নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ Thesis (1996): মিস্ট্রি,হরর আর থ্রিলারের অসাধারন কম্বিনেশন!!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

সিনেমাটিকে আপনি বলতে পারেন,একজন সিনেমার ছাত্রের “সিনেমার ছাত্রদের” সম্পর্কে সিনেমা :D কেননা এই সিনেমা পরিচালনা করার সময় পরিচালক “Complutense University of Madrid” প্রতিষ্ঠানে অদ্ধায়নরত অবস্থায় ছিলেন এবং সিনেমার প্লট মুভি রিলেটেড। মুভি রিলেটেড বলতে সিনেমায় ভায়লেন্স(হিংস্রতা) এর প্রয়োগ, দেখানোর কৌশল ইত্যাদি বিষয়ক।

এটি পরিচালকের ডেবিউ সিনেমা এবং বলতে দ্বিধা নেই প্রথম সিনেমাতেই বাজিমাত :)

থিসিস (১৯৯৬)
জনরাঃ মিস্ট্রি । থ্রিলার । হরর
আইএমডিবি রেটিংঃ ৭.৫/১০
রটেন টম্যাটোসঃ ৭১% ফ্রেশ
কাস্টিংঃ আনা টরেন্ট,ফেলা মারতিনেজ,এডয়ার্ডো নরিগা প্রমুখ
ডিরেক্টরঃ আলেজান্দ্রো আমেনাবার
দেশঃ স্প্যান
ভাষাঃ স্প্যানিশ

প্লট সামারীঃ
স্প্যানের মাদ্রিদে একটি ফিল্ম স্কুলে পড়াশুনা করেন “এঞ্জেলা” এবং সে “অডিওভিস্যুয়াল ভায়লেন্স বা শ্রবণ-দর্শন সহিংসতা” এর উপর থিসিস(গবেষণা) করছে, থিসিস বিষয়ক মিটিং এ সে তার থিসিস ডিরেক্টর কে অনুরোধ করেন, স্কুলের ভিডিউ লাইব্রেরি থেকে সবচেয়ে ভয়াবহ ভায়লেন্স এর ক্লিপ সংগ্রহ করে দিতে। তাছাড়া থিসিসের কন্সেপ্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে সে স্কুলের এক স্টুডেন্ট “চিমা” এর সহযোগিতা নেন কারন তার কাছে ভায়লেন্স ভিডিউ এর হিউজ কালেকশন আছে। রিসার্চের স্বার্থে এঞ্জেলা ও চিমা একসাথে ক্লিপ গুলো দেখা শুরু করে।
অন্যদিকে থিসিস ডিরেক্টর, স্কুলের লাইব্রেরী থেকে ভায়লেন্স ভিডিউ সংগ্রহ করতে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার।

আসলে সিনেমার প্লট নিয়ে বিস্তারিত আলোচনা করাটাও বোকামী হবে, কারন এই সিনেমার প্লট নিয়ে যতই আলোচনা করা হবে ততই আপনাদের মজা নস্ট করা হবে। তাই সিনেমার অন্যান্য দিক গুলোতে সুইচ করছি। “থিসিস” সিনেমার বিশেষত্ব হল শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা। সিনেমা চলাকালীন সময়ে পরিচালক অর্ডিয়ান্সদের নিয়ে সর্বক্ষণ প্রেডিক্ট/অনুমানের গেইম খেলেছেন। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন আপনি সিনেমা চলাকালীনে কোন দৃশ্যে একটা কনক্লোশনে পৌঁছে গেছেন কিন্তু পরের দৃশ্যেই অন্য এক কনক্লোশন।

পরিচালক ফিল্মের স্টুডেন্ট থাকা অবস্থায় ও ডেবিউ সিনেমা হিসেবে এমন অসাধারন সিনেমার নির্মান আসলেই অবাক করার মতন।
আর এই পরিচালকের অন্যান্য বিখ্যাত কাজ গুলো হচ্ছে হরর থ্রিলার “The Others (2001)” ও রোমান্টিক থ্রিলার “Open Your Eyes (1997)” এবং মুক্তির অপেক্ষায় আছে ইথান হক ও এমা ওয়াটসন অভিনীত ” Regression (2015)”
আর সিনেমাটি যেহেতু ১৯৯৬ সালে সেহেতু টেকনিক্যাল বিষয় গুলো আপনাকে সন্তুষ্ট নাও করতে পারে কিন্তু সিনেমার গল্প অথবা কন্সেপ্ট যখন অসাধারন তখন এই বিষয় গুলো স্কিপ করা যায়।

