![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাম্প্রতিককালে একটি আন্তর্জাতিক কমিউনিটিতে যুক্ত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ হয়েছে। এই আন্তর্জাতিক কমিউনিটিতে ভারত এবং চীনের জনসংখ্যাগত আনুপাতিক কারণে অংশগ্রহণ বেশি। এই কমিউনিটিতে ভারত, চীন ছাড়াও পাকিস্তান, নেপাল, ইউক্রেন, রাশিয়া এবং ইউরোপের ২/১ জন যুক্ত হয়ে থাকেন।
সমস্যাটা হয়েছে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে। এই তিনটি দেশের মধ্যে ধর্মীয় কারণে দুটি ভাগে বিভক্তি রয়েছে। সেক্যুলার মানসিকতার কারণে ধর্মীয় পরিচয় আমার কাছে মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়, যদিও সাংস্কৃতিক কারণে ধর্ম আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিক
এই ধর্মীয় পরিচয়টাই বড় বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। উল্লিখিত কমিউনিটিতে যখন আমি কথা বলতে গেছি, তখন আমার কাছে আমার দেশ ও ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হয়েছে।
দেশ ও ধর্মীয় পরিচয় দেওয়ার ফলে প্রথম দুই দিন ভারতীয় মডারেটর আমাকে ও একজন পাকিস্তানিকে কথা বলতে দেননি।
তৃতীয় দিন আমাকে ভিডিও অন করার শর্তে মডারেটর কথা বলার সুযোগ দেন। কথার বিষয়বস্তুতে গুরুত্ব না দিয়ে, মাঝপথে একজন ভারতীয় অংশগ্রহণকারী আমাকে ইসলাম ধর্মাবলম্বী এবং বাংলাদেশি হওয়ায় সেই অনলাইন সভায় ইংরেজি ভাষার বদলে হিন্দিতে চরমভাবে গালিগালাজ করতে শুরু করে।
আমি স্বভাবগতভাবেই সেখানে আর কিছু না বলে অনলাইন মিটিংটি ত্যাগ করি। এখন প্রশ্ন হলো—এই মিটিংয়ের দুজন মানুষের আচরণ দিয়ে কি পুরো ভারতকে বিচার করব, তা বুঝে উঠতে পারছি না। তবে, এই মিটিংয়ের অভিজ্ঞতার কারণে ভারতের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে।
আমি বিভিন্ন প্ল্যাটফর্মে জাতীয়তা, ধর্মীয় পরিচয় ইত্যাদি আবেগতাড়িত পরিচয়ের ক্ষেত্রে সবসময় নিরপেক্ষ বক্তব্য দিয়ে এসেছি। সেই আমাকেই কিনা ধর্মীয় পরিচয়ের কারণে বর্ণবৈষম্যের শিকার হতে হলো?
পরে আমার মেয়ে আমাকে বলল—“বাবা, ভারত, যুক্তরাষ্ট্র, চীনসহ বেশ কিছু দেশ খুবই রেসিস্ট।” আমি অনলাইনে যাচাই করে দেখলাম, আমার মেয়ের কথাই পুরোপুরি সত্য।
এই সময়ে, যখন বিজ্ঞান জানে মানুষ কীভাবে পৃথিবীতে এসেছে, যখন মানুষ জানে সে কতটা ক্ষুদ্র, যখন মানুষ জানে এই ইউনিভার্সে প্রকৃতির কাছে মানুষ তো দূরের কথা, পৃথিবী নামক গ্রহটিই অতি অতি অতি নগণ্য—সেখানে একটা মানুষের ধর্ম বা গায়ের রঙ কীভাবে এতটা গুরুত্ব পায়, সেটা আমার বোধগম্য নয়।
০৯ ই মে, ২০২৫ রাত ১১:০০
প্রগতি বিশ্বাস বলেছেন: কি জানি,
২| ০৯ ই মে, ২০২৫ রাত ১০:৫১
যামিনী সুধা বলেছেন:
১৪২ কোটীর আচরন দিয়ে বিচার করেন, আমি শুনতে চাই।
