নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

ট্রিবিউট পোস্টঃ ◆জিম ক্যারি◆ (প্রথম পর্ব)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

জিম ক্যারি, নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে একজন হাস্যোজ্জ্বল মানুষের চেহেরা। সিনেমা প্রেমিক অথচ জিম ক্যারিকে ভাল লাগেনা অথবা তার নাম শুনেনি এমন ঘটনা দুষ্কর। তার অসাধারণ কমেডি মুভি লাইক “দি মাস্ক”, “লায়ার লায়ার” “এইস ভেঞ্চুরা সিরিজ”, “ডাম্ব এ্যান্ড ডাম্বার সিরিজ”, “মি মাইসেলফ্‌ এন্ড আইরিন”, “ব্রুস অলমাইটি”, “ইয়েস ম্যান” ইত্যাদি মুভি গুলোর মাধ্যমে আমাদের অনেক আনন্দ দিয়ে এসেছেন।
তাছাড়া উপহার দিয়েছেন “ইটার্নাল সানসাইন অব দ্য স্পটলেস মাইন্ড” এর মত অসাধারণ সাই-ফাই রোমান্টিক সিনেমাও। আগামী ১৭ জানুয়ারী প্রিয় এই অভিনেতার ৫৪তম জন্মদিন। জিম ক্যারির জন্মদিন উপলক্ষে তার বিখ্যাত মুভি গুলো নিয়ে পর্ব আকারে আলোচনা করবোঃ

▲Dumb & Dumber (1994) । ডাম্ব এ্যান্ড ডাম্বার (১৯৯৪)
জনরাঃ কমেডি
আইএমডিবি রেটিংঃ ৭.৩/১০
কাস্টঃ জিম ক্যারি, জ্যাফ ড্যানিয়েল
পরিচালকঃ পিটার ফ্যারেলী ও ববি ফ্যারেলী

সিনেমার গল্প সাজানো হয়েছে লয়েড ও হ্যারি নামক দুই নির্বোধ (ডাম্ব) বন্ধুকে নিয়ে। দুজন বেস্ট ফ্রেন্ড ও রুমমেইট। মুল গল্প শুরু হয় যখন লিমোড্রাইভার লয়েড (জিম ক্যারি) একটি মেয়েকে ড্রাইভ করে ইয়ার্পোর্টে পৌঁছে দেয়া ও নাটকীয় ভাবে অই মেয়ের ব্রিফকেস তার কাছে চলে আসার মধ্য দিয়ে। ব্রিফকেসে ছিল প্রচুর টাকা যদিও লয়েড তা জানেনা। পরবর্তিতে লয়েড আর হ্যারি মিলে এই ব্রিফকেস অই মেয়ের কাছে পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে এই ব্রিফকেসের সাথে অনেক রোমাঞ্চকর ঘটনা যুক্ত রয়েছে। এভাবে দুই বন্ধু ব্রিফকেস পৌঁছে দেয়ার রোড-ট্রিপ মাঝখানে বিভিন্ন হাস্যকর ঘটনার শুরু।

আমার দেখা জিম ক্যারির ওয়ান অফ দ্যা হিলেরিয়াস কমেডি মুভি “ডাম্ব এ্যান্ড ডাম্বার”। ফিজিক্যাল কমেডিতে জিম ক্যারি কতটা অভিজ্ঞ তা সবারই জানা। ফিজিক্যাল কমেডিতে তার অভিনয়ের উৎকৃষ্ট উদাহরণ এই মুভিটি। প্রতিটা সিকুয়েন্সেই বিভিন্ন হিলেরিয়াস ঘটনা। হাসিতে গড়াগড়ি খাওয়ার মত অবস্থা। জিম ক্যারি আর জ্যাফ ড্যানিয়েল এর জুটি জাস্ট অসাধারণ ছিল এই মুভিতে। এই মুভিটির অনেক ফ্যান-ফলোয়িং আছে। কমেডি কাল্ট-ফলোয়িং।

সিনেমার পরিচালকদ্বয় ফ্যারেলী ব্রাদার এর ডেবিউ মুভি এটি এবং প্রথম মুভিতেই বাজীমাত।
ক্রিটিকেলি সার্থকতার পাশাপাশি বক্স অফিসে হিউজ কালেকশন। এই সিনেমার পর ফ্যারেলী ব্রাদারদের সম্পূর্ণ লাইফ চেইঞ্জ হয়ে যায়। মাত্র ১৭ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমাটি আয় করে ২৪৭ মিলিয়ন ডলার।



▲Ace Ventura: Pet Detective (1994) । এইস ভেঞ্চুরাঃ পেট ডিটেক্টিভ (১৯৯৪)
জনরাঃ কমেডি
আইএমডিবি রেটিংঃ ৬.৯/১০
কাস্টঃ জিম ক্যারি, কার্টেনি কক্স, শন ইয়াং প্রমুখ
পরিচালকঃ টম শেডিয়েক

