![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
এই অসহ্য গরমে আমাকে দুদণ্ড শান্তি দিয়েছে রেদওয়ান রনির “আইসক্রিম”
_____________________________________________________
শ্যামলী সিনেমা হলের প্রথম শো তে দেখে আসলাম এবছরের আলোচিত সিনেমা আইসক্রিম। এ যুগের তরুন-তরুণীদের রোম্যান্টিক গল্প নিয়ে রেদওয়ান রনির অসাধারন সৃষ্টি “আইসক্রিম” নামক সিনেমাটি।
বাংলা শব্দভাণ্ডারে দুটি শব্দ রয়েছেঃ “বিলাসিতা” ও “প্রয়োজনীয়তা”
প্রেম ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে এই দুটি শব্দকে আপনি গভীরভাবে অনুধাবন করলেই সকল উত্তর পেয়ে যাবেন। আর এই দুটো শব্দের মধ্যে আপনি যদি পার্থক্য খোজে বের করতে না পারেন তাহলে আপনাকে পরতে হবে সম্পর্কের গেঁড়াকলে।
প্রেম-ভালবাসার সম্পর্ক গুলোর ক্ষেত্রে কমপ্লিকেশন অথবা জটিলতা নতুন কিছু নয়। সম্পর্কের শুরুর আগে অথবা সম্পর্কের পরে প্রেমিক-প্রেমিকা যুগল কে পরতে হয় বিভিন্ন দ্বন্দ্বে। কখনো সেটা নৈতিকতার দ্বন্দ্ব , কখনো আবার পারিবারিক দ্বন্দ্বে। এই সিনেমার মূল প্রেক্ষাপট এ সময়ের তরুন-তরুণীদের রোম্যান্টিক প্রেমের নৈতিকতার দ্বন্দ্ব নিয়ে।
সিনেমার শুরু নায়ক-নায়িকার পরিচয়ের নাটকীয় ঘটনার মধ্য দিয়ে। নায়ক-নায়িকার পরিচয়,প্রনয় ও সবশেষে তৃতীয় পক্ষের আগমন।
কি টিপিক্যাল প্রেমের গল্প মনে হচ্ছে? আপনি ভুল মশাই প্রমান সিনেমা হলে বসেই পাবেন।
সিনেমার গল্প নিয়ে বিস্তর আলোচনা করতে চাচ্ছিনা। তবে এক সেকেন্ডের জন্যও বোরিং ফিল করেনি। বিশেষ করে সিনেমার প্রথম অংশে দারুনসব হাঁসির দৃশ্য ও গল্পের ফ্লোতে টেরই পায়নি কখন সময় চলে গেছে। আর দ্বিতীয় অংশে নাটকীয় ঘটনার কারনে স্বাভাবিকভাবেই একটু স্লো ছিল তবে বিরক্ত হওয়ার মত নয় এবং এন্ডিং জাস্ট পার্ফেক্ট।
আমার রেটিং ৫/৫
বর্তমান যুগের প্রেক্ষাপটে এমন জটিল একটি গল্প বাছাইয়ের মাধ্যমে খুব যত্ন করে প্রেজেন্ট করেছেন পরিচালক রেদওয়ান রনি। তাছাড়া পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও তার নিজের। প্রশংসার দাবীদার সে।
সিনেমার কনসেপ্ট নিয়ে যদি কারো দ্বিমত থাকে অথবা ঘটনা গুলো অস্বীকার করেন তাহলে বলবো চোখ মেলুন, আমাদের আশেপাশে এমন অনেক ঘটনাই ঘটছে অহরহ।
এবার আসি অভিনয় ও টেকনিক্যাল বিষয় গুলো নিয়েঃ
সিনেমার সবচেয়ে পজিটিভ দিক হল কাস্টিং। এই ক্ষেত্রে আমি কাস্টিং ডিরেক্টর কে দশে দশ দেবো। সিনেমার মূল তিন অভিনয় শিল্পী নবাগত হলেও তাদের মধ্যে ন্যাকামো আচরন ও অভিনয়ের দুর্বলতা দেখা যায়নি। কনফিডেন্টের সহিত অভিনয় করে গেছে পুরো সিনেমা জুড়ে। বিশেষ করে মুগ্ধ হয়েছি নাদিম চরিত্রে অভিনয় করা ‘রাজ” কে দেখে। সুদর্শনের পাশাপাশি ডায়লগ, এক্সপ্রেশন অনেক ইম্প্রেসিভ ছিল তার। প্রিয়তি চরিত্রে টুশির পার্ফমেন্সও ছিল প্রশংসনীয়। গ্লেমার, অভিনয় সব দিক থেকেই দারুন (গোপন তথ্য হচ্ছে আমি এই মেয়ের প্রেমে পরে গেছি )। তুলনামূলকভাবে রাজ ও টুশির চেয়ে একটু কম ভাল লেগেছে রউনক চরিত্রে অভিনয় করা উদয় কে। তবে অবশ্যই ভাল পার্ফমেন্স ছিল।
তাছাড়া ছোটছোট চরিত্রে এটিএম শামসুজ্জামান, ওমর সানি, প্রয়াত দিতি ম্যাম, প্রয়াত সায়েম সাদাতও দারুন ছিল।
