নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ A Wednesday (2008): একজন সাধারণ মানুষের গল্প…!!!!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯


-আপনি কে?
-হাজারো মানুষের ভিড় দেখেছেন কখনো? সেখান থেকে একজন ব্যক্তিকে সিলেক্ট করুন. আমি সেই ব্যক্তি। আমি একজন কমন মানুষ যে কিনা বাসে অথবা ট্রেনে চড়তে ভয় পাচ্ছে, আমি সেই মানুষ যে মুখে দাড়ি রাখতে অথবা টুপি পড়তে ভয় পাচ্ছি কেননা কেউ আবার সন্ত্রাস ভেবে বসে। আই এম জাস্ট অ্যা স্টুপিড কমন ম্যান।

…..কথোপকথন হচ্ছিলো এক আম জনতা এবং পুলিশ কমিশনারের মধ্যে, যেখানে সে নিজেকে এভাবে বর্ণনা দেয়। পুলিশের রিটায়ার্ড কমিশনার প্রকাশ রাঠোর তার কর্মজীবনের সব চেয়ে জটিল কেইসের বর্ণনা দিচ্ছেন। বর্ণনা দিচ্ছেন এমন একজন “কমন ম্যান” এর গল্প যে কিনা একদিনের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট কে হস্তনস্ত করে ফেলেন।
ঘটনার শুরুটা এমন, একটি এনোনিমাস কল আসে প্রকাশ রাঠোর এর কাছে, কলার তাকে বলে যে সে শহরের বিভিন্ন পাঁচ জায়গায় বম্‌ সেট করে রেখেছে এবং সে যে কোনো সময় এগোলো ব্লাস্ট করবে যদিনা তার শর্ত মানা হয়। শর্ত হচ্ছে জেলে আটকে থাকা শীর্ষ ৪ সন্ত্রাসী কে তার কাছে সোপর্দ করতে হবে এবং সময় ৬ ঘণ্টা। এই প্রতিস্থিতি থেকে শুরু হয় বিভিন্ন রুমাঞ্চকর ঘটনা।
এখন,
কমিশনার প্রকাশ রাঠোর কি সন্ত্রাসিরদের তার হাতে তুলে দেবেন?
নাকি সাময়িক সমস্যা পরিত্রাণ করার চেষ্টা করবেন?
এনোনিমাস ব্যাক্তিটিরই বা আসল উদ্দেশ্য কি?
উত্তর পেতে দেখে ফেলুন থ্রিলার জনরার এই সিনেমাটি।
_____________________________________
অ্যা ওয়েন্সডে (২০০৮)
জনরাঃ ক্রাইম । মিস্ট্রি । থ্রিলার
আইএমডিবি রেটিংঃ ৮.৪/১০
মাই রেটিংঃ ৮/১০
কাস্টিংঃ অনুপম খের,নাসিরউদ্দিন শাহ ,জিমি শেরগিল প্রমুখ।
পরিচালকঃ নিরাজ পান্ডে

সিনেমাটির ধরন চিন্তা করলে বলিউডের টিপিকাল সিনেমা গুলোর থেকে অনেক ভিন্ন, অপ্রয়োজনীয় কোন বিষয় চোখে পরবেনা। তাছাড়া সিনেমাটিতে সমাজের অনেক বাস্তব বিষয় গুলো তুলে ধরেছেন খুব সুন্দরভাবে। আর সিনেমার কাস্টিং এর প্রশংসা করতেই হয় কেননা পুলিশ কমিশনার প্রকাশ এর চরিত্রে ছিলেন অনুপম খের ও কমন ম্যান এর চরিত্রে নাসিরুদ্দিন শাহ এর মত পাউয়ারফুল অভিনেতারা। এই সিনেমাতেও তাদের অভিনয় অসাধারণ ছিলো। তাছাড়া ইনস্পেক্টর এর চরিত্রে জিমি শ্রেগল ও আমির বশীরও নিজ নিজ জায়গা থেকে ভালো অভিনয় করে গেছেন।

পরিচালক নিরাজ পাণ্ডে তার প্রথম সিনেমাতেই মুনশিয়ানা দেখিয়েছেন। অসাধারন পরিচালনার পাশাপাশি সিনেমার স্ক্রিপ্টও তার নিজের লেখা। নিরাজ পান্ডে এই সিনেমার জন্য সেরা নবাগত পরিচালক হিসেবে ন্যাশনাল এ্যাওয়ার্ড এবং সেরা পরিচালক হিসেবে ফিল্মফেয়ারে নমিনেশন পান। নিরাজ পান্ডের পরবর্তি কাজ গুলোও(“স্পেশাল ২৬”,”বেবি”) দর্শক ও সমালোচকরা খুব ভালো ভাবে গ্রহন করেছেন। এবছরের শেষে আসছে তার পরিচালনায় ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক “মহেন্দ্র সিং ধনী” এর জীবনী নিয়ে “M. S. Dhoni: The Untold Story”

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

কৌশিক ইন্ডিয়া বলেছেন: ভালো ম্যুভি

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

হাবিব রহমানন বলেছেন: নিঃসন্দেহে :)

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

মাঘের নীল আকাশ বলেছেন: দম আটকানো মুভি...একটানে না দেখলে মজাটা বোঝা যাবে না!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

হাবিব রহমানন বলেছেন: ব্রেক নিয়ে কেউ থ্রিলার মুভি দেখে? B:-)

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

লিও কোড়াইয়া বলেছেন: নিরাজ পান্ডের সিনেমাগুলো আসলেই দেখার মতন। 'বেবি' টা আবার দেখলাম গতকাল। A Wednesday (2008) সিনেমাটা নামিয়ে রেখেছি অনেকদিন আগেই। সময় করে দেখা হচ্ছে না। এই শুক্রবার একটা রিস্ক নিয়ে ফেলবো। বরাবরের মতন, অসাধারণ মুভি রিভিউ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২

হাবিব রহমানন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন আগে দেখেছিলাম। অসাধারণ মুভি। নাসিরুদ্দিন শাহ আর অনুপম খের ছিলেন অসামান্য। রিভিউ মোটামুটি লাগলো।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

হাবিব রহমানন বলেছেন: থ্রিলার মুভি তো তাই আলোচনা কম করেছি :) আর আপনার অনেস্ট অপেনিয়ন এর জন্য থ্যাংকস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.