এইস ভেঞ্চুরা(জিম ক্যারি), একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। যে কিনা বন্দী ও চুরি হওয়া পশু-পাখিদের উদ্ধার কাজের জন্য বিখ্যাত। তার উদ্ধারকার্জের ধরন অনেকটা হাস্যকর ও কাণ্ডজ্ঞানহীন।

মুল গল্প শুরু হয় যখন বিখ্যাত ফুটবল চ্যাম্পিয়ান লীগ “Super Bowl” শুরু হওয়ার দুই সপ্তাহ আগে একটি নিদিষ্ট টিমের “স্নো-ফ্লিক” নামক ডলফিন চুরি হওয়ার মধ্য দিয়ে। কেননা টিমের মালিক বিশ্বাস করেন এই ডলফিন তাদের টিমের জন্য অনেক লাকি এবং লীগ শুরু হওয়ার আগে ডলফিন কে খোঁজে বের না করলে টিমের অপারেটর ও হেড পাব্লিসিস্ট কে চাকরীচ্যুত করবে। পরবর্তিতে তারা এই ডলফিনকে খোঁজে বের করার দায়িত্ব দেন পেট ডিটেক্টিভ এইস ভেঞ্চুরা কে এবং শুরু হয় ডলফিন কে খোঁজার মিশন।

পেট ডিটেক্টিভ চরিত্রে জিম ক্যারির পার্ফমেন্স এক কথায় অসাধারণ। এই সিনেমাতেও জিম ক্যারি ফিজিক্যাল কমেডির ব্যাবহার করেছেন। কমেডির পাশাপাশি কিছুটা রহস্যের ছোঁয়াও রয়েছে এই সিনেমাতে। এই সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন “ফ্রেন্ডস” টিভি সিরিজের “মনিকা গেলার” খ্যাত কার্টেনি কক্স। “ফ্রেন্ডস” সিরিজের ডাই-হার্ড ফ্যান হিসেবে তার উপস্থিতি ভাল লেগেছে।
মোটকথা দারুন এন্টারটেইনিং একটি মুভি। মুভিটি ক্রিটিক্সদের কাছে মিক্স রিভিউ পেলেও বক্স অফিসে দারুন ভাবে সফল।
পরিচালক টম শেডিয়েক আর অভিনেতা জিম ক্যারির জুটি মানেই বিশেষ কিছু। তাদের অন্যান্য বিখ্যাত কাজ “লায়ার লায়ার” ও “রুস অলমাইটি”। সুতরাং পরিচালক হিসেবে সে কতটা দক্ষ প্রমাণ তার কাজে গুলোতেই বিদ্যমান আছে।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১

ধমনী বলেছেন: কয়েকটা দেখেছি। তবে the mask এর মত লাগে নাই কোনটাই।

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

হাবিব রহমানন বলেছেন: পোষ্টে বলা মুভি গুলো দেইখেন পারলে, এগুলোও ভাল লাগবে :)

২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক আগে দেখা হয়েছিল

পুরো লেখাটাই এক পোস্টে দিতে পারতেন ।

শুভেচ্ছা পোস্টের জন্যে

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ ভাই :) আর লেখা এখনো কমপ্লিট করেনি, এক্সাম চলছে, একটা একটা করে লিখছি
তাছাড়া ৯টা মুভির রিভিউ একই পোষ্টে দিলে পাব্লিক বোর হবে।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

লিও কোড়াইয়া বলেছেন: ব্রুস অলমাইটি ও দ্য মাস্ক আমার প্রিয়। ব্রুস অলমাইটিতে জেনিফার এ্যনিস্টন আছে, যদিও তখনও ফ্রেন্ডস দেখা হয়ে উঠেনি!

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

হাবিব রহমানন বলেছেন: পোষ্টে বলা সিনেমা গুলোর সবই আমার প্রিয়। আহ হ্যা, আমিও তখন এনিস্টোন কে চিনতাম না :)

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:



ইটার্নাল সান শাইন অফ দ্যা স্পটলেস মাইন্ড, লায়ার লায়ার আর মাক্স আমার দেখা জিম ক্যারির সেরা ছবি।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

হাবিব রহমানন বলেছেন: ইটার্নাল সান শাইন অফ দ্যা স্পটলেস মাইন্ড ও আমার খুব প্রিয় একটা মুভি, এই মুভি নিয়ে তৃতীয় পর্বে লেখবো :)

৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৮

হাসান মাহবুব বলেছেন: এ দুটো দেখা। অনেকদিন তার নতুন কোন মুভি দেখি নি। তার কাছ থেকে অনেক বিনোদন পেয়েছি।

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

হাবিব রহমানন বলেছেন: আশা করি আরো নতুন নতুন মুভি করে আমাদের বিনোদন দিয়ে যাবেন তিনি :)

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৪

নাজমুস সাকিব রহমান বলেছেন: মুভিগুলো দেখেছি। আবার দেখতে হবে।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

আমি যাযাবর বলিছ বলেছেন: movie downlode করার ভাল wapside কোনটা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.