![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
সিনেমাটি সম্পর্কে নিজের ব্যাক্তিগত অভিজ্ঞতা যদি বলি তাহলে বলবো “সিনেমাটি দেখা শুরু করা ও একরাশ মুগ্ধতা নিয়ে শেষ করা” আপনি রোমান্স জনরা পছন্দ করুন আর নাইবা করুন,এই সিনেমাটি প্রত্যেক সিনেমাপ্রেমিদের জন্য “মাস্ট ওয়াচ” ক্যাটাগরির সিনেমা। স্টোরি,স্টোরি প্রেজেন্ট,সিনেমাটোগ্রাফি,ব্যাকগ্রাউন্ড মিউজিক,গান সব কিছু মিলিয়ে এক অসাধারণ কম্বিনেশন। লোটেরা (২০১৩)
জনরাঃ রোমান্স । ড্রামা
আইএমডিবি রেটিংঃ ৭.৪/১০
মাই রেটিংঃ ৮.৫/১০
কাস্টঃ রনভীর সিং, সোনাক্ষী সিনহা, ভারুন চান্দা প্রমুখ
ডিরেক্টরঃ বিক্রমাদিত্য মাতওয়ানে
সঙ্গীতঃ আমিত ত্রিবেদী
◆প্লট সামারীঃ
গল্পের শুরু ১৯৫৩ সালের কলকাতার মানিকপুরে। মানিকপুরের জমিদার বাবু তার একমাত্র কন্যা “পাখি রয় চৌধুরী” কে নিয়ে মহল সমান বিশাল বাড়িতে বসবাস করছেন। এমন সময় এক প্রত্নতাত্বিক “ভারুন শিবাস্তাব” প্রত্নতত্ত্ব/পুরনো বিষয়াদি উদ্ধার এর কাজে মানিকপুরে আসেন। ভারুন শিবাস্তাব এর সাথে একটি চাঞ্চল্যকর ঘটনার মধ্যে দেখা হয় জমিদার বাবুর কন্যা পাখির সাথে। ভারুন সিবাস্তাব এর প্রত্নতত্ত্ব বিষয়ক কাজে জমিদার বাবু বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগিতা করেন এবং তাদের গেস্টহাউজে থাকার ব্যাবস্তা করে দেন। তারপর ভারুন শিবাস্তাব ও পাখি রয়ের পরিচয়,প্রনয় এর মধ্য দিয়ে গল্প এগোতে থাকে।
আসলে সিনেমার প্লট নিয়ে আলোচনা না করায় উত্তম মনে করছি,পরে না আবার স্পয়লার হয়ে যায়। তবে নিশ্চিত থাকুন একটি নিখুঁত প্রেমের গল্পের অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন।
সিনেমাটি অ্যামেরিকান লেখক “ও হেনরি” এর ছোটগল্প “দ্যা লাস্ট লীফ” এর উপর নির্মিত। কিন্তু পরিচালক এর ভাষ্যমতে সিনেমাটি “দ্যা লাস্ট লীফ” শর্ট-স্ট্রোরি থেকে ইন্সপায়ার্ড হলেও স্ক্রিপ্টে সে (বিক্রমাদিত্য) ও ভাবানী মিলে অনেক নতুনত্ব এনেছেন। [“দ্যা লাস্ট লীফ” এর মুল স্টোরিঃ The Last Leaf by O. Henry
সিনেমার যে দিকটা আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে তা হল গল্পের সিমপ্লেসিটি। একটি সুন্দর প্রেমের গল্প কে নির্ভর করে সাবলীল ভাবে এগিয়ে গেছে পুরো মুভি। এজন্য পরিচালক বিক্রমাদিত্য মাতওয়ানে প্রশংসার দাবীদার। পরিচালকের পূর্বের কাজ যদিও আমার দেখা হয়নি তবে তার পরিচালনায় “উড়ান” সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছিল।
আর একজনের কথা বিশেষ ভাবে বলতে হয়,সিনেমার সঙ্গীত পরিচালক “অমিত ত্রিভেদী”। সিনেমাটি দেখা শেষ হওয়ার পরেও গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিক বারবার কানে বাজছিল। দৃশ্যের সাথে মিল রেখে আবহ সঙ্গীত ও গল্পের প্রয়োজন অনুযায়ী গানের ব্যাবহার সত্যিই দর্শকদের মুগ্ধ করবে। সিনেমাটোগ্রাফিও দারুন ছিল। গল্পের পটভূমি অনুযায়ী ১৯৫৩-৫৪ সালের প্রেক্ষাপটে সেট ডিজাইন, লোকেশন ইত্যাদি কাজ গুলো “মাহেন্দ্র শেঠি” খুব ভাল ভাবেই করেছেন।
অভিনয় শিল্পীদের কথা বললে, রনভীর সিংকে ব্যাক্তিগত ভাবে আমি খুব পছন্দ করি। কারন নতুনদের মধ্যে তার মত এনার্জেটিক ও সেন্স অফ হিউমার ভিত্তিক এক্টর খুব কমই আছে। আর তার অন্যান্য সিনেমার ক্যারেক্টার গুলো তার মতই এনার্জেটিক ও চাঞ্চল্যকর ছিল। “লোটেরা” সিনেমায় তার ক্যারেক্টারটি সেই অনুযায়ী অনেক ভিন্ন ও চ্যালেঞ্জিং ছিল এবং সে এই কাজটি খুব ভাল ভাবেই করেছে।