তারপরেই বলতে হয় সিনেমাট্রোগ্রাফির কথা। মন-মুগ্ধকর লোকেশন আর দারুন সব দৃশ্যপট ছিল সিনেমা জুড়ে। চোখের শান্তি বলা চলে। অন্তরঙ্গ দৃশ্য অথবা সমুদ্রের পানির দৃশ্য, বালিতে রঙিন কাঁকড়ার চলাফেরা, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য সবই প্রশংসনীয়। ক্যামেরা এঙ্গেলের কাজও বেশ ইম্প্রেসিভ ছিল। বিশেষ করে অনেক দূর থেকে রাস্তার দৃশ্য দেখানো, গল্পের মূল দৃশ্য গুলো ফ্রেমে আটকানোর ধরন ইত্যাদিতে মুনশিয়ানা দেখিয়েছে।
সিনেমার গান গুলোও ছিল শ্রুতিমধুর, গল্পের প্রয়োজনে ও সময় উপযোগী ছিল। অযথা গানের আগমন ঘটেনি সিনেমায়। অর্নবের আর মিনারের গানটা বেশ ভাল লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও মানানসয় ছিল।
সিনেমার কাহিনী নস্ট করা অথবা দৃষ্টিকটু কোন ভুল চোখে পরেনি। এক কথায় বলতে গেলে চোরাবালির পর আরেকটি অসাধারন সিনেমা সৃষ্টি করেছেন রেদওয়ান রনি। এই সিনেমা দেখে হতাশ হবেন না। এটা কোন আর্ট-ফিল্ম নয় যে কাহিনী বোঝতে হলে আপনাকে মুভিবোদ্ধা হতে হবে, আবার টিপিক্যাল কমার্শিয়াল মুভিও না। এটি একটি উপভোগ্য রোম্যান্টিক সিনেমা। হ্যাপি ওয়াচিং।
২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
হাবিব রহমানন বলেছেন: সিনেমা দেখার পর আশা করি আপনি আপনার এই মন্তব্য মুছে ফেলবেন
২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
সুমন কর বলেছেন: রিভিউ তো চমৎকার লিখেছেন। ২/১ টা নেগেটিভ বললেন না !
যা হোক, দেখার ইচ্ছে হলো। +।
২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
হাবিব রহমানন বলেছেন: আহা! কবি সুমন কর দাদার মন্তব্য খুশি হয়ে গেলাম।
আসলে ছোটখাটো ভুল বড় বড় মাস্টারপিসেও থাকে। আর এগুলো তেমন বড়সড় ভুল না, তাই ম্যানশন করিনি।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
মোশারফ তানভীর বলেছেন: এটাকে রিভিও বলে!!!
আমিতো জানি এটাকে "দালালি" ।
রেদোয়ান রনির কাজকে যারা ৫/৫ দেয় তাদের মাথায় বেশ ঘিলু আছে বলতে হয়!!!
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০১
হাবিব রহমানন বলেছেন: জ্বি ভাই দালালি রেদোয়ান রনি আমাকে ১০ লক্ষ টাকা গিফট দিয়েছে পজিটিভ রিভিউ লেখার জন্য। দোয়া করবেন আমার জন্য।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
বিজন রয় বলেছেন: হা হা হা
হাসলাম হাবিব।
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০২
হাবিব রহমানন বলেছেন: বিজয় দা সত্যি সিনেমাটা বেশ ভাল হয়েছে, আপনি আমার রিভিউ গুলো নিয়মিত পড়েন, আশা করি আপনি বোঝবেন যে ভাল না লাগলে আমি কখনোই লিখতাম না
৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬
ইমরাজ কবির মুন বলেছেন:
Tushir jonnoi nahoy dekhLam.
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩
হাবিব রহমানন বলেছেন: আহা! কিছু কথা থাকনা গোপন
৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮
আরণ্যক রাখাল বলেছেন: এমন সুন্দরী নায়িকা থাকলে পাঁচে এক দেয়া মুভিও দেখা যায়। যাবো দেখতে সময় পেলে
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭
হাবিব রহমানন বলেছেন: হা হা
৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪২
রোষানল বলেছেন: এযুগের পোলাপানরা অখাদ্য কুখাদ্য সবই হজম করতে পারে।ঠিক যেন হাঁসের পাঁচনতন্ত্র।
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮
হাবিব রহমানন বলেছেন: দাদা কোন যুগের জানতে খুব ইচ্ছে হচ্ছে? ছাগলতন্ত্র যুগের?
