নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ "থানা থেকে আসছি (২০১০)" একটি ডায়রির ইতিকথা!!!

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২

বজ্রপাত আর বৃষ্টি মুখর সন্ধ্যা বেলায় বস্তিতে এক তরুণী যখন পৃথিবীর সব আনন্দ-মায়া ত্যাগ করে আত্মহত্যা করছে ঠিক তখনই অন্যদিকে বিলাসবহুল এক ধনী ব্যাক্তির মেয়ের ঢাক ঢোল পিটিয়ে এনগেজমেন্ট হচ্ছে। কিন্তু রহস্যময় এক যোগসুত্র রয়েছে এই দুই ঘটনার মধ্যে। সিনেমার শুরুটা ঠিক এমনই এক রোমাঞ্চকর সিচুয়েশনের মাধ্যমে।

থানা থেকে আসছি (২০১০)
জনরাঃ থ্রিলার । ড্রামা
স্ক্রিপ্টঃ অজিত গঙ্গোপাধ্যায়
অভিনয়েঃ সব্যসাচী চক্রবর্তী,পরমব্রত চট্টোপাধ্যায়,রুদ্রনীল ঘোষ, পাওলি দাম প্রমুখ
সঙ্গীতঃ জিৎ গাঙ্গুলী
পরিচালকঃ সারণ দত্ত

◆বিশিষ্ট ব্যবসায়ী অমরনাথ মল্লিকের বিলাসবহুল বাড়িতে তার একমাত্র মেয়ের এনগেজমেন্ট হচ্ছে। এনগেজমেন্ট শেষে গেস্টরা চলে যান, সর্বশেষে উপস্থিত ছিলেন তার স্ত্রী সুতপা মল্লিক,একমাত্র ছেলে অরিন,মেয়ে রিনিতা এবং মেয়ের হবু জামাই রজত। এমন সময় থানা থেকে “তিনকড়ি হালদার” নামে একজন পুলিশ অফিসার উপস্থিত হোন। অফিসার তাদের বলেন, পাশের বস্তিতে একটি মেয়ে আত্মহত্যা করেছে ও লাশের কাছে একটি ডায়রী পাওয়া গেছে যেখানে তার আত্মহত্যার কারন বর্ননা দেয়া আছে এবং ডায়রীতে তাদের সবার নাম আলাদা ভাবে উল্লেখ করা আছে।
তারপর শুরু হয় পরিবারের প্রত্যেক মেম্বারের সাথে ওই মেয়ের আত্মহত্যার যোগসুত্রের চাঞ্চল্যকর গল্প।

সিনেমার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে, সিনেমার শুরুতেই পরিচালক আপনাকে গল্পের সাথে বেঁধে ফেলবে। কারন সিনেমার শুরুটায় বেশ নাটকীয়তার মধ্যে। আর তারপর রহস্যময় আবহাওয়া ও ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে সিনেমার বাকি অংশ দেখাতে সাহায্য করবে।
আর সিনেমা শেষে আপনার ভিতর অনেক ভাবনা জাগবে। খুব সুন্দর ভাবে সিনেমায় মেসেজ দেয়া আছে। গল্পকার চেষ্টা করেছেন ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকা কিছু মানুষের কুৎসিত রূপ। নিম্নবিত্ত পরিবারের তরুণী “সন্ধ্যা মন্ডল” যেন এই সমাজের সকল নিপীড়িত মানুষদের রিপ্রেজেন্ট করছে।

এবার আসি অভিনয় প্রসঙ্গে, সিনেমায় তিনজনের অভিনয় আমার কাছে সেরা মনে হয়েছে, সন্ধ্যা মন্ডল চরিত্রে “পাওলি দাম” এক কথায় অসাধারন। পুরো সিনেমায় সব চরিত্রের চেয়ে কম কথা বলেছে সে কিন্তু তার চোখের অভিব্যক্তি কি বলবো!! তার চোখই যেন বলে দিচ্ছে সমাজের বিভিন্ন মহলের মানুষ গুলোর শোষণের সচিত্র। তার চাহনির মধ্যেই যেন লুকিয়ে ছিল সমাজের প্রতি তার অনীহা,কস্ট,অভিমান।

