![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
মোশাররফ করিম, তার নামই এক প্রকার বিশেষণ। বর্তমানে টিভি নাটক/টেলিফিল্ম এর প্রিয় মুখ ও সফল অভিনেতা মোশাররফ করিম। টিভি নাটকে তাকে জীবন্ত কিংবদন্তী বললেও ভুল হবেনা। অভিনয়ের ভিন্নতা,বিভিন্ন অঞ্চলের ভাষার উচ্চারন দক্ষতা এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে আমাদের আনন্দ দিয়ে যাচ্ছেন নিয়মিত।
তার সম্পর্কে কিছু তথ্য দেয়ার চেষ্টা করবো এই লেখায়ঃ
◆১৯৭২ সালের ২২ আগস্ট ঢাকায় জন্মগ্রহন করেন। ঢাকায় জন্মগ্রহন করলেও মোশাররফ করিমের হোমটাউন বরিশাল।
◆অভিনয়ের প্রতি তার আগ্রহ তৈরি হয় স্কুল থিয়েটারে,পরে ১৯৮৬ সালে অভিনয়ে পদার্পণ করার সিদ্ধান্ত নেন এবং “নাট্যকেন্দ্র” নামক একটি মঞ্চনাটকদলে যোগদান করেন।
◆দীর্ঘদিন থিয়েটারে কাজ করার পর ১৯৯৯ সালে প্রথম “অতিথি” নামক নাটকে অভিনয় করেন।
◆১৯৯৯ সালে থেকে ২০০৪ পর্যন্ত তাকে অনেক স্ট্রাগল করতে হয়, পাশাপাশি কাজের তুলনায় তেমন পরিচিতিও পাচ্ছিলেন না। এক পর্যায়ে অভিনয় করেন “ক্যারাম” টেলিফিল্মে, এই টেলিফিল্ম দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পান এবং তিনিও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেন।
◆মোশাররফ করিম ২০০৪ সালে বিয়ে করেন, স্ত্রী রোবেনা রেজা জুঁই। মোশাররফ করিম এর সাথে জুই এর প্রথম পরিচয় হয় ২০০০ সালে। সে সময় মোশাররফ করিম জুইদের বাসার সামনের গলির একটি কোচিং সেন্টারে পড়াতো। সেই কোচিং সেন্টারেই কোচিং করতেন জুই। সেখান থেকেই দুজনের প্রাথমিক পরিচয়,প্রেম ও বিয়ে। তাদের একমাত্র সন্তান রায়ান। পুরো নাম রোবেন রায়ান করিম।
◆মোশাররফ করিম ২০০ টিরো বেশি একক-নাটকে (এক-পর্বের) অভিনয় করেছেন।
কিছু বিখ্যাত নাটকের নামঃ
ফ্লেক্সিলোড, আউট অফ নেটওয়ার্ক, ঠুয়া, বিহাইন্ড দ্যা সিন, ক্যারাম(প্রথম পত্র ও দ্বিতীয় পত্র) , হাতেম আলী, জর্দা জামাল, হ্যালো,হাওাই মিঠাই, বারাবারি, মানিব্যাগ,উচ্চ মাধ্যমিক সমাধান, কথা দিলেম তো, যমজ, সিকান্দার বক্স (সিরিজ) , সেই রকম চা খোর ইত্যাদি
তার বিখ্যাত নাটকের নাম বলে শেষ করা যাবেনা।
মোশাররফ করিম নাটকের সম্পূর্ণ লিস্ট দেখতে চাইলেঃ http://bit.ly/1Lqfzek
◆৩৩টির মত ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।
তার বিখ্যাত ধারাবাহিক নাটকঃ
এফ এন এফ ,৪২০,ফিফটি ফিফটি, ভবের হাট, হাউস ফুল,চাঁদের নিজস্ব কোন আলো নেই, মাইক, লং মার্চ, ইউনিবার্সিটি, চলিতেসে সার্কাস ইত্যাদি।
সম্পূর্ণ লিস্টঃ http://bit.ly/1fxzhGx
◆মোট চারটি সিনেমায় অভিনয় করেছেন, ২০০৭ সালে “দারুচিনি দ্বীপ” , ২০০৯ সালে “থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার” , ২০১২ তে “প্রজাপতি” এবং ২০১৩ তে “টেলিভিশন”।
তাছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা “Jalal’s Story-জালালের গল্প”।
ইতিমধ্যেই পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে “জালালের গল্প” সেরা ছবি নির্বাচিত হয়েছে এবং একই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন মোশাররফ করিম।
এই সিনেমার ট্রেইলারঃ http://bit.ly/1LqfRld
◆তার অসাধারন অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক পুরুস্কার। “মেরিল প্রথম আলো পুরষ্কার” এ তার প্রাপ্তিঃ (সমালোচক পুরষ্কার) ২০০৮ সালে “দেয়াল আলমারি”, ২০১২ সালে “জর্দ্দা জামাল”, ২০১৩ সালে “সেই রকম চা খোর”।
(তারকাজরিপ পুরষ্কার) ২০০৯ সালে “হাউজফুল”, ২০১১ সালে “চাঁদের নিজস্ব কোন আলো নেই”,২০১৩ সালে “সিকান্দার বক্স এখন বিরাট মডেল” এবং ২০১৪ সালে “সেই রকম পানখোর”।
০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
হাবিব রহমানন বলেছেন: এত খুশির কারন?
