![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখ শান্তি পৃথিবীতে পাওযার কথা না, সুখ শান্তি তো পরকালের জন্য, এই সুখের জন্য অস্স্থায়ী পৃথিবীতে পাপের পথে পা না বাড়ানোই শ্র্রেও !
এই সমস্যাটা আসলে আমার একার না। অনেকই এ সমস্যায় ভুগেন।
মনে করেন আপনার একটা পোস্ট আমার ভাল লাগলো। আমি চাই পোস্ট টি আমার ফেইস বুক বা গুগুল + অথবা টুইটারে শেয়ার করতে। সব খানে শেয়ার করা যায় কোন সমস্যা হয় না। মাঝে মাঝে ফেইস বুকে শেয়ার করতে গেলেই এই the message could not be posted to this wall. ম্যাসেজ টা আসে পোস্ট শেয়ার করা যায় না। নীচের এই ছবিটা দেখেন।
যদি আপনি বুঝতে পারেন সমস্যাটা কোথায় তা হলে সমাধান টা করে দেন।
প্লীজ।
২| ২৪ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১৫
বোরহান উদদীন বলেছেন: zazafee ভাই অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনার কথা যদি ঠিক হয় পাইভেসির কারনে যদি এমন অসুবিধার সৃষ্টি হয়। তা হলে আমার নিজের পোস্টে তো আমি পাইভেসি সেটিং সবার জন্য উন্মুক্ত করে সেটিং করি। আপনি কি এই খানে ফেইসবুকের পাইভেসি সেটিং এর কথা বলছেন।?
৩| ২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সমস্যাটা মাঝে মাঝে খুব বড় আকার ধারণ করে। ওটা ফেইসবুকের একটা 'বাগ' বা অন্য কোনো টেকনিক্যাল এররের জন্য হয়ে থাকতে পারে। ব্রাউজারের হিস্ট্রি ক্লিয়ার করুন। অথবা কয়েক ঘণ্টা পর ট্রাই করেন। আমিও এ সমস্যায় পড়ি মাঝে মাঝেই।
২৫ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:৩৩
বোরহান উদদীন বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই:
আমার ব্রাউজার হিস্ট্রি অল টাইম ক্লিয়ার থাকে। এজন্য ক্লিনার ব্যাবহার করি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভাল থাকবেন ঈদ মোবারক।
৪| ২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৫৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমার মনে হয় আপনি এই সামু ব্লগের কোন পোষ্ট ফেবুতে শেয়ার করার কথা বলছেন।
যদি তাই হয় তো দেখবেন অনেক সময় যেসব পোষ্টের শিরোনাম অনেক বড় থাকে সেগুলো শেয়ার করতে গেলে এই সমস্যার সৃষ্টি হয়।
সেক্ষেত্রে ঐ পোষ্ট ফেবুর স্ট্যাটাস বারে লিংক পেষ্ট করার পর যথন প্রিভিউ আসে তখন শিরোনামে ক্লিক করে সেখান থেকে শিরোনাম কিছুটা ছোট করে দিন। ব্যাস সমস্যা আর থাকবে না।
৫| ২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৫৪
আরজু পনি বলেছেন:
আপনি আপাতত আমাকে একটা পোস্টের লিংক দিবেন যেটা আপনি শেয়ার করতে চেয়েছেন কিন্তু পারেন নি। আমার মনে হচ্ছে পারতে পারি। কারণ এর আগেও এমন সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।
৬| ২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৫৮
আরজু পনি বলেছেন:
এস.কে.ফয়সাল আলম -এর কথানুযায়ী করে দেখেন। এভাবেই করা হয়। না পারলে বইলেন।
আর আপনি প্রোপিক বদলেছেন বলে আপনাকে চিনতে পাচ্ছিলাম না। ইউজারনেম দেখে চিনলাম।
৭| ২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:০১
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: এর সমাধান খুব সহজ যা ৪ নাম্বার মন্তব্যে এস কে ফয়সাল আলম ইতিমধ্যে দিয়ে দিয়েছেন।
পোস্টের হেডিং খুব বড় হয়ে গেলে সেটা ছোট করে দিন। শেয়ার করতে কোন সমস্যা হবার কথা নয়
৮| ২৫ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৬
বোরহান উদদীন বলেছেন: এস.কে.ফয়সাল আলম - আরজুপনি -জীবনানন্দদাশের ছায়া
আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ ভাই। আসলে আপনাদের মত ব্লগাররা যতদিন এ সামুতে আছেন, আমাদের আসতেই হবে এখানে।
সবাইকে অগ্রিম ঈদ মোবারক
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৪৫
zazafee বলেছেন: আপনার এই সমস্যাটা সত্যিই খুব ছোট সমস্যা। তবে মজার ব্যাপার হচ্ছে এটা আপনি কিছুতেই কোথাও শেয়ার করতে পারবেন না যতক্ষণ না ওই পোস্টের মালিক তার অনুমতি দেয়। এর মানে হলো যিনি পোষ্টটি দিয়েছেন তিনি পোষ্ট করার সময় প্রাইভেসী দিয়ে রেখেছেন। একটা অপশন আছে দেখবেন যে কে আপনার পোস্ট শেয়ার করতে পারবে আর কে আপনার পোষ্টে কমেনট করতে পারবে। এই অপশন আপনি যদি সিলেক্ট করেন কেউ শেয়ার দিতে পারবেনা কিংবা শুধু বন্ধুরা শেয়ার দিতে পারবে তাহলে আপনি এর বাইরে থাকবেন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। ফেসবুকের ঐ সব পোষ্ট প্রাইভেসী দেয়া বিধায় কোথাও শেয়ার করা যাবেনা। ফলে এ ম্যাসেজ আসবে।