নামে কোন ফায়দা লুটতে চায় তবে সেটা নিয়ে যে যা ইচ্ছা বলুক কিন্তু একটা নাস্তিক ও যদি কোরআন-হাদিস মোতাবেক কোন কথা মুখে উচ্চারণ করে থাকেন তবে সে কথা নিয়ে মশকারি করলে সেটা উসকানি দেয়া ছাড়া আর কিছুই হবে না। মনে রাখবেন এ দেশে কেউই মেয়েদের ঘরে বসে থাকতে বলছে না। বোরখা পরতে বলছে না। ভুল ব্যাখ্যা দেয়ার কোন ভাল লক্ষ্য নেই। তবে আমাদের সবারই যে মা-বোন আছে এটা ভুলে গেলে চলবে না,,সুতরাং ব্যক্তি স্বাধীণতার নামে কারো মা-বোন বেহায়াপনা করুক এটা আমরা কেউই চাই না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.