২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
মানবী বলেছেন: শৈশব থেকে নাটক টেলিভিশন ইত্যাদি দেখার আগ্রহ কম ছিলো, হুমায়ুন আহমেদের কারনে শুধু তাঁর নাটকক দেখা হতো। পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করার সাথে সাথে এক অদ্ভুত উপায়ে তাঁর নাটক ও লেখা অনাকর্ষনীয় হতে থাকে। ২০০৭ সালে ঘটনাক্রমে "একান্নবর্তী" দেখে আনিসুল হকের লেখা নাটকের প্রতি কিছুটা আস্থা আসে। একান্নবর্তীর পর ফারুকীর অন্যান্য নাটক তেমন ভালো মনে হয়নি, ক্যারামও বিরক্তিকর মনে হয়েছে সেই সাথে মোশাররফ করিমকেও।
২০১১ সালের শেষের দিকে "হাউজ ফুল" দেখতে শুরু করে একটানে পুরো সিরিজ শেষ করি সেই সাথে মোশাররফ করিমের কারনে নাটক দেখা নতুন করে শুরু। তাঁর সবচেয়ে বড় গুন, তিনি ন্যাকামী বর্জিত অভিনয় করেন।
ভারতে বর্তমান জেনারেশনের যেসব নায়কদের নিয়ে আমাদের দেশের আবালবৃদ্ধবণিতার উচ্ছাস আর আদিখ্যেতা, অভিনয় গুনে মোশাররফ করিম শুধু বাংলাদেশের নয়, সেসব ভারতীয় অভেনতাদের চেয়ে হাজার গুনে শ্রেয়তর। অত্যন্ত সাধরান লুক আর বাচন ভঙ্গী দিয়ে শুধু মাত্র সু অভিনয়ের কারনে তিনি আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা!
যদিও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ নেই, তবু প্রিয় অভিনেতার নামে শিরোনাম দেখে মন্তব্য করা :-)
পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ।
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
হাবিব রহমানন বলেছেন: আসলে লেখাটা তার গত জন্মদিনে একটা মুভি গ্রুপে শেয়ার করেছিলাম আর আজ ব্লগে দিলাম। যাক প্রিয় অভিনেতা সম্পর্কে ভাল কিছু বলেছেন দেখে ভাল লাগলো। যদিও বর্তমানে মোশাররফ করিম এর উপর আমার অভিযোগ অনেক, স্ক্রিপ্ট বাছাই এর ক্ষেত্রে কেমন যেন ক্লিশে হয়ে গেছেন, তাছাড়া অতিরিক্ত ক্লাসলেস নাটকও করছেন।
মোশাররফ করিমের ব্যক্তিগত জীবন নিয়ে আপনার আগ্রহ নেই বুঝলাম কিন্তু হুমায়ুন আহমেদের দ্বিতীয় বিয়ে করার কারনে তাঁর নাটক ও লেখা অনাকর্ষনীয় হয়েছিল এই কথার সাথে একমত হতে পারলাম না অন্যান্য কারণও থাকতে পারে তাইনা?
