নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ Inside Out (2015): আবেগ ও অনুভূতির বাস্তবিক চরিত্রায়ন!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

ডিজনী-পিক্সার প্রোডাকশন হাউজের যৌথভাবে কাজ মানে অ্যানিমেশন প্রেমীদের জন্য বিশেষ কিছু। অ্যানিমেশন মুভি লাভাররা ডিজনী-পিক্সার কোলাবরেশনের পূর্ববর্তী মুভি গুলোর কথা অবশ্যই জানেন।
ওয়াল্ট ডিজনি পিকচার্‌স ও পিক্সার অ্যানিমেশন স্টুডিও, এই দুই প্রোডাকশন হাউজ মিলে আমাদের উপহার দিয়েছেন “টয় স্টোরি” “ফাইন্ডিং নিমু” “দ্যা ইঙ্ক্রিডিবল” “র‌্যাটাটুই” “ওয়াল-ই” “আপ” “মনস্টার ইউনিভার্সিটি” এর মত অসাধারন ও মজাদার(কিন্তু শিক্ষণীয়) সব অ্যানিমেশন মুভি। এ বছর মুক্তি পেয়েছে তাদের নতুন অ্যানিমেশন মুভি “ইনসাইড আউট”,যেটি ইতিমধ্যেই দর্শকমহলে ও সমালোচকদের কাছে দারুণ ভাবে সমাদৃত হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে অস্কারেও নমিনেশন পেতে পারে।

ইনসাইড আউট (২০১৫)
জনরাঃ অ্যানিমেশন । এডবেঞ্চার । কমেডি
আইএমডিবি রেটিংঃ ৮.৫/১০
রটেন টম্যাটোসঃ ৯৮% ফ্রেশ
ভয়েসঃ অ্যামি পয়েলার, ফিলিস স্মিথ, লুইস ব্ল্যাক,বিল হ্যাডার, মিলডি কেনি প্রমুখ
পরিচালকঃ পিট ডকটর
ট্রেইলারঃ
মুভির মুল বিষয়বস্তু অনেক সৃজনশীল,ব্যতিক্রমী ও উৎসাহমুলক। মুভির ট্যাগ লাইন দেখলেই প্লট সম্পর্কে বেসিক ধারনা পাওয়া যাবে “Meet the little voices inside your head”। মানুষ তার অনুভূতি দ্বারায় পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। একজন মানুষের আবেগ ও অনুভূতিগুলোকে যদি বাস্তব চরিত্রে রূপ দেয়া হয়, কেমন হবে বিষয়টা? এমনি একটি ইন্টারেস্টিং থিমের উপর তৈরি হয়েছে এই মুভিটি। মুভির শুরুটা হয় মিনেসোটায় জন্ম নেয়া এক শিশু “রাইলি” এর মাধ্যমে, যার ব্রেইনের হেড_কোয়ার্টারে(!) পাঁচটি (Joy, Sadness, Disgust, Fear, and Anger) অনুভূতি বসবাস করে এবং সেখান থেকে রাইলি কে পরিচালনা করে। আনন্দ, দুঃখ,বিরক্তি, ভয় আর রাগ এর সমন্বয়ে চলতে থাকে “রাইলি” এর জীবন।

মানব জীবনের সেরা কিছু ফিলোসফি এই মুভিতে কোন কমপ্লিকেশন ছাড়াই খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। জীবনের এই পাঁচটি অনুভূতি যেন একে অন্যের পরিপুরক। মুভিটিতে পরিবার,বন্ধুত্ব,অনেস্টির মত জীবনের নানাবিদ গুরুত্বপূর্ণ বিষয় গুলো কে রুপক অর্থে খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে,যে গুলো বুঝার জন্য আপনাকে সিনেমা বিশারদ হতে হবেনা। আর পরিচালক অ্যামেরিকার বিখ্যাত সব সাইকোলজিস্ট দ্বারা সিনেমার প্লট পরিমার্জিত ও সংশোধন করেছেন।
তাহলে বুঝায় যাচ্ছে এই মুভির গল্পের স্বচ্ছতার উপর কতটা জোর দেয়া হয়েছে।

