নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

The Help (2011) “একটি বর্ণবাদ বিরোধী সিনেমা ও মানবতার গল্প"

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

The Help (2011)
মুভিটি দেখার আগে কিছু বিষয়ে আপনার ধারণা থাকা দরকার।
➨Racism(রেসিজম)/বর্ণবাদ কি?
এক প্রকার বৈষম্য। বৈষম্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হতে পারে যেমন- গায়ের রঙের বৈষম্য,জাতিগত দিক থেকে বৈষম্য, ধর্ম সম্পর্কিত বৈষম্য, গোত্র নিয়ে বৈষম্য ইত্যাদি

আরেকটু বিস্তারিত বলতে গেলে, মানবতাকে উর্ধ্বে না রেখে শুধু জাতিগত অথবা গায়ের রঙ দিয়ে সমাজে তাদের স্থান উঁচু কিংবা নিচু নির্ধারণ করাকে রেসিজম অথবা বর্ণবাদ বলে।

➨আফ্রিকান-আমেরিকান সিভিল রাইটস মুভমেন্টঃ
১৯৫৪ সাল থেকে ১৯৬৮ সাল। এই সময়টাকে আফ্রিকান-অ্যামেরিকানদের (ব্লেক অ্যামেরিকান) নাগরিক অধিকার আদায়ের যুগ বলা হয়ে থাকে। তার পূর্বে, বর্ণবাদ ধারণা বিশ্বাসকারী হোয়াইট আমেরিকানদের হাতে ব্লেক আমেরিকানরা নানা ভাবে অত্যাচারিত এবং শোষিত হতেন।

➨মুভি সম্পর্কিত আলোচনাঃ
১৯৬৩ সালের সময়কাল। মিসেসপি ষ্টেটে,স্কিটার ফিলান নামে এক তরুণী (হোয়াইট অ্যামেরিকান) গ্রেজুয়েশন শেষ করে লেখিকা হওয়ার স্বপ্ন দেখছেন এবং একটা সংবাদপত্রে চাকরি করেন। জবের খাতিরে স্কিটার লক্ষ করলো, ব্লেক অ্যামেরিকানরা যুগ যুগ ধরে হোয়াইট আমেরিকানদের মেইড/চাকরানী হিসেবে কাজ করে যাচ্ছেন। সে নিজেও লালিত পালিত হয়েছে ব্লেক মেইডের হাতে।
সেই সুত্রে সে অ্যামেরিকায় ব্লেক মেইড এবং হোয়াইট ফেমেলির সাথে তাদের সম্পর্ক এর উপর একটি উপন্যাস লেখবেন। এই ক্ষেত্রে তাকে সাহায্য করে দুই ব্লেক অ্যামেরিকান মেইড ” এলাবাইন ক্লার্ক এবং মিনি জ্যাকসন “। এই নিয়ে মুভির কাহিনী।

➟তরুন লেখিকা স্কিটার ফিলান হিসেবে ছিলেন এমা স্টোন। পুরো মুভিতে তার অভিনয় বেশ দারুন ছিলো। দুই ব্লেক অ্যামেরিকান মেইড হিসেবে ছিলেন ভইলা ডেভিস এবং অক্টবিয়া স্পেন্সার। অসাধারণ লেগেছে তাদের অভিনয়। পরিমিত এক্সপ্রেশন, বিশেষ করে ইমোশনাল সিন গুলোতে তাদের অভিনয় দেখার মত ছিলো।

➽মুভিটি অস্কারে চারটি বিভাগে নমিনেশন পান এবং বেস্ট সাপোরটিং এক্ট্রেস হিসেবে অক্টবিয়া স্পেন্সার জয়ী হোন।

☛টরেন্ট ডাউনলোডঃ http://bit.ly/1F38sPJ

☛ডিরেক্ট ডাউনলোডঃ http://bit.ly/1KOkUrI

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ডাউনলোড দিলাম । আজই দেখে নিবো ।

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

হাবিব রহমানন বলেছেন: আশা করি আপনার সময়ের অপচয় হবেনা :) দেখে ফেলুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.