নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

আজি এ বসন্তে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪



ফাগুনের আগুন ঝরা স্নিগ্ধ সোনালী সকাল বয়ে আনুক প্রত্যেকের জীবনে প্রতিদিনের জন্য অনাবিল আনন্দ। সবাইকে বসন্তের শুভেচ্ছা।

‘বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে; সই গো, বসন্ত বাতাসে ’। হঠাৎ ঠান্ডা উধাও। ঠান্ডা আর গরমের সংমিশ্রণে অদ্ভুত প্রকৃতি। ভোরে হালকা কুয়াশা আর মিষ্টি বাতাস গা ছুঁয়ে জানান দেয় ফাগুন এসেছে। এবার সাজবে প্রকৃতি। আগুন রাঙ্গা রঙ্গে। গাইবে কোকিল- মুহু মুহু কুহু কুহু তানে। দখিনা বায়ে নাচবে মৌমাছি। প্রকৃতির পাগল করা সাজসজ্জা আর নাম না জানা কতশত ফুলের মোহনীয় সুবাসে মাতোয়ারা হবে সবাই। ষড়ঋতুর এদেশে পালাবদল করে শীতের পরে আসে বসন্ত। ফাল্গুন ও চৈত্র নিয়ে ঋতুরাজ বসন্তের সময়কাল। এ সময় প্রকৃতি তার রুপের যৌবনে চারপাশ মাতিয়ে রাখে। শীতের রুক্ষতায় ঝরে পড়ে গাছের পাতা। শূণ্য ডালগুলো কানায় কানায় পত্র-পল্লব আর মুকুলে পূর্ণ হয়ে ওঠে ফাল্গুনের শুরুতে।

ঋতুরাজ বসন্ত তার স্বকীয় চেহারায় শুরু করে রাজত্ব। থোকায় থোকায় ফোটে কৃষ্ণচুড়া, পলাশ, শিমুল, কাঞ্চন আর রাধাচূড়া। শাখে শাখে আমের মুকুল, কাঁঠালের মুচি আর মৌমাছির গুঞ্জন। জরাজীর্ণতা ঝেড়ে ফেলে নতুন কিছু করার প্রেরণা জোগায় বসন্তের ফাল্গুন। বসন্তকে বরণ করার জন্য বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের উৎসবের আয়োজন করা হয়। এই সময় শুরু হয় রাস মেলা, হলিখেলা, মনের কোথায় যেনো নীরবে বাজতে থাকে গিটারের টু টাং-‘আজ জোৎসা রাতে সবাই গেছে বনে/বসন্তের এই মাতাল সমীরণে, কিংবা আহা আজি এ বসন্তে/কত ফুল ফোটে। কত বাঁশি বাজে/কত পাখি গায় ….

অপার সৌন্দয্যের লীলাভূমি আমাদের এ বাংলা। বসন্ত এলে তা আরো প্রস্ফুটিত হয়। প্রকৃতিতে ছড়িয়ে পড়ে ফাগুনের আগুন। লালে লাল হয়ে যায় কৃষ্ণচূড়া, পলাশ আর শিমুল। দখিনা বাতাসে ঝরে পড়ে পথের ধারে। সারি সারি পাপড়িগুলো যেন লাল গালিচা। ঠিক যেনো মনে করিয়ে দেয় সেই বায়ান্নর ভাষা আন্দোলনে বাংলা মায়ের দামাল ছেলেদের বুকের তাজা রক্তে রাঙ্গানো রাজপথ।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ফাগুনের আগুন ঝরা সেই দিনগুলোতে উত্তপ্ত ছিল ঢাকার রাজপথ। মায়ের ভাষাকে অক্ষুন্ন রাখতে মিছিল বের করে ছাত্র-জনতা। বেপরোয়া পুলিশ গুলি ছোড়ে সে মিছিলে। রাজপথে লুটিয়ে পড়ে বাংলা মায়ের দামাল ছেলে। লাল হয় রাজপথ। হয়তো সেইদিনে পথের ধারের কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল ঝেড়ে দিয়েছিলো তাদের সব পাপড়ি, নয়তো বাংলা মায়ের দামাল ছেলেদের রক্তে ভেজা রাজপথ থেকে লালের আভা মেখে আরো লাল হয়ে উঠেছিলো তারা।

ফাগুনের এই দিনে সবাই কে আবারো জানায় বিজয় বসন্ত। বিজয় বায়ান্নর সাথে বিজয় বাংলা।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪

কুঁড়ের_বাদশা বলেছেন: বসন্তের শুভেচ্ছা প্রদান করা হইল ! :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩

রুপম হাছান বলেছেন: কৃতার্থ হইলাম বলে ধন্যবাদ থাকলো। ভালো থাকুন সব সময়।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০

তারেক_মাহমুদ বলেছেন: শুভ বসন্ত

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪

রুপম হাছান বলেছেন: শুভ বসন্ত আপনাকেও। ধন্যবাদ জানবেন। ভালো থাকুন।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও বসন্তের শুভেচ্ছা ভাইয়া।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৫

রুপম হাছান বলেছেন: বসন্তের শুভেচ্ছার সাথে ধন্যবাদও জানবেন ভাইয়া। কৃতার্থ করার জন্যে আবারো ধন্যবাদ রইল। ভালো থাকুন।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৬

একটি বালুকণা বলেছেন: রক্তিম শুভেচ্ছা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬

রুপম হাছান বলেছেন: আপনাকেও ফাগুনের রক্তিম শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৬

সামিয়া বলেছেন: বসন্তের শুভেচ্ছা রইলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৭

রুপম হাছান বলেছেন: কৃতার্থ হইলাম। আপনাকেও বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন সব সময়।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫

করুণাধারা বলেছেন: বেশ হয়েছে- বেশ একটা বসন্তকাল বসন্তকাল রচনার ভাব আছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮

রুপম হাছান বলেছেন: ভালো কি হয়েছে জানি না তবে কিছু একটা গিলানোর চেষ্টা করেছি। হা হা হা। কৃতার্থ হইলাম জানবেন। ধন্যবাদ থাকলো।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫

করুণাধারা বলেছেন: বেশ হয়েছে- বেশ একটা বসন্তকাল বসন্তকাল রচনার ভাব আছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০

রুপম হাছান বলেছেন: কষ্ট করে পড়েছেন আবার দ্বিতীয়বার মন্তব্য শেয়ার করার জন্যে আবেগতাড়িত হলাম। ভালো লাগলো। ভালো থাকুন সব সময়। ধন্যবাদ।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: বসন্তের শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪

রুপম হাছান বলেছেন: আপনাকে তো শুভেচ্ছা না জানিয়ে ব্লগে থাকাই আমার বৃথা। অনেক অনেক ফাগুনের রক্তিম শুভেচ্ছা গ্রহণ করবেন সাথে ধন্যবাদও জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.