আগে তো সিনেমা দেখুন, তারপর আপনার মতামত জানান কোন সমস্যা নেই, একটা সিনেমা না দেখেই আজেবাজে কেন বকছেন বোঝতে পারছিনা
৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৩
চাকমা বলেছেন: হিন্দি ছবি "Student of the Year" নকল নাকি?
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২২
হাবিব রহমানন বলেছেন: আরে নাহ মৌলিক গল্প
৯| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭
জেন রসি বলেছেন: রিভিউ পড়ে মনে হচ্ছে দেখা উচিৎ।
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪
হাবিব রহমানন বলেছেন: দেখে ফেলুন আশাহত হবেন না।
১০| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭
মৃদুল শ্রাবন বলেছেন: বলা হচ্ছে পারিবারিক রোমান্টিক ছবি। তবে পোষ্টারটা বেশ অশ্লীল। এই পোষ্টার দেখিয়ে পরিবারের সবাইকে হলে নিয়ে যাওয়া যায় না। তবে জানি না ভেতরে কি আছে।
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮
হাবিব রহমানন বলেছেন: পরিবার না নিয়ে দেখায় ভাল, কিছু অন্তরঙ্গ দৃশ্য আছে, রোম্যান্টিক জনরা তো। বন্ধু অথবা কাপল রা যাওয়ায় উত্তম
১১| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
:. বলেছেন: মেয়েটা সুন্দরী
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮
হাবিব রহমানন বলেছেন: সুন্দরীর পাশাপাশি অভনয়ও বেশ দারুন করেছে
১২| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
িটউব লাইট বলেছেন: "এক কথায় বলতে গেলে চোরাবালির পর আরেকটি অসাধারন সিনেমা সৃষ্টি করেছেন রেদওয়ান রনি" চোরাবালি!!! একটা বস্তাপচা সিনেমা। ট্রেইলার দেখলাম, খালি লাগালাগি আর চাটাচাটি....।
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯
হাবিব রহমানন বলেছেন: পছন্দের ভিন্নতা থাকতেই পারে
তবে সিনেমা না দেখে এমন মন্তব্য করাটা বোকামী
১৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮
সুদীপ্তা মাহজাবীন বলেছেন: চোরাবালি দেখেছিলাম । ইন্দ্রনীল এবং জয়া আহসানের অভিনয় ভাল লেগেছিল । রিভিউ পড়ে মনে হচ্ছে আইসক্রীম দেখা উচিত । ধন্যবাদ আপনাকে ।
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০
হাবিব রহমানন বলেছেন: স্বাগতম।
দেখে ফেলুন আশাহত হবেন না।
১৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১২
এডওয়ার্ড মায়া বলেছেন: আশা করি - ভাইয়ের খালাত শ্যালিকা কে নিয়ে দেখা যাবে ।
টাকা ম্যানেজ কত্তেছি-দেখতে যাব।
শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬
হাবিব রহমানন বলেছেন:
১৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০
মোস্তফা ভাই বলেছেন:
মনে হচ্ছে আরেকটা ২ ঘন্টার নাটক সাথে কিছু গান। সিনেমা আর নাটকের ডায়লগ আর উপস্হাপনায় পার্থক্য আছে। নাটকের পরিচালকদের নাটকের মধ্যেই থাকা উচিত। এফডিসির কার্ড পাইলেই কাজী হওয়া যায় না। তাছাড়া পোষ্টার টা নকল।
০১ লা মে, ২০১৬ সকাল ১০:৪০
হাবিব রহমানন বলেছেন: হুম পোস্টার টা নকল ছিল
আমার কাছে কোনভাবেই নাটক মনে হয়নি। ব্যাপার না, মতামতের পার্থক্য থাকতেই পারে।
১৬| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:৪২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পুরোটাই ইতিবাচক রিভিউ। আমরা বাঙালিরা ইতিবাচক ভাবতে পারিনা সবকিছুতেই নেিতবাচক ধারনাই আসে।
যাই হোক ছবিটা দেখব।
০১ লা মে, ২০১৬ সকাল ১০:৪১
হাবিব রহমানন বলেছেন: সিনেমাটা আমার কাছে ভাল লেগেছে বলেই প্রশংসা করেছি
১৭| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:০৯
অন্তু নীল বলেছেন: রিভিউ দেখে তো দেখবার মন চায়।
দেখুম। মেলা দিন থেকে বাংলা সিনেমা দেখা হয়না।
ধন্যবাদ।
০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৩৭
হাবিব রহমানন বলেছেন: খুব ভাল লেগেছে আমার কাছে আপনারও লাগবে আশা করি
১৮| ০১ লা মে, ২০১৬ বিকাল ৫:৩৭
রাঙা মীয়া বলেছেন: হুমমম ! মুভিটা দেখব
০১ লা মে, ২০১৬ রাত ১১:০৮
হাবিব রহমানন বলেছেন: দেখে ফেলুন
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
বিজন রয় বলেছেন: একই কাহিনী আর কত দেখবো?