হুম, আসলে সেলিবদের ব্যাক্তিগত জীবন নিয়ে আলোচনা না করায় শ্রেয় বলে মনে হচ্ছে এখন
যাক, ভাল থাকুন
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০১
দাদুচাচা বলেছেন: দারুন ।
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩
রাঘব বোয়াল বলেছেন: পোস্টে +
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬
হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
ফেরদৌসা রুহী বলেছেন: প্রিয় অভিনেতা সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
হাবিব রহমানন বলেছেন: স্বাগতম, আর আপনারও প্রিয় অভিনেতা শুনে ভাল লাগলো
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭
সুলতানা রহমান বলেছেন: মোশাররফ করিমের অভিনয় খুব ভাল লাগে।
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
হাবিব রহমানন বলেছেন: ভাল না লাগার কোন কারণও দেখছিনা অভিনয় , বাচন ভঙ্গী সব মিলে অসাধারন কম্বিনেশন
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
ধমনী বলেছেন: ভালা মানুষ।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:০১
রক্তিম দিগন্ত বলেছেন: মোশাররফ করিম হল - একমাত্র অভিনেতা যার কারণে বিজ্ঞাপন বিরতির বিরক্তিকর ফাঁদের মাঝে পড়ে থাকলেও - বাংলা চ্যানেলগুলোর সাংস্কৃতিক কার্যক্রমটা দেখা হয়।
ট্রু জিনিয়াস!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
হাবিব রহমানন বলেছেন: টোটালি এগ্রি উইথ ইয়ু
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আমার ব্যস্ত সময়ের মধ্যে যেটুকু সময় পাই নিশ্বাস নিতে সেটুকু সময়ে মোশারফ করিমের নাটক দেখা হয়, নতুন নাটক না পেলে পুরোনো নাটক দেখি।
অভিনয় শব্দটা জন্ম হয়েছে মোশারফের পেট থেকে,এর আগে আমরা শুধু শুনেছি অভিনয় জন্মাবে একদিন।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
হাবিব রহমানন বলেছেন: একটু বেশি হয়ে গেল না? যাক, আপনি তার অনেক বড় ধরনের ফ্যান বলে মনে হচ্ছে
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩
মানবী বলেছেন: "মোশাররফ করিমের ব্যক্তিগত জীবন নিয়ে আপনার আগ্রহ নেই বুঝলাম কিন্তু হুমায়ুন আহমেদের দ্বিতীয় বিয়ে করার কারনে তাঁর নাটক ও লেখা অনাকর্ষনীয় হয়েছিল...."
- মন্তব্যটি করেই মনে হয়েছিলো আপনি এই বিষয়টি উল্লেখ করবেন :-)
লেখক হুমায়ুন আহমেদ সেরা রচনার একটিবড় অংশ তাঁর আত্মকথা, ভ্রমনকাহীনিগুলো আর সেই সুত্র খুব সহজে তাঁর পাঠককুলের কাছে গুলতেকিন, নোভা, শীলা, বিপাশা, তাঁর পুত্র খুব কাছের ও পরিচিত মানুঢ় হয়ে উঠেছিলো। এমনকি তাঁর প্রথম পুত্রের অতি সংক্ষিপ্ত জীবনেও তিনি তাকে নিয়ে লিখেছিলেন। সেকারনেই লেখক হুমায়ুনের ব্যক্তি জীবনটাও তাঁর লেখক সত্ত্বার একটি অংশ, মোশাররফ করিমের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।
আর দ্বিতীয় বিয়ের পরই তাঁর নাটকগুলোতে অত্যন্ত অপ্রয়োজনীয় ভাবে শাওনের মতো বিরক্তিকর অভিনেত্রী সহ কয়েকজন নির্দিষ্ট অ-অভিনেতা/অভিলেনত্রীদের দেখা যেতো, যেকারনে নাটক দেখতে শুরু করার কয়েক মিনিট পরই বন্থ করে দিয়েছি অনেকবার। আরো একটি কারন হতে পারে, নাটকের পরিচালক হুমায়ুন আহমেদ লেখক বা নাট্যকার হুমায়ুন আহমেদের মান কখনও স্পর্শ করতে পারেনি। মানুষের মনের ভাব তাঁর লেখায় স্পষ্ট হয়ে উঠে বলেই হয়তো তাঁর পরবর্তী লেখাগুলো আগের মতো হৃদয়স্পর্শী মনে হয়নি- একান্তই আমার ব্যক্তিগত মতামত।
প্রিয় মোশাররফ করিম সম্পর্কে পোস্ট দেবার জন্য আবারও ধন্যবাদ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
হাবিব রহমানন বলেছেন: কি বললে ঠিক এপ্রোপ্রিয়েট হবে বুঝতে পারছিনা
১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
রুপালী কাবিন বলেছেন: মোশাররফ করিম দ্যা বস!
