নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

টিভি সিরিজ/সিটকমের তিন অসাধারণ কমিক ক্যারেক্টার পরিচিতি!

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০০

টিভি সিরিজ/সিটকমের তিনটি অসাধারণ হাস্যরসাত্মক ক্যারেক্টার এর পরিচিতি দেয়া হবে এই লেখায় :) আশা করি সিরিজ-প্রেমীদের প্রিয় লিস্টে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে জনপ্রিয় এই ক্যারেক্টার গুলো।
◊Chandler Bing from “Friends”
◊Barney Stinson from “How i met your mother”
◊Sheldon Cooper from “The big bang theory”

◆Chandler Bing (Matthew Perry)
নিয়মিত আড্ডা,গল্প আর কৌতুকে মেতে থাকা ৬জন বন্ধুদের নিয়ে সাজানো হয়েছে ১৯৯৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত চলতে থাকা “ফ্রেন্ডস” নামক এই সিরিজটি। এই সিরিজের অন্যতম একটি ক্যারেক্টার “চ্যানলার বিং” যার প্রধান কাজ হচ্ছে “সার্কাজম” মানে হাসি ঠাট্টায় মেতে থাকা। তার সংলাপ, হাস্যরসাত্মক মনোভাব, কথায় কথায় সার্কাস্টিক জবাব দেয়া আপনাকে মুগ্ধ করবে। বিশেষ করে তার কমিক টাইমিং। তাছাড়া কমেডি কে প্রেজেন্ট করার ক্ষেত্রেও কিছু চৌকশ কৌশল রয়েছে, এই দিক থেকে সে পুরোপুরি সফল।
“চ্যানলার বিং” একটি লেজেন্ডারি ক্যারেক্টার। এই ক্যারেক্টার কে কেন্দ্র করে ফেইসবুকে আছে একাধিক ফ্যান-পেইজ। হিউমার ইম্প্রোভ এর ক্ষেত্রেও একটি ক্যারেক্টারটি আপনাকে সাহায্য করবে :-P ওয়ান অফ দ্যা ফাইনেস্ট ক্যারেক্টার আই হ্যাভ এবার সিন।
চ্যানলার চরিত্রে অভিনয় করেছেন ম্যাথিউ পেরি। তার এই অসাধারণ রোলের জন্য সিরিজ প্রেমীরা তাকে আজীবন মনে রাখবে। অনেক মজাদার এবং আনন্দদায়ক মুহূর্ত উপহার দিয়েছেন এই অভিনেতা।

◆Barney Stinson (Neil Patrick Harris)
আরেকটি পপুলার কমেডি টিভি সিরিজ “হাউ আই ম্যাট ইয়ুর মাদার”। “ফ্রেন্ডস” এর পর এটা আমার প্রিয় লিস্টের দ্বিতীয় সেরা। এই সিরিজের মধ্যমণি “বার্নি স্টিনসন”, তার স্ক্রিন প্রেজেন্ট মানেই বিশেষ কিছু। তার পাগলাটে অদ্ভুত চিন্তাধারা ও কাজকর্ম আপনাকে বিনোদিত করবে। বারনি স্টিনসন এর গুণাবলি(!) প্লেবয়,একজন আদর্শ(!) বন্ধু, লেডী কিলার এন্ড অসাম…ওয়েট ফর ইট…নেস,অসামনেস :D আসলে, বন্ধু মহলে এমন একজন করে “বার্নি স্টিনসন” সবারই থাকে এবং তারা সর্বদা রিলেশনশীপ নিয়ে কুপরামর্শ দিতে পছন্দ করেন :-P
অসাধারণ একটি কমিক ক্যারেক্টার। স্ক্রিনে ২/৩ মিনিট বার্নি স্টিনসন না থাকা মানে অনেক কিছু মিসিং। যাদের সিরিজটি দেখা নেই অনুরোধ করবো একটি এপিসোড হলেও দেখার চেস্টা করবেন। এই ক্যারেক্টারের প্রেমে পরবেন সিউর।
“বার্নি স্টিনসন” ক্যারেক্টার টি প্লে করেছেন নিল প্যাট্রিক হ্যারিস। এই চরিত্রের জন্যই মূলত সে বিখ্যাত, এই ক্যারেক্টারের জন্য একাধিকবার এমি এওয়ার্ডে নমিনেশন পেয়েছেন। এ্যামি এ্যাওয়ার্ড সহ হোস্ট করেছেন এবারের একাডেমিক এ্যাওয়ার্ড(অস্কার)।