০৯ ই মে, ২০২৫ রাত ১১:০০
প্রগতি বিশ্বাস বলেছেন: ততে ভয়াবহ ধরনের নয়েজ হবে।
৩| ০৯ ই মে, ২০২৫ রাত ১০:৫৩
আঁধারের যুবরাজ বলেছেন: ভারতের লোকজন অধিকাংশ সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ বিরোধী মিথ্যে প্রচার করে থাকে। অত্যন্ত খারাপ ভাষা ব্যবহার করে। আমাদের দেশের বিরুদ্ধে ওদের ঘৃণার প্রচার ব্যাপক হারে বেড়েছে। ওদের জাতীয় পত্রিকাগুলি এবং নিউজ মিডিয়াতেও একই কাজ করে। ওই দেশের অধিকাংশ মানুষ চরম সাম্প্রদায়িক।
০৯ ই মে, ২০২৫ রাত ১০:৫৯
প্রগতি বিশ্বাস বলেছেন: সেটা আমার চোখেও পড়েছে, যদিও একই আচরণ বাংলাদেশের পক্ষ থেকেও করা হয়।
৪| ১০ ই মে, ২০২৫ রাত ১২:০৮
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার এক্সপেরিয়েন্স যেহেতু দু'চারজনের সাথে সেহেতু সেটাকে বেইজ ধরে বিচার করা ছাড়া অন্য কোন রাস্তা আপনার সামনে খোলা আছে বলে আমি মনে করি না। ব্যক্তিগত জীবনে ভারতীয়দের সাথে বিশ্ববিদ্যালয়ে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও সেটা দীর্ঘ মেয়াদে টেকে নি। তবে আমি দু'একজনকে এখনো চিনি যারা আমাকে বড় ভাই এর মতোই শ্রদ্ধা করে। পেশাগত জীবনে আমার ভারতীয় বা পাকিস্তানিদের সাথে কাজ করার অভিজ্ঞতা হয় নি। তবে ওদের সাথে কাজ করা দু'চারজন বাংলাদেশীর অভিজ্ঞতার কথা শুনে আপনার মতোই নেতিবাচক মনে হয়েছে। অবশ্য সেখানেও অবাক হওয়ার মতো কিছু পাই নি। ধন্যবাদ।
১০ ই মে, ২০২৫ ভোর ৬:৫৮
প্রগতি বিশ্বাস বলেছেন: তবে তাদের সম্পর্কে একটা সময় পর্যন্ত আমার ভালো ধারনা ছিলো
৫| ১০ ই মে, ২০২৫ রাত ১:৪৩
রবিন_২০২০ বলেছেন: অনলাইনে আপনি সচারচর ভারতীয় "keyboard warrior" দের দেখা পাবেন। এরা জঘন্য মানসিকতার অধিকারী।
আশ্চর্য ব্যাপার হচ্ছে মুখোমুখি কখনো এরা কারো চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস রাখেনা। অবশ্য নিজদেশে দল বেঁধে এরা বীরত্বের সাথে সংখ্যা লঘিষ্ঠদের পুড়িয়ে মারতে ওস্তাদ। (শিখ জাতি অবশ্য সাহসী )
আমি চার পাশে অজস্র ভারতীয়দের দেখা পাই , সব কাপুরুষ।
১০ ই মে, ২০২৫ ভোর ৬:৫৮
প্রগতি বিশ্বাস বলেছেন: সেটা ঠিকই বলেছেন
৬| ১০ ই মে, ২০২৫ রাত ২:২৯
কামাল১৮ বলেছেন: ধার্মিক আবার সেকুলার হয় কি ভাবে।বিশেষ করে ইসলাম ধর্মে বিশ্বাসী যারা।ইসলাম ধর্মে সেকুলারের কোন স্থান নাই।
১০ ই মে, ২০২৫ সকাল ৭:০০
প্রগতি বিশ্বাস বলেছেন: আপনি লেখাটা আবার পড়ে দেখতে পারেন, আমার লেখার মধ্যে স্ববিরোধীতা নেই, সুক্ষ ভাবে সেটা এড়িয়ে গেছি। আপনি আপনার মত করে উপসংহার টেনে দিয়েছেন মাত্র।
৭| ১০ ই মে, ২০২৫ সকাল ৭:২৬
কামাল১৮ বলেছেন: @কুতুব,নিজেকে দিয়ে সবার বিচার করবেন না।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০২৫ রাত ১০:৫০
সৈয়দ কুতুব বলেছেন: ভিতরে ভিতরে সবাই রেসিস্ট !