মোশাররফ করিমের সব কিছুই জানলাম কিন্তু তার শিক্ষাগত যোগ্যতাটা এখনো জানা
হয়নি। আপনি কি জানেন কিছু?
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩
হাবিব রহমানন বলেছেন: আসলে উইকি থেকে শুরু করে বিডিএমডিবি সহ অন্যান্য বিশ্বাসযোগ্য সাইট গুলোতে ও অনেক ইন্টার্ভিউতে এই বিষয়ে কিছু পেলাম না। আমার নিজেও জানতে ইচ্ছে হয় এই ব্যাপারে স্পেসিফিক ভাবে বলতে দেখিনি এখনো। তবে উনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ভাল হবে আশা করি কেননা তার স্ত্রী এর সাথে পরিচয় একটি কোচিং এর মাধ্যমে যেখানে সে টিচার হিসেবে দায়িত্ব পালন করেছেন সুতরাং বুঝতেই পারছেন
১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
গেম চেঞ্জার বলেছেন: ভালো...... পোস্টটি তথ্যপূর্ণ মনে হয়েছে। (শিক্ষাগত যোগ্যতার তথ্যটা দিলে ভাল হতো)
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩
হাবিব রহমানন বলেছেন: আসলে উইকি থেকে শুরু করে বিডিএমডিবি সহ অন্যান্য বিশ্বাসযোগ্য সাইট গুলোতে ও অনেক ইন্টার্ভিউতে এই বিষয়ে কিছু পেলাম না। আমার নিজেও জানতে ইচ্ছে হয় এই ব্যাপারে স্পেসিফিক ভাবে বলতে দেখিনি এখনো। তবে উনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ভাল হবে আশা করি কেননা তার স্ত্রী এর সাথে পরিচয় একটি কোচিং এর মাধ্যমে যেখানে সে টিচার হিসেবে দায়িত্ব পালন করেছেন সুতরাং বুঝতেই পারছেন
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
শরিফুল ইসলাম শোয়াইব বলেছেন: নাটক মানেই মোশাররফ করিম।আজ পর্যন্ত তার যতগুলো নাটক দেখেছি খারাপ লাগেনি কখনো।দিন দিন আরো ভাল হচ্ছে, হবে এবং হোক।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
হাবিব রহমানন বলেছেন: হুম তবে বর্তমানে অতিরিক্ত নাটক করছেন তিনি, যার দরুন ভাল স্ক্রিপ্ট সিলেক্ট এর ক্ষেত্রে খুব ভুল করছেন
১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭
আরণ্যক রাখাল বলেছেন: মোশারফ করিম একপিছ মালই| বাংলাদেশের স্টকে একটাই আছে
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
হাবিব রহমানন বলেছেন: হা হা
১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উনি একজন গুণী শিল্পী সন্দেহ নাই !
উনার একটা দোষ , যে সব পরিচালক উনাকে সঠিক ভাবে ব্যবহার করতে পারেন না , উনি তাদের নাটকেও
অভিনয় করেন ।
উনার এখন বেছে বেছে কাজ করা উচিত ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
হাবিব রহমানন বলেছেন: সম্পূর্ণ একমত পোষণ করছি আপনার সাথে আমার আগের কমেন্ট গুলো দেখুন, আমি এই সেইম কথাটায় বললাম, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি কে প্রাধান্য দেয়া উচিত বলে মনে করি
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
অতঃপর হৃদয় বলেছেন:
