![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
জনরাঃ কমেডি । ড্রামা । রুমান্স
কাস্টিংঃ পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক প্রমুখ
পরিচালকঃ সৃজিত মুখার্জী
সঙ্গীতঃ অনুপম রয়
◆আপনি হতাশায় ভুগছেন? বেঁচে থাকার ইচ্ছে নেই? জীবন মরণ সমস্যা? চিন্তা করবেন না, আপনাকে সাহায্য করার জন্য আছে আনন্দ কর নিবেদিত “হেমলক সোসাইটি”।এখানে আপনাকে আত্মহত্যার বিভিন্ন কার্যকরী কৌশল শেখানো হবে
◆গল্প সংক্ষেপঃ
মেঘনা সরকার নামে এক তরুণী জীবনের সর্বোচ্চ পর্যায়ের ফ্রাশট্রেশনে/হতাশায় ভুগছেন। মা মারা যাওয়ার পর সৎমাকে মেনে নিতে না পারা , ১৪ বছরের সম্পর্ক প্রতারণার কারনে ভেঙে যাওয়া, আরো বিভিন্ন কারনে আত্মহত্যার চিন্তা ভাবনা করেন। এমন সময় আগমন ঘটে আনন্দ কর নামে এক যুবকের যে কিনা ” হেমলক সোসাইটি” নামে একটি প্রতিষ্ঠান চালান। যেখানে মানুষকে “কিভাবে আত্মহত্যা করতে হয়” হাতে কলমে শেখানো হয়।মেঘনা কে ভর্তি করান তার প্রতিষ্ঠানে। এই নিয়ে মুভির গল্প।
◆মুভিটি মূলত কমেডি জনরার হলেও পরিচালক কমেডির মাধ্যমে সচেতন ভাবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। মাঝে মাঝে জীবনের দুঃখ-কস্ট গুলোকে খুব প্রাধান্য দেয় আমরা। ভাবি হয়তো আমরাই পৃথিবীতে একা কস্টে আছি। আসলেই কি তাই? ফ্রাস্ট্রেশন/হতাশা থেকে দূরে থাকার এক মাত্র উপায় কি সুইসাইড/ আত্মহত্যা? আচ্ছা, আমরা না হয় আত্মহত্যা করলাম কিন্তু যেই মানুষ গুলো আমাদের কেয়ার করে,ভালোবাসে তারা ভালো থাকবে তো?
কখনো খুব বেশি ফ্রাস্ট্রশনে/হতাশায় ভুগলে এই সিনেমাটি দেখবেন, একটু হলেও প্রশান্তি দেবে আপনাকে।
মুভির প্রত্যেকটি গান অসাধারণ। তার মধ্যে “”এখন অনেক রাত” এবং “ফিরিয়ে দেয়ার গান” আমার খুব প্রিয়। সৃজিত মুখার্জী যে অনেক ভালো মাপের পরিচালক “বাইশে শ্রাবণ,জাতিস্মর,চতুষ্কোণ” সিনেমা গুলো দেখে থাকলে ধারণা থাকার কথা।আর অভিনেতা পরমব্রত কলকাতায় আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন। মুভিতে পরমব্রত হাস্যরসাত্মক সিনগুলো খুব ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন। কোয়েল মল্লিকও ঠিকঠাক ছিল। মোট কথা সিনেমাটি সকল শ্রেণির দর্শকদের ভালো লাগবে আশা করি।
ডাউনলোড লিংকঃ
টরেন্টঃ http://bit.ly/1IDaa24
অনলাইন স্ট্রিমিংঃ http://bit.ly/1KTMpjG (720p)
©somewhere in net ltd.