![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেলিটক ৩জি কেন বিজ্ঞাপন দেয় না সেইটা বুজতে পারছিনা!!! টেলিটক ৩জি এর এত সুন্দর সব প্যাকেজ থাকা সত্যেও কেন তাদের এই অনীহা, তা বোদগম্য নয়। গ্রামীনফোন, রবি, বাংলালিংক কোম্পানি গুলো যেই সকল অসভ্য ৩জি সার্ভিস দেয়ার প্ল্যান করতেছে তা সত্যিই হাস্যকর ও বেদনাদায়ক। টেলিটক ৩জি কিছুদিন হলো ৯৫০ টাকায় ভ্যাট সহ ১০ জিবি ৫১২ কেপিবিএস স্পিড দিচ্ছে (আমি এই আগে ১১৫০ টাকায় ব্যবহার করতাম) কিন্তু তাদের ওয়েবসাইট এ ব্যাপারে কোনো তথ্য আপডেট করতে দেখছিনা, তারা সেই আগের প্যাকেজ গুলোর তথ্য দিয়ে রেখেছে, কিন্তু কেন?
তারপরও আগের তথ্য অনুসারেও টেলিটক ৩জি এর প্যাকেজগুলো অন্যান্য কোম্পানির থেকে বহুগুনে ভালো!!!
আসুন দেখে নেই তুলুনামূলক প্যাকেজ ...
রবি'র প্যাকেজ
বাংলালিংক'র প্যাকেজ
গ্রামীনফোন'র প্যাকেজ
টেলিটক'র প্যাকেজ
আমার নেটের স্পিড
টেলিটক ৩জি কেন বিজ্ঞাপন দেয় না, না দিল, আসুন আমরাই দেই আমাদের বিজ্ঞাপন।
দেশের টাকা দেশেই রাখি ব্যবহার করি আমাদের ফোন
০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৪
মোঃ ওয়াদুদ বলেছেন: ধনবাদ সাথে থাকার জন্য
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬
ShusthoChinta বলেছেন: এই শালার দূর্নীতিবাজ কর্মকর্তারা অন্য অপারেটরগুলার কাছ থেকে ঘুষ খেয়ে চুপ করে থাকে,নইলে এতো ভাল অফার থাকার পরও পাবলিক জানতে পারে না তাই হয় নাকি!
০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৫
মোঃ ওয়াদুদ বলেছেন: কথা সত্য
ধনবাদ সাথে থাকার জন্য
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩২
কস্কি বলেছেন: আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কিছু ডেটা প্যাকেজে প্রমোশনাল ডিসকাউন্ট চলছে! আপনার প্যাকেজটি তারই মধ্যে একটি!! বিস্তারিত
আর ইয়ূথের সাথে এ্যাডে জানিয়ে দেয়া হয়েছে তো!!
আর তাছাড়া আপ্নারা তো আছেন ই!!! ডাবল স্পিড পাচ্ছেন এক্টু না হয় এ্যাড করেই দিলেন!!
আহারে!!! @ ShusthoChinta
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬
গোয়েন্দাপ্রধান বলেছেন: ভাই আমার বেশ কিছু পরিচিত আছেন টেলিটক এ বেশ উপরের কর্মকর্তা.অন্যরা ঘুষ খায় কিনা জানি না তবে যাদের দেখেছি তারা অনেক নিবেদিত প্রাণ ছিলেন । এমন কি কাছের আত্বীয় পরিচিতদের টেলিটক ব্যাবহার করতে উতসাহিত করতেন।উনাদের gp bl airtel থেকে টেলিটকের ৩/৪গুণ salary offer করার পরও যাননি । অথচ কিছুদিন আগে তাদের নামে দুর্নীতির খবর প্রকাশ করেছে মিডীয়া। বাস্তবতা হল মীডিয়া tt এর দুর্নীতি না পাইলে ও ঝাপায়ে পড়ে কিন্তু টেলিটক এর বিরুদ্ধে অন্য বেনিয়া অপারেটর গুলাওর টাকা খেয়ে অপপ্রচার করে। ক্রয়ের ক্ষেত্রে মন্ত্রিদের ততবির উপেক্ষা করতে পারেননা এইসব দেশপ্রেমিক অফিসাররা।কিন্তু আমরা অই দালাল মিডিয়ার মিথ্যাইয় নাচি। দয়া করে দেশের এই সম্পদ এর বদনাম কর্বেন্না। টেলিটক কে ট্যাক্স ফাকির সু্যোগ দিন দেখবেন টেলিটকও ভাল সেবা দিচ্ছে
৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১১
মোঃ রাব্বী সাইদ শিকদার বলেছেন: আমারও একই প্রশ্ন রাষ্ট্রীয় মোবাইল অপারেটর হওয়ার পরও কেন টেলিটক প্রথম কাতারে আসতে পারছে না। টেলিটক তো নিশ্চয় অন্য অপারেটরগুলোর চেয়ে সুযোগ-সুবিধা কম পায় না; বরং বেশিই পাওয়ার কথা। এর পিছনে কি শুধুই কর্মকর্তাগন ও কর্মচারীরা দায়ী না’কি আরও অজানা কারণ আছে ? ঢেলে সাজানো হোক টেলিটক কে । সেবার মান উন্নত করা হোক। আমরা দেশের টাকা দেশেই রাখতে চাই। ভাল মানের সেবা চাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯
কাক ফ্রাই বলেছেন: দেশের টাকা দেশেই রাখি ব্যবহার করি আমাদের ফোন