নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

“The Dictator”-একটি খাঁটি সামাজিক সিনেমার উপকথা!!

২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

হলিউডের সিনেমায় চারিদিকে যখন অশ্লীলতা আর হিংস্রতার অগ্রাসন চলছিল, তখনি ২০১২ সালে মুক্তি পায় “দ্যা ডিক্টেটর” নামক এই সামাজিক ও অনুপ্রেরণামূলক সিনেমাটি। সিনেমাটিতে সমাজের সমসাময়িক অনেক অসংগতিসহ দেখানো হয়েছে বিভিন্ন উদ্দীপনামূলক কাজকর্ম।

আর এই উন্নয়নমূলক কাজের পথিকৃৎ, ওয়াদিয়ার “এডমিলার জেনারেল আলাদিন”! যে কিনা ছোটবেলা থেকেই বিনয়ী, ন্যায়পরায়ণ, সংস্কৃতিমনা (ওয়াদিয়ার “নতুর কুঁড়ি” তে ২য় স্থান অর্জন) ও পরোপকারী ছিলেন।

জেনারেল আলাদিন যে বিষয় গুলোর প্রতি সমর্থন ও জোর দিয়েছেনঃ

১। শিক্ষার মান বাড়াতে ডিকশনারিতে নতুন নতুন শব্দের যোগদান।

২। নিউক্লিয়ার অস্ত্রের বিরুদ্ধে সতর্কমুলক সেমিনার।

৩। নারীশিক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আন্তরিক আহবান।

৪। একনায়কতন্ত্র শাসনের বিরুদ্ধে সামাজিক প্রচারনা এবং ঈদ ও পূজায় দলমত–নির্বিশেষে কোলাকোলির লাইসেন্স প্রদান।

৫। খেলাধুলার উন্নতির লক্ষে অলিম্পিকের প্রচারণা ও নিরপেক্ষ অলিম্পিক কমিটি গঠন।


৬। অ্যামেরিকার সাথে শান্তিচুক্তি ও বিশ্ব শান্তির প্রতি একনিস্ট সমর্থন।

৭। মরণব্যাধি “এইডস” সচেতনায় ক্যাম্পেইনে অংশগ্রহণ।

৮। সংসদ অধিবেশনে “প্রেম মানে না ধর্ম, বয়স ও গোত্র” এবং “ছেলে মেয়ে সমান অধিকার” এই দুই নতুন আইন পাশ।

উপরিক্ত বিষয় গুলো ছাড়াও সিনেমাতে অনেক আবেগময় দৃশ্য রয়েছে। অনেক দর্শকের দাবী,সিনেমার এক দৃশ্যে নায়িকা নায়ককে “ওগো” বলে সম্বোধন করে,যা দেখে অনেক দর্শক আবেগে টিস্যু না পেয়ে দুহাত দিয়ে চোখের জল মুছতে থাকে।
আর অনেক নিন্দুকের এই শিক্ষামূলক সিনেমার নামে অপপ্রচার চালানো দেখে সিনেমার পরিচালক বজ্রকন্ঠে “আই ডোন্ট কেয়ার” বানীতে প্রতিবাদ করেন।

সুতরাং দেরী না করে আজই দেখে ফেলুন শিক্ষামূলক এই সিনেমাটি!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৮

গেম চেঞ্জার বলেছেন: কি খাইয়া এই পোস্ট দিছেন আল্লাই জানে!! মুভিটা তো অবশ্যই দেখসি কিন্তু ইভা রহমান/নতুন কুঁড়ি এইসব ক্যাম্নে এডাইলেন ভেবে কূল পাচ্ছি না!! :||

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

হাবিব রহমানন বলেছেন: ওয়াদিয়াতেও ইভা রহমান এ্যালবাম বের করেছিলেন :D

২| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০৯

গেম চেঞ্জার বলেছেন: সার্কাজম সবাই করতে পারে না। হাতির গল্প দিয়ে পাখির সার্কাজম হয় না! :|

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

হাবিব রহমানন বলেছেন: নিজেকে ইম্প্রোভ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, সামনে আরো ভালো হবে আশা করি।

৩| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩১

মেহেদী রবিন বলেছেন: এইটা আশা করিনি। ঐরকম একটা এপিক মুভির সাথে এসব কী ! ! সারকাজম হোক আর যাই হোক। বুঝাতে চাইলেন কি সেটা তো স্পষ্ট করবেন। ধন্যবাদ। পরের প্রচেষ্টা ভালো কিছু হবে আশা রাখি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০

হাবিব রহমানন বলেছেন: রিভার্স হিউমার হিসেবে লেখার চেষ্টা করেছিলাম। নিজেকে ইম্প্রোভ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, সামনে আরো ভালো হবে আশা করি। ধন্যবাদ

৪| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৮

রক্তিম দিগন্ত বলেছেন:
সার্কাজমটা আপনারো শিখে আসা উচিৎ। উলটাপালটা দুই-একটা কমেডি বাক্য লিখলেই সার্কাজম হয়ে যায় নাকি?

যদিও সার্কাজম লিখতে গিয়ে আপনার উদ্ভট পোস্টের ব্যাপারটাকে সারকাস্টিকই মনে হইতেছে।

২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

হাবিব রহমানন বলেছেন: হুম, শেখার কোন শেষ নেই! আরো ভাল সার্কাস্টীক পোস্ট দেয়ার চেস্টা করবো!! তা সার্কাজম শেখার কোন ভাল পদ্ধতি যদি বলতেন, খুবই উপকৃত হতাম :((

৫| ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৬

হাসান মাহবুব বলেছেন: আয় হায়! পাবলিক ক্ষেপে কেন? আমি তো মজা পাইছি! পুস্টে পেলাস!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২

হাবিব রহমানন বলেছেন: রিভার্স ছিলো তাই হয়তো বুঝেনি, সবার ভালো লাগতে হবে এমনও না। ধন্যবাদ পেলাসের জন্য :D

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৬

জাহিদ হাসান বলেছেন: এই সিনেমা আমার দেখা জীবনের সবচেয়ে বড় স্যাটায়ার ।
ডিক্টের আলাদিন শেষমেশ কিভাবে প্রাইম মিনিষ্টার আলাদিন হয়ে পুরনো ভূত নতুন রুপে ওয়াদিয়ার
জনগনের ঘাড়ে চেপে বসল, তা দেখে শেষমেশ বিরাট এক অট্রহাসি দিলাম। =p~
আপনাকে ধন্যবাদ চমৎকার এক সার্কাজমের জন্য। আর উপরের কমেন্টারদের জন্য শুভকামনা। B-)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

হাবিব রহমানন বলেছেন: কমেডি জনরার প্রিয় সিনেমা এটি :) তাই মজা করে একটা পোস্ট দিলাম, পাবলিক ধুয়ে দিলো আমাকে :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.