◆Sheldon Cooper (Jim Parsons)
উপরিক্ত দুই সিরিজের সাথে “দ্যা বিগ ব্যাং থিউরি” সিরিজের মূল পার্থক্য হল এই সিরিজে বিজ্ঞান এর সাথে হিউমার মিক্স করে একটি অসাধারণ কমেডি সিরিজ(সিটকম) তৈরি করছে।
প্রিয় কমিক কারেক্টারে তিন নাম্বারে আছেন ডক্টর শেল্ডন কুপার। বন্ধুমহলে সর্বাধিক শিক্ষিত (ডাবল মাস্টার্স এন্ড অ্যা পিএইচডি) এবং একজন লজিক্যাল মানুষ। কমিক্স,সিনেমা এবং টিভি সিরিজের হার্ডকোর ফ্যান।
সিরিজের সবচেয়ে মজার দৃশ্য গুলো হল শেল্ডন ও তার বেস্ট ফ্রেন্ড,রুম-মেইট ও কলিগ লিওনার্ড এর মধ্যকার কনভার্সেশন গুলো।
শেল্ডন সর্বদা অস্বাভাবিক আচরণ, নিজেকে জ্ঞানী এবং বাকীদের মূর্খ ভাবতে পছন্দ করেন। এই বিষয়ে তার সেই বিখ্যাত উক্তি “One cries because one is sad. For example, I cry because others are stupid, and that makes me sad” :-P এমন অনেক হিউমার মিশ্রিত উক্তি তার আছে। দেখে নিন তার আরো অসাধারণ উক্তি সমূহঃ http://bit.ly/1UIbxPO

অসাধারণ এই চরিত্রে অভিনয় করেছেন জীম পারসন্স। এই চরিত্রের জন্য সেরা কমেডি অভিনেতা হিসেবে পেয়েছেন “গোল্ডেন গ্লোব” এবং একাধিকবার পেয়েছেন “এ্যামি” এওয়ার্ড।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সিরিজ দেখা হয়নি :(

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

হাবিব রহমানন বলেছেন: ফ্রেন্ডস দিয়ে শুরু করুন, সিটকমের আসল স্বাদ পাবেন আশা করি।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
শেলডনকে আমার কেন জানি বিরক্ত লাগে তাই সিরিজটা দেখা হয়নাই।
কমেডী দেখতে ইচ্ছা করেনা তাই বাকি ২টাও দেখা হয়নাই। :-<
তবে মডার্ণ ফ্যামিলি দেখসিলাম ||

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

হাবিব রহমানন বলেছেন: শেল্ডন কে বিরক্ত লাগে? সিরিয়েস্লী? আমি বলবো, আরেকবার দেখার চেষ্টা করুন, একটা সুযোগ দিলে ভাল লাগবে আশা করি, জিম পার্সন আমার প্রিয় কমিক ক্যারেক্টার এর মধ্যে অন্যতম। আর মর্ডান ফ্যামিলির চেয়ে সো ফার বেটার হচ্ছে বিগ বেং থিউরি।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

লিও কোড়াইয়া বলেছেন: ভাই, একবারে আমার মানেক কথা গুলো লিখেছেন। কিন্তু ফ্রেন্ডস এর প্রতিটি ক্যারেক্টারই চরম। জয়ীর কথা ভুলে গেলে চলবে না, প্রেবয়+স্টুপিডিটি মিলে অসাধারণ একটি চরিত্র। রসের কথা আর কী বলবো, রোমান্টিক+সারকাস্টিক+মজার মজার সব ঘটনা ঘটানো একটা ক্যারেক্টার। আমি ফ্রেন্ডস ৪র্থ বার দেখা শুরু করেছি। যতবার দেখি, নতুন করে ভালো লাগে। Chandler Bing আমার অল টাই বস। তাকে নিয়ে কিছু দিন আগে একটা লেখার পোস্ট করেছিলাম। সময় পেলে আমার ব্লগে ঢুকে পড়তে পারেন। HIMYM কে মনে করা হয় FRIENDS এর আধুনিক ভার্সন। অনেক দিক দিয়েই মিল আছে এই দুইটা টিভি সিরিজের। Check this link। এই দুইটা টিভি সিরিজ জনপ্রিয় সব চরিত্রের জন্য, কিন্তু “দ্যা বিগ ব্যাং থিউরি” পুরোটাই Sheldon Cooper। অনেকই মনে করেন, Sheldon Cooper ই এখনও সিরিজটাকে জনপ্রিয় করে রেখেছে। আমার প্রিয় টিভি সিরিজ ও চরিত্রগুলো নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো লাগলো অমার মতো সিটকম পাগলা কেউ ব্লগে আছে জেনে।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

