নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

Loft (2008): একটি সার্থক থ্রিলার ও ক্রাইম জনরার সিনেমা!!

১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

মিস্ট্রি-থ্রিলার টাইপ সিনেমা পছন্দ আপনার? সিনেমার প্রথম দৃশ্য থেকে শুরু করে শেষ দৃশ্য অবধি যদি টানটান উত্তেজনা থাকে তাহলে কি সিনেমাটি দেখা যায়? চলুন তাহলে বেলজিয়ামের এই থ্রিলার ধরনার সিনেমাটি সম্পর্কে জেনে আসিঃ
সিনেমার প্রথম দৃশ্যঃ
বৃষ্টি মুখর রাতে বিলাসবহুল এক ফ্ল্যাটের উপরতলা থেকে একজন কে আছড়ে পড়তে দেখা যায় নিচে একটি গাড়ির উপর আর ক্যামেরার এঙ্গেলে ধীরে ধীরে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আরেকজন মানুষ সেই উপরিতলায় দাড়িয়ে আছে। পরের দৃশ্যেই গল্প, লোকেশন , ক্যারেক্টার সম্পূর্ণ ভিন্ন… প্রাথমিকভাবে প্রথম দৃশ্য অপ্রাসঙ্গিক মনে হলেও সিনেমাতে ধীরে ধীরে তা রিভিল করা হবে।
গল্পকার ও পরিচালক এতটাই চতুর যে সিনেমার প্রথম দৃশ্যেই দর্শকদের বলে দিচ্ছেন “বাপু, তুমি আজ এই সিনেমা দেখা শেষ না করে উঠতে পারছো না” :)


Loft (2008)
জনরাঃ ক্রাইম । ড্রামা । মিস্ট্রি
আইএমডিবি রেটিংঃ ৭.৪/১০
রটেন টম্যাটোসঃ ৮০% ফ্রেশনেস
কাস্টিংঃ Koen De Bouw, Filip Peeters, Matthias Schoenaerts, Bruno Vanden Broecke, Koen De Graeve.
ডিরেক্টরঃ Erik Van Looy
দেশঃ বেলজিয়াম


মূল গল্পঃ
পাচজন বন্ধু মিলে ফ্ল্যাটের একটি গোপন Loft/লফট (চিলেকোঠা) ভাড়া করেন তাদের বিভিন্ন গোপন(!) কাজ করার জন্য। এই লফটের পাঁচটি চাবি আছে পাঁচজনের কাছে। একদিন সবাই লফটের ভিতর একটি মেয়ের লাশ আবিস্কার করলো কিন্তু রুম বাহির থেকে তালা দেয়া ছিল। অথাৎ বাহিরের কেউ এই কাজটি করেনি, খুন করলে এই পাঁচজনের ভিতরেই কেও একজন করেছে। শুরু হল রহস্য…

সিনেমার গল্প স্পেসিফিক্লী খুনি রিভিল করার সময়টুকোতে পর্দায় পাঁচজন বন্ধু থাকলেও মনস্তাত্ত্বিক ভাবে আসলে ছয়জন ব্যাক্তি আছেন। শেষের ব্যাক্তিটি আপনি :-P

সাসপেন্সময় দারুন সব ব্যাকগ্রাউন্ড মিউজিক আর অসাধারণ সিনেমাটোগ্রাফির বদৌলতে পর্দার ক্যারেক্টারের সাথে নিজেকে রিলেট করে আপনিও রহস্য ভাঙার অথবা অনুমান করার গেইম চালিয়ে যাবেন। অবশেষে আপনিই ঠিক করুন আপনার অনুমান কতটুকো মিলল , নাকি স্টোরি সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল ছিল।

সিনেমার কলাকুশলীদের কথা বলতে গেলে, যেহেতু ভেলজিয়াম সিনেমা যেহেতু খুব একটা চেনাজানা থাকার কথা নয়। তবে নিজ নিজ জায়গা থেকে খুব ভাল ভাবেই নিজেদের কাজ করে গেছেন সবাই।
পরিচালক সিনেমাতে সার্বক্ষণিক সাসপেন্স ধরে রেখে একটি সার্থক থ্রিলার সিনেমা নির্মান করতে সফল হয়েছেন। অভিনয় শিল্পীরা তাদের দারুন পার্ফমেন্স দেখিয়েছেন। গল্পের প্রয়োজনে প্রতিটি দৃশ্যে মানানসই সব এক্সপ্রেশন ছিল।

বিঃদ্রঃ সিনেমায় এডাল্ট সিন(নুডিটি,ভায়োলেন্স) রয়েছে অনেক তাই রোযা থাকা অবস্তায় না দেখার পরামর্শ রইলো এবং সিনেমাটির ২০১৪ সালে “The Loft” টাইটেলে হলিউড রিমেইক রয়েছে, তাই আসলটা দেখার পরামর্শ রইলো।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

সব জান্তা বলেছেন: কোথায় পাওয়া যাবে?
বা,
আপনি কি লিঙ্ক দিতে পারবেন?

১৮ ই জুন, ২০১৬ রাত ৮:২১

হাবিব রহমানন বলেছেন: Loft 2008 BRRip x264 AC3-VLiS

২| ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: পিসি'তে পড়েই ছিল। ;) আজ দেখে ফেলবো।

ধন্যবাদ।

১৮ ই জুন, ২০১৬ রাত ৮:২৩

হাবিব রহমানন বলেছেন: দেড়ি না করে দেখে ফেলুন :-P

৩| ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

সুমন কর বলেছেন: দুঃখিত, আমার কাছে The Loft (2014) আছে। :(

কি করি !!

১৮ ই জুন, ২০১৬ রাত ৮:২২

হাবিব রহমানন বলেছেন: ভুলেও রিমেইক টা দেখবেন না, প্রচণ্ড বাজে হয়েছে এটা, দেখতে হবে আসলটাই দেখুন :)

৪| ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:০৪

বিজন রয় বলেছেন: থ্রিলার আর ভাল লাগে না।

১৮ ই জুন, ২০১৬ রাত ৮:২৫

হাবিব রহমানন বলেছেন: অন্য জনরার মুভি দেখেন তাহলে.।

৫| ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:০৮

সায়ানাইডিয়ান বলেছেন: থ্রিলার মুভি হিসেবে এইটা অনেক বেশি ভাল লেগেছে, সাসপেন্স ছিল যথেষ্ট। দেখা শুরু করার কিছুক্ষণ সময় পরে এমন হয়েছিলো যে, মুভিটা আমাকে বলতেছে "কোথায় যাস দেখা শেষ না করে তোকে আজ উঠতে দিচ্ছি না"। টানা দেখে শেষ করার পর মাথায় একটা ভালোই চক্কর দিয়েছিলো। ;)

১৮ ই জুন, ২০১৬ রাত ৮:২৬

হাবিব রহমানন বলেছেন: মিচুয়েল অনুভূতি :-P

৬| ১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:০২

হাসান মাহবুব বলেছেন: লোভ লাইগা গেলো।

১৯ শে জুন, ২০১৬ সকাল ১১:০৯

হাবিব রহমানন বলেছেন: লোভে মুভি দেখা, দেখায় শান্তি :-P

৭| ১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:০৭

গেম চেঞ্জার বলেছেন: সাইফাই/থ্রিলার মুভি না দেখলে আর কী দেখুম? দেখা দরকার এই সিনেমাটা। :)

১৯ শে জুন, ২০১৬ সকাল ১১:১১

হাবিব রহমানন বলেছেন: দেড়ি করবেন না, তাড়াতাড়ি দেখে দেখুন :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.