এবার আসি মুভির লেখক ও পরিচালক “পিট ডক্টর” প্রসঙ্গে।
এক ইন্টার্ভিউতে তাকে নিজের সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করা হলে জবাবে তিনি “geeky kid from Minnesota who likes to draw cartoons” এই কথাটি বলেন :-P অ্যানিমেশন এর প্রতি তার কমিটমেন্ট ও ভালবাসা তার কাজের মাধ্যমেই অনুধাবন করা যায়, ছয়বার অস্কারে নমিনেশন(একবার জয়ী) সহ পেয়েছেন একাধিকবার পুরস্কার। পিক্সার অ্যানিমেশন স্টুডিওর “key figure” বলা হয় তাকে কারন পিক্সারের সব প্রজেক্টেই সে কন্ট্রিবিউট রাখে, কখনো অ্যানিমেটর হিসেবে, কখনো স্ক্রিপ্ট-রাইটার, কখনো আবার পরিচালক অথবা প্রডিউসার হিসেবে।
পিট ডক্টর Monsters Inc. (2001), Up (2009) মুভির পরিচালক ও লেখক, WALL-E (2008), Toy Story (1995), Toy Story 2 (1999) মুভির লেখক হিসেবে কাজ করেছেন। সুতরাং সে তার কাজের প্রতি কতটা ডেডিকেটেড তা এই মুভি গুলোর সাফল্য দেখেই বুঝা যায়। আশা করি “ইনসাইড আউট” মুভির জন্যও অ্যানিমেশন প্রেমীরা তাকে মনে রাখবেন।

আর অ্যানিমেশন এর গ্রাফিক্স ও অন্যান্য টেকনিক্যাল বিষয় গুলো আমি কম বুঝি সো বিশদ আলোচনায় যাচ্ছিনা, তবে মুভিটা অনেক কালারফুল লেগেছে, কন্সেপ্ট এর উপর মিল রেখে কালার সিলেক্ট তাছাড়া অনুভুতি গুলোর (পাঁচটি ক্যারেক্টার) কালার সিলেকশন এর ক্ষেত্রে অনেক মুনশিয়ানা দেখিয়েছেন যার দরুন খুব সহজেই ক্যারেক্টার গুলোর সাথে কানেক্ট হয়া গেছে। ক্যারেক্টার গুলোর রঙই যেনো তাদের নিজেদের আইডেন্টিটি রিপ্রেজেন্ট করছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও ঠিকঠাক ছিল,পরিমিত। পরিশেষে অসাধারন একটি অ্যানিমেশন মুভির অভিজ্ঞতা অর্জন।

সুতরাং “অ্যানিমেশন শুধু শিশু-কিশোরদের জন্য” এই ধারনা থেকে বেরিয়ে এসে কোন দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই দেখে ফেলুন এই মুভিটি। সম্ভব হলে পরিবারের শিশু-কিশোরদের সাথে নিয়ে দেখুন,আশা করি এই মুভিটি তাদের জীবনে অনেক বড় শিক্ষা ও প্রেরণা হিসেবে কাজ করবে।

মন্তব্য ২৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

সুমন কর বলেছেন: রিভিউ ভালোই হয়েছে। +।

সময় করে দেখবো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

হাবিব রহমানন বলেছেন: সময় করে দেখে ফেলুন, ধন্যবাদ :)

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

রিফাত মোঃ ইউসুফ বলেছেন: দেখার ইচ্ছা আগেই ছিল। এখন আরো বেশি ইচ্ছা করছে :-)
ধন্যবাদ সুন্দর রিভিউর জন্য।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২০

হাবিব রহমানন বলেছেন: থ্যাংকস :)

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

শাহাদাত হোসেন বলেছেন: অনেক আগে দেখেছিলাম ।আমার প্রিয় এ্যানিমেশনের মধ্য এটি একটি ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২০

হাবিব রহমানন বলেছেন: অনেক আগে?

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: রিভিউ এর জন্যে শুভেচ্ছা ।

ইদানিং কয়েক বছর ধরে ভালো মানের এনিমেশন এর কাজ হচ্ছে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ ভাই :)

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

গেম চেঞ্জার বলেছেন: আশা করি দেখার সময় পাবো। রিভিউ ভাল হইসে......