হাবিব রহমানন বলেছেন: আপনার পছন্দের সাথে আমার অনেক মিল দেখছি, ফ্রেন্ডস সিরিজ যে আমি কতবার দেখেছি হিসেব নেই , অবসর থাকেলেই দেখি, চেন্ডলার বিং,ফিভি বোফে, র‍্যাচেল,রস, মনিকা, জয়ী সব গুলো ক্যারেক্টার আমার কাছে ফেমেলির মত, আই জাস্ট লাভ দেম :) আর হুম, হাউ এই মেট ইয়ুর মাদার অনেকাংশে ফ্রেন্ডস এর সাথে মিল আছে তবে বার্ণি স্টিন্সন ক্যারেক্টার টা সিরিজ টাকে অন্য এক লেভেলে নিয়ে গেছে। সিটকমের মধ্যে আমার মোস্ট ফেবারিট ফ্রেন্ডস, হাউ আই মেট ইয়ুর মাদার , বিগ বেং থিউরি, কাপলিং, টু এন্ড হাফম্যান। আর ধন্যবাদ আপনাকেও :)

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

লিও কোড়াইয়া বলেছেন: আসলেই ভাই, অাপনার সাথে আমার পছন্দের আসলেই অনেক মিল আছে। ভাই, Life is Beautiful সিনেমাটা কি দেখেছেন? দেখলে এটা নিয়ে একাট রিভিউ দিয়েন। কাপলিংটাও দেখেছি, ব্রিটিশ সিটকম, ভালো লেগেছে। আসলেই ভাই, ক্যারেক্টারগুলো কীভাবে যেন আপন হয়ে গেছে, শেষ পর্বটা দেখতে গেলে অনেক খারাপ লাগে, মনে হয় অনেক আপন কেউ চলে যাচ্ছে। জীবনে অনেক খারাপ সময় কাটিয়েছি, প্রেমের ব্যর্থাতা, জীবনে ব্যর্থতা। মনের কষ্ট ভুলে ফ্রেন্ডস দেখছি, সেখান থেকে শিক্ষা নিয়েছি। আর হাসতে গেলে আমি মাঝে মাঝে এতো বিকট শব্দ করে হাসি, আশেপাশে থাকা মানুষ ভয় পেয়ে যায়। আরেকটা অভিজ্ঞতার কথা বলি, মাঝে মাঝে অনেক ফানি দৃশ্য চিন্তা করে আমি হেসে ফেলি, আশেপাশের মানুষ চিন্তা করে, ছেলে কি পাগল নাকি, একা একাই হাসে! বলতে গেলে ফ্রেন্ডসই আমার বেস্ট ফ্রেন্ডের কাজ করেছে। ফ্রেন্ডস কথা রেখেছে, '' I'll be there for you!'' ! It always has,,,,

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

হাবিব রহমানন বলেছেন: Life is Beautiful নিয়ে একটা রিভিউ দিয়েছিলাম অনেকদিন আগে একটা মুভি গ্রুপে, অই লেখাটা ব্লগে দিয়ে দেব নে। আর হুম
ক্যারেক্টারগুলো কীভাবে যেন আপন হয়ে গেছে, শেষ পর্বটা দেখতে গেলে অনেক খারাপ লাগে, মনে হয় অনেক আপন কেউ চলে যাচ্ছে" আপনার এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

লিও কোড়াইয়া বলেছেন: হা হা হা... আমার কেন যেন মনে হচ্ছিল অাপনি মুভিটা দেখেছেন, পছন্দের মিল আছে তো তাই! রিভিউ দিয়ে দিয়েন, যারা দেখেনি. দেখার উৎসাহ পাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.