দ্বিতীয় “তিনকড়ি হালদার” চরিত্রে সব্যসাচী চক্রবর্তী, উনার অভিনয়ে বরাবরি আমি সন্তুষ্ট থাকি, এই মুভিতেও ব্যাতিক্রম হয়নি। একদম ন্যাচারাল অভিনেতা। পুলিশ অফিসারের চরিত্রে তার চৌকুশ ও স্থির আচরন অনেক ভাল লেগেছে। সিনেমায় তার কন্ঠেই যেন এক প্রকার রহস্যের ইঙ্গিত দিচ্ছে।

তৃতীয়, মেয়ের হবু জামাই এর চরিত্রে রুদ্রনীল ঘোষ, তার কথা বলার ধরন, অঙ্গভঙ্গি, নেগেটিভ এক্সপ্রেশন অনেক ইম্প্রেসিভ লেগেছে। নেতিবাচক চরিত্রে সে পার্ফেক্ট অভিনয় করেছে। তার পার্ফমেন্সে যে কেউ তাকে ঘৃণা করতে বাধ্য।
তাছাড়া পরমব্রত,দুলাল লেহরী ও অন্যান্যদের অভিনয়ও মোটামুটি ভালোয় ছিল।

অজিত গঙ্গোপাধ্যায়ের স্ক্রিপ্টের উপরই ১৯৬৫ সালে পরিচালক হিরণ নাগ নির্মান করেছিলেন “থানা থেকে আসছি” মুল চরিত্রে ছিলেন উত্তম কুমার। একই স্ক্রিপ্ট্ রাইটার এর সহযোগিতায় ২০১০ সালে এসে পরিচালক সারণ দত্ত এই সিনেমাটি নির্মান করলেন। ১৯৬৫ সালের সিনেমাটি যেহেতু দেখা হয়নি তাই কোন রকম তুলনায় যাচ্ছিনা। বর্তমান প্রেক্ষাপট চিন্তা করলে সারণ দত্ত রিমেইক এর কাজটি দারুন ভাবে সম্পন্ন করেছেন।
তাছাড়া আবহ সঙ্গীতে যারা ছিলেন তারাও তাদের কাজ ঠিকঠাক ভাবে করেছেন। সিনেমাটোগ্রাফি তে সৌমিক হালদার প্রশংসার দাবীদার,বিশেষ করে সিনেমা শুরুর দিকের রহস্যময় আবহাওয়া তৈরির জন্য।

সুতরাং থ্রিলার জনরাই বাংলা ভাষায় সিনেমা,সময় করে দেখে ফেলুন।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩

উল্টা দূরবীন বলেছেন: মুভিটা দেখেছিলাম। চমৎকার কাহিনী।
রিভিউর জন্য ধন্যবাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য :)

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৯

রুদ্র জাহেদ বলেছেন: রিভিউ ভালো লেগেছে।মুভি দেখার চেষ্টা করব

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ :) মুভি দেখে ফেলুন, ভাল লাগবে আশা করি

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩১

আরজু পনি বলেছেন:

সম্ভবত বছর খানেক আগে দেখেছি।
কাহিনির প্যাঁচে দারুণ আটকে ছিলাম ।
পাওলি দামকে নিয়ে বাজে কথা শুনেছি এর আগে। কিন্তু এখানে অভিনয় দেখে ভালো লেগেছে যদিও পাওলির কোন ম্যুভি এটাই প্রথম দেখা এবং সম্ভবত এখন পর্যন্ত শেষ দেখা ।
শেয়ার করার জন্যে আপনাকে ধন্যবাদ ।
তবে উত্তম কুমারেরটা তো দেখা হয়নি !

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য :) আর উত্তম কুমারেরটা আমিও দেখিনি।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

সুলতানা রহমান বলেছেন: কলকাতার কিছু কিছু বাংলা ছবি খুব ভাল লাগে। পরমব্রতের ছবি খুব ভাল লাগে।
দেখবো।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

হাবিব রহমানন বলেছেন: কলকাতার প্রিয় অভিনেতাদের মধ্যে পরমব্রত একজন :) অনেক ভাল অভিনেতা , যদিও এই মুভিতে খুব একটা সুযোগ পায়নি।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগল রিভিউ

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ :)

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ছবিটা দেখেছি । চমৎকার একটা ছবি!