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

হাবিব রহমানন বলেছেন: থ্যাংকস :)

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

আবু শাকিল বলেছেন: আজকে ব্লগে মুভি রিভিউ এসেছে ৪ টা =p~
সব গুলাই নির্বাচিত পাতায় ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৩

হাবিব রহমানন বলেছেন: হা হা. আসলেই তো, আপনি বলার পর লক্ষ করলাম :)

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫১

তামান্না তাবাসসুম বলেছেন: মুভিটা হলে বসে দেখাতে ইচ্ছা করছে। সিনেপ্লেক্সে কি দেখায় ফেলছে?

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৬

হাবিব রহমানন বলেছেন: জ্বি, প্রায় এক মাসের মত ছিল (যদিও আমি হলে দেখিনায়, ডাউনলোড লিংক একমাত্র ভরশা :-P )

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২২

শফিউল আলম চৌধূরী বলেছেন: প্রিমিয়ার শো এর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মুভিটার যথেষ্ট পরিস্কার ভার্সন পেয়ে গিয়েছিলাম। আমার কাছে দেখে মনে হয়ছে মূলত ডিজনী-পিক্সার হবার কারণেই মানুষের বেশী পছন্দ হয়েছে। পুরো মুভিই কথায় ভরপুর; উত্তেজনাকর জিনিষ কম ছিলো বলেই মনে পড়ে! হিংসা, লজিক ইত্যাদি ইমোশন বাদ পড়াতে এগুলি বুঝতে গেলে বেশ ক্যামিষ্ট্রি লাগবে! যেখানে মানুষের ইমোশন ৩-২৭টি পর্যন্ত হয়, সেখানে মাত্র ৫টি সাইক্রিয়েটিষ্টদেরকেও হতাশ করেছে।

তবে সহজ সাবলীল উপস্থাপনা, রং নির্ধারণ এই দুইটার জন্য আমি ১০এ ১০ দিবো; কিন্তু সত্যি বলতে আমি হতাশ হয়েছি। তবে এতটা হতাশ হই নাই, যতটা ফ্রোজেন দেখে হয়েছিলাম।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩১

হাবিব রহমানন বলেছেন: আসলে মুভি প্রী-প্রোডাকশন টিমও আরো কয়েকটা ইমোশন বাড়াতে চেয়েছিল বাট প্লটে জটিলতার ভয়ে ক্রিয়েটিভ টিম মানা করে।
আর আমি ব্যাক্তিগত ভাবে মনে, অতিরিক্ত ইমোশন এর ব্যাবহার না করাটায় ভাল ছিল। এনিমেশন মুভি কিন্তু শিশু থেকে শুরু করে পরিনিত বয়স,সব ধরনের অডিয়েন্স কে টার্গেট করা হয়।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩১

শাহাদাত হোসেন বলেছেন: দুই তিন মাস আগে দেখেছিলাম

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩২

হাবিব রহমানন বলেছেন: অহ! "অনেক আগে" বলতে আমরা সাধারনত বছর খানেক বুঝি তাই একটু অবাক হয়েছিলাম :)

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

লিও কোড়াইয়া বলেছেন: এ্যনিমেটেড মুভি মানেই বাচ্চাদের মুভি এই ধরণা অনেরেই। কিন্তু এখন পর্যন্ত যতগুলো এ্যনিমেটেড মুভি দেখেছি, কোনটাই বাচ্চাদের মনে হয়নি। ইনসাইড-আউট মুভি নিয়ে চিন্তা করার অনেক কিছু আছে। পিক্সার সবসময়ই বস। 'আপ' সিনেমা দেখে চোখে জল চলে আসছিল। সুন্দর রিভিউ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

হাবিব রহমানন বলেছেন: যথার্থ বলেছেন :) "আপ" সিনেমাটি আমার অল্টাইম ফেভারিট এনিমেশন মুভির মধ্যে লিস্টেড

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

প্রামানিক বলেছেন: ভাল লাগল রিভিউ, ধন্যবাদ

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

হাসান মাহবুব বলেছেন: এটার ব্যাপক প্রশংসা শুনেছি। দেখে নেবো। +

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০

হাবিব রহমানন বলেছেন: নিশ্চিন্তে দেখে ফেলুন :) ভাল লাগবে আশা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.