সিনেমার অভিনয় শিল্পী যারা ছিলেন তাদের সাথে আমার পূর্ব-পরিচিতি নেই সুতরাং এই সিনেমার পুর্বে অথবা পরে তাদের পার্ফরমেন্স কি “সেইই বা নগণ্য” ছিল তা বলতে পারছিনা, তবে এই সিনেমায় তাদের অভিনয় পার্ফেক্ট মনে হয়েছে। গম্ভীর ভাষায় বললে “নিজ নিজ জায়গা থেকে ভালো অভিনয় করেছেন”। আর স্প্যানিস থ্রিলার “দ্যা বডি”,”জুলিয়াস আইস”,”স্লিপ টাইট” ইত্যাদি সিনেমা গুলোর সমমানের অথবা কাছাকাছি মনে হয়েছে।
আরেকটি তথ্য হচ্ছে সিনেমাটি Goya Awards এর সাতটি বিভাগে পুরুস্কার পান (Goya Awards এওয়ার্ড কে স্প্যানের অস্কার বলা হয় )

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ডাউনলোড লিংকটা এড হয়নি ভ্রাতা।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১

হাবিব রহমানন বলেছেন: ব্লগে ডাউনলোড লিংক নাকি দেয়া নিষেধ। আপনি টরেন্ট সাইট গুলো থেকে মুভির নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন :)

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

প্রামানিক বলেছেন: চমৎকার রিভিউ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

আরণ্যক রাখাল বলেছেন: এত দিন আগের ছবি দেখতে ইচ্ছে করে না| লিংক তো নেই

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২

হাবিব রহমানন বলেছেন: সিনেমা নতুন কি পুরানো সেটা ফেক্ট না, ফেক্ট হচ্ছে সিনেমাটা কেমন :) ভাল জিনিসের নতুন আর পুরান কি
আর ব্লগে ডাউনলোড লিংক নাকি দেয়া নিষেধ। আপনি টরেন্ট সাইট গুলো থেকে মুভির নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন :)

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রিভিউ ভালো লাগলো। ধন্যবাদ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২

হাবিব রহমানন বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

ইলুসন বলেছেন: ডাউনলোড দিলাম!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩

হাবিব রহমানন বলেছেন: কেমন লাগলো জানাতে ভুলবেন না :)

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো মুভি ।

শুভেচ্ছা রিভিউ দেয়ায়

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই :)

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১১

হাসান মাহবুব বলেছেন: দেখেছি। ভালো লেগেছে। তবে স্নাফ ফুটেজটা না দেখানোতে কিছুটা আশাহত হয়েছি #:-S

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪

হাবিব রহমানন বলেছেন: ভয় পাবেন তাই হয়তো দেখায়নি :D

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১

সুমন কর বলেছেন: রিভিউ ভালো হয়েছে।

উনার The Others (2001) এবং Open Your Eyes (1997) দেখেছি। এটা দেখিনি।

পিসি-তে অনেক মুভি জমে আছে... :( ব্লগ আর অফিস করে সময় কই...... ;)

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

হাবিব রহমানন বলেছেন: হুম , ব্যাস্ত মানুষ :D

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

উল্টা দূরবীন বলেছেন: ডাউনলোডে দিয়েছি। আশাকরি আজ রাতেই দেখবো। সুন্দর রিভিউর জন্য ধন্যবাদ এবং সেই সাথে আমার ব্লগ থেকে ঘুরে আসার আমনন্ত্রণ।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ :)

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

অপু তানভীর বলেছেন: আপনার কথা মত নামায়া দেখেও ফেলেছি । আশাহত হই নাই !
পেলাস দিলাম ! :):)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ :)

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৪

রক্তিম দিগন্ত বলেছেন: বেশ ইন্টারেস্টিং লাগছে। এটা সময় পেলে দেখতে হবে।

থিসিস নামটাও মনে থাকবে।

রিভিউটায় এতটা কিছু বলেন নি দেখেই দেখার ইচ্ছাটা রইলো।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

হাবিব রহমানন বলেছেন: থ্রিলার জনরা বলেই বিস্তারিত আলোচনা করিনি :) সময় করে দেখে ফেলুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.