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

হাবিব রহমানন বলেছেন: নিঃসন্দেহে :)

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার লিখসেন।
মনে রাখতে পারলে দেখবো মুভিটা, অনেকদিন এ ধরনের ই্টারেস্টিং কলকাতা মুভি খুঁজতেসিলাম ||

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ :) আর সময় করে দেখে ফেলুন, ভাল লাগার মতই একটি সিনেমা

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

শাহাদাত হোসেন বলেছেন: রিভিউ পড়ে দেখার ইচ্ছা জাগছে ।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

হাবিব রহমানন বলেছেন: নিশ্চিন্তে দেখতে পারেন :) ভাল লাগার মতই সিনেমা

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

আমি ইহতিব বলেছেন: sultana আপুর মত আমারও কলকাতার কিছু কিছু বাংলা ছবি খুব ভাল লাগে। আর পরমব্রতের ছবি খুব ভাল লাগে। এই মুভিটাও দেখেছি ভালো লেগেছিল। কলকাতার নতুন কিছু ভালো মুভির নাম সাজেস্ট করতে পারেন?

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

হাবিব রহমানন বলেছেন: জাতিস্মর,চতুষ্কোণ, বেলাশেষে দেখতে পারেন, এই মুহূর্তে এই গুলোয় মনে পরছে।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

আরণ্যক রাখাল বলেছেন: চেষ্টা করব দেখতে| রিভিউ ভাল হয়েছে

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ :)

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

নিয়ার বলেছেন: দেখেছিলাম। মানুষের দৃশ্যমান চেহারার আড়ালে যে আরেকটি ভয়ংকর চেহারা থাকে তা খুব চমৎকার ভাবেই মুভিতে উঠে এসেছে। বিশেষ কত প্রত্যক্ষ ভাবে না মেরেও একটা মানুষকে কিভাবে পরোক্ষ ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায় তা খুব নাটকীয় ভাবেই উপস্থাপন করা হয়েছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

হাবিব রহমানন বলেছেন: " প্রত্যক্ষ ভাবে না মেরেও একটা মানুষকে কিভাবে পরোক্ষ ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায় তা খুব নাটকীয় ভাবেই উপস্থাপন করা হয়েছে" সম্পূর্ণ একমত আপনার সাথে :)

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: নামটা পাওলি দাম হবে। আর এই গল্পটা আসলেই সুন্দর। একই পটভূমিতে একটা নাটক দেখেছিলাম অনেক আগে।আপনার রিভিউ ভালো হয়েছে।শুভেচ্ছা।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ, ঠিক করে নিলাম :)

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

গোল্ডেন গ্লাইডার বলেছেন: দেখা হয় নাই :(

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

হাবিব রহমানন বলেছেন: সময় করে দেখে ফেলুন, ভাল লাগবে আশা করি :)

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

হাসান মাহবুব বলেছেন: ৬৫ সালেরটা দেখেছিলাম ছোট থাকতে। মনে নাই এখন কিছু আর। এবারেরটা দেখার ইচ্ছে জাগলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

হাবিব রহমানন বলেছেন: নিঃসন্দেহে দেখতে পারেন :)

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

প্রামানিক বলেছেন: মুভ্যিটি দেখিনি। দেখার ইচ্ছা আছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭

হাবিব রহমানন বলেছেন: দেখে ফেলুন, ভাল লাগবে আশা করি

১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

সারাহেপি বলেছেন: রিভিউ পড়ে দেখার ইচ্ছা জাগছে ।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

হাবিব রহমানন বলেছেন: রিভিউ ভাল লাগলে সিনেমাটাও ভাল লাগবে আশা করি। দেখে ফেলুন

১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ট্রাইলারটা দিলে ভালো হতো ।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭

হাবিব রহমানন বলেছেন: এই মুভির ট্রেইলার দেখলে প্লট গেস করে ফেলতে পারবেন তাই ট্রেইলার এভোয়েড করাই ভাল।

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

আমি ইহতিব বলেছেন: জাতিস্মর,চতুষ্কোণ আগেই দেখেছি। বেলা শেষে দেখলাম সেদিন। খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে। হেমলক সোসাইটি, ন্য হন্যতে দেখেছেন? না দেখে থাকলে দেখতে পারেন ভালো লাগবে।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

হাবিব রহমানন বলেছেন: সৃজিত এর সব কটি মুভিই আমার দেখা আছে :) ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সিনেমাটা সম্পর্কে যখন এতো ভালো বললেন, তখন একবার দেখতেই হয়। ধন্যবাদ।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

হাবিব রহমানন বলেছেন: দেখে ফেলুন :) ভাল লাগবে আশা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.