নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ “দেবদাস” এর আধুনিক ভার্শন “Dev.D (2009)” !!

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর “দেবদাস” উপন্যাস অবলম্বনে অনেক মুভি তৈরি হয়েছে।
পরিচালক অনুরাগ কাশ্যপ চিন্তা করলেন উনি “দেবদাস” এর স্টোরি নিয়ে মুভি বানাবেন বাট তার নিজের ভার্শনে।অভিনেতা অভয় দেওল আর স্ক্রিপ্ট রাইটার বিক্রাম আদিত্তিয়া কে নিয়ে লেখে ফেললেন স্ক্রিপ্ট এবং তৈরি করলেন “দেবদাস” এর আধুনিক ভার্শন ” দেব ডি”।
সঞ্জয় লীলা বান্সালির পরিচালনায় “দেবদাস” এবং একই গল্প অবলম্বনে অন্যান্য মুভি গুলো যাদের দেখা আছে তারা দেব-ডি মুভিটি আরো বেশি এঞ্জয় করবেন।
কমেডি এবং রুমান্টিক ধরনার এই মুভিটি বক্স অফিস এবং ক্রিটিক্সদের কাছেও সফল হয়েছেন সমানভাবে। শাহরুখ খান নিজেও অভয় দেওল এর অভিনয়ের প্রশংসা করেছেন।
মুভিটি মূলত তিনটি ক্যারেক্টার (পারো,চান্দা এবং দেব) কে প্রাধান্য দিয়ে মূল কাহিনী গড়ে উঠেছে।

মুভিতে তিনটি ক্যারেক্টারের অরিজিন সংক্ষেপে লেখলামঃ

➽দেব ও পারু~
কিশোর দেব কে লন্ডনে পড়াশুনা করতে পাঠানো হয়। দেব তার বাল্যকালের বান্ধবি পারু কে ছেড়ে লন্ডনে পারি জমায়। কিন্তু তাদের মধ্যে ফোনে কথা হতে থাকে। পড়াশুনা শেষ করে দেব ফিরে আসে ভারতে। দেশে ফিরে পারু এর সাথে ভুল বুঝাবুঝি হয়, ফলাফল পারুর আরেকজনের সাথে বিয়ে।
তারপর আর কি দেব ড্রাগ নিতে শুরু করে।

➽লেনি/চান্দাঃ
দিল্লীতে একটি উচ্চবিত্ত পরিবারের আদরের কন্যা লেনি। ভালোয় কাটছিল তার দিনকাল কিন্তু লেনির বয়ফ্রন্ড তাদের অন্তরঙ্গ মুহূর্ত ভিডিউ করেন। বয়ফ্রেন্ড এই স্কেন্ডেল ছেড়ে দেয় ইন্টারনেটে। পরিবার থেকে বিতারিত হয়ে অসহায় অবস্তায় রাতে প্রস্টিটিউড এর কাজ ও দিনে পড়াশুনা চালিয়ে যান। নতুন পেশায় লেনি নাম পরিবর্তন করে “চান্দা” রাখেন। সেখানেই দেখা হয় নেশা করা,ফ্রাস্ট্রেটেড দেবের সাথে।

এই তিন ক্যারেক্টার কে একই বৃত্তে এনে গল্প সাজিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ, তার পরিচালনা ও সাহসের সাধুবাদ জানায়। অভিনয় প্রসঙ্গে বললে ব্যাক্তিগত ভাবে অভয় দেওয়াল এর অভিনয় আমার ভালো লাগে। এই সিনেমার লিড রোলে অভয় দেওয়াল কে কেন নেয়া হল এই প্রসঙ্গে অনুরাগ কাশ্যপ কে প্রশ্ন করা হলে তিনি বলেন ” সবাই নায়ক/হিরো হতে চায় কিন্তু সে (অভয় দেওয়াল) তার ক্যারেক্টার নিয়ে কাজ করাকেই মুখ্য মনে করেছে ”
এই মুভিটি ছিলো মাহি গিল ও কাল্কি কোচিন এর ডেবিউ মুভি, তাদের পারফর্মেন্সও অনেক ভালো লেগেছে। মোটকথা হচ্ছে এটি একটি উপভোগ্য মুভি।

আরেকটি তথ্য হচ্ছে এই সিনেমার মাধ্যমেই পরিচালক অনুরাগ কাশ্যপ ও কাল্কি কোচিন এর পরিচয়,প্রেম এবং পরে বিবাহে আবদ্ধ হোন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

বাংলার ফেসবুক বলেছেন: দেখার অপেক্ষায় রইলাম।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

হাবিব রহমানন বলেছেন: দেখে ফেলুন, ভাল লাগবে আশা করি

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

সুমন কর বলেছেন: মুভিটি ভালো লেগেছিল... !:#P

রিভিউ ভালো হয়েছে।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮

আরণ্যক রাখাল বলেছেন: রিভিউ ভাল হইছে।
দেখব

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ :)

৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৫

রক্তিম দিগন্ত বলেছেন: যাই বলেন, আমি এই মুভিটা দেইখা মজা পাইছি ভাল মতই। একই ধারায় না থেকে একটু বেরিয়েছিল।

আর অভয় দেওল তার ভাইদ্বয় ও বোনের থেকে বেশ ভালই অভিনয় করে।

সব মুভিতে একই রকম ভাবে থাকলেও - সে তার ক্যারেক্টারকে আলাদাভাবে ফুঁটিয়ে তুলতে পারে। তার একটা মুভি ছিল 'Ek Chalis ki last local' ঐ মুভিটায় কিছুই ছিল না - কাহিনীও না। এক অভয় দেওলই আঁটকায়া রাখছিল।

রিভিউটা ভাল দিয়েছেন। অল্প কথায়!

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

হাবিব রহমানন বলেছেন: অভয় দেওয়াল হচ্ছে বলিউডের সবচেয়ে আন্ডাররেটেড এক্টর,সে অনেক ভাল অভিনেতা ও তার মুভি চয়েসও অনেক স্টেন্ডার্ড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.