আর সোনাক্ষী সিনহা অভিনেত্রী হিসেবে আমার অনেক অপছন্দের ছিল। “ছিল” বললাম কারন এই সিনেমায় তার পার্ফমেন্স আমাকে মুগ্ধ করেছে। পুরো সিনেমায় তার অনুভূতির বহিঃপ্রকাশের ধরন ও চোখের অভিব্যাক্তি এক কথায় অসাধারণ লেগেছে।
তাছাড়া অন্যান্য এক্টর যারা ছিলেন তারাও তাদের কাজ ঠিকঠাক ভাবেই করেছেন।
এই সিনেমার প্রযোজক একতা কাপুর,অনুরাগ কাশ্যাপ ও বিকাশ বাহ্লের অর্থের ভাল ভাবেই ব্যবহার হয়েছে। যদিও সিনেমাটি বক্স অফিসে ব্যার্থ কিন্তু সমালোচকদের কাছে অনেক প্রশংসা পেয়েছে। আর Bollywood Hungama, The Times of India এবং Koimoi সিনেমাটিকে রেটিং ৫ এর মধ্যে ৪ দিয়েছেন।
তাছাড়া সিনেমাটি Filmfare Awards,IIFA Awards, Star Guild Awards, Zee Cine Awards সহ অন্যান্য এওয়ার্ড এর বিভিন্ন ক্যাটাগরিতে নমিনেশন ও পুরস্কার পান।
◆সিনেমার প্রিয় একটি দৃশ্যের কথোপকথনঃ
-কি লেখছো? কোন গল্প?
-হুম
-কি গল্প?
-এইতো, শুধুই গল্প!
-গল্পে একটি ছেলে আছে? আর একটি মেয়ে?
-হুম
-দুজন দুজনকে ভালবাসে?
-নাহ!
-প্রেমে পরতে যাচ্ছে তাহলে?
-জানিনা!!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯
হাবিব রহমানন বলেছেন: আমার কাছে খুবই ভাল লেগেছে সিনেমাটি, এক্টিং , সিনেমাটোগ্রাফি, স্টোরি, স্পেশালী ব্যাকগ্রাউন্ড মিউজিক।
যাক আমি আমার মতামত জানালাম রিভিউ এর মাধ্যমে।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩
কেউ নেই বলে নয় বলেছেন: এটা নামাইছি কয়দিন আগে। অল্প কয়দিনের মধ্যে দেখে ফেলবো। রিভিউ পড়ে আশাবাদী।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬
হাবিব রহমানন বলেছেন: দেখে ফেলুন ভাল লাগবে আশা করি
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
রুদ্র জাহেদ বলেছেন: সিনামাটা দেখা হয়নি।রিভিউ পড়ে ভালো লেগেছে।হয়ত দেখা হবে...
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৭
হাবিব রহমানন বলেছেন: ভাল লাগার মত সিনেমায় দেখে ফেলুন
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
আরাফাত হোসেন অপু বলেছেন: আমি দেখেছি মুভিটা.............অসাধারন ই লেগেছে.....হ্যাপি এন্ডিং টা হলে আরো ভালো লাগত!
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮
হাবিব রহমানন বলেছেন: আপনার কমেন্ট কিন্তু এক প্রকার স্পয়লার
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ছবিটা আসলেই অনেক সুন্দর। গতানুগতিক হিন্দি ধুমধারাক্কা ছবির দর্শকদের মান খুব নিচে নেমে গেছে বলেই বাণিজ্যিক সফলতা পায়নি।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯
হাবিব রহমানন বলেছেন: আসলেই, কেননা এমন অসাধারন কন্সেপ্ট এর সিনেমা বক্স অফিসে ব্যার্থ হওয়াটা ক্যামন যেন অস্বাভাবিক লাগে।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬
রক্তিম দিগন্ত বলেছেন: মুভিটা সত্য কথা বলতে ভাল লাগেনি। এমন না যে, রোমান্টিক ভাল লাগে না দেখে লাগেনি - তা নয়।
আপনি যেই রকম ভাল প্রেজেন্টেশনের কথা বললেন - সেইটাই তো নাই মুভিতে। যা একটু আগাইছে, তা ঐ কাহিনীতেই।