নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধরার ৯৯.৯৯ জন মানুষ ই স্বার্থপর- আল্লহর খাস বান্ধা ব্যাতিত সবাই সব কাজেই নিজের লাভ খোঁজে।

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)

বোরহান উদদীন

সুখ শান্তি পৃথিবীতে পাওযার কথা না, সুখ শান্তি তো পরকালের জন্য, এই সুখের জন্য অস্স্থায়ী পৃথিবীতে পাপের পথে পা না বাড়ানোই শ্র্রেও !

বোরহান উদদীন › বিস্তারিত পোস্টঃ

সবাই সার্থপর

০৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৩

সার্থপর

বোরহান উদ্দিন আহমেদ।



সব কিছুতেই লাভ চাই,

মানে লাভ ছাড়া কোন কাজ নাই।

দুনিয়াটা সার্থপরে ভরা,

একটা প্রানি পাবে না তো আপন সার্থ ছাড়া।



আপনজনের মাঝেও তুমি দেখবে এমন সার্থবাজ,

সার্থ ছাড়া পৃথিবীতে কেউ করবে না কাজ।

ভাই বন্ধু আত্মীয়স্বজন, আপন সার্থ আগে,

আপন সার্থে সবাই আগে আগে ভাগে।



সার্থ ছাড়া এমন কি কেউ পৃথিবীতে আছে,

আপন মা ও সার্থবাজ সন্তানেরই কাছে।

পৃথিবীতে সার্থ ছাড়া আছেন একজন বলি,

তিনিত আর কেউ নন তিনিই আল্লাহ্‌র অলি।



সৃষ্টির সেরা মানুষ আমরা, ভুলে গেলে চলবে না।

সার্থ ছাড়া কাজ না করলে শান্তি তুমি পাবে না।

জান্নাতেরই আসা যদি তুমি কর,

সার্থ ছাড়া কাজ করে তবেই তুমি মর।













আমার সাইট

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮

আমি তুমি আমরা বলেছেন: সুন্দর লিখেছেন। পৃথিবীতে সবাই স্বার্থপর। :(

০৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩১

বোরহান উদদীন বলেছেন:
আমি তুমি আমরা - ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনি বুঝতে পারছেন যে পৃথিবীতে সবাই সার্থপর।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

এঞ্জেল বয় বলেছেন:
হাঁচা কথা -ভাললাগা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.