নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

কিভাবে সিনেমার রিভিউ লিখবেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩০


সিনেমার রিভিউ লেখার আসলে ধরাবাঁধা কোন নিয়ম নেই, নিজস্ব স্টাইলে একটি সিনেমা সম্পর্কে নিজের মতামত উপস্থাপন করায় হল মুখ্য বিষয়। সিনেমার প্রতি ভালোবাসা ও লেখালেখি করার ইচ্ছাশক্তি থাকলেই রিভিউ লেখা সম্ভব। তবুও যারা নতুন রিভিউ লিখতে চাচ্ছেন তাদের জন্য আমার স্বল্প-জ্ঞানে রিভিউ লেখার ব্যাসিক কিছু পরামর্শ দিলামঃ

╠═══রিভিউ লেখার সময়ে করনীয়ঃ

••► প্রথমে সিনেমাটি নিয়ে দু-তিন লাইনের স্পষ্ট মতামত লিখুন। অনেকটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে সিনেমাটিকে পরিমাপ করার মতন। এই অংশটি দ্বারা পাঠকরা যেন সিনেমাটি সম্পর্কে আপনার ইতিবাচক বা নেতিবাচক অবস্থান বুঝতে পারে!

••► সিনেমা সম্পর্কে ব্যাসিক ইনফরমেশন দিন (উদাঃ সিনেমার নাম, মুক্তির সাল, পরিচালকের নাম, কী ধরনের সিনেমাঃ কমেডি, হরর, থ্রিলার ইত্যাদি। সিনেমার মূল অভিনয়শিল্পী ও স্ক্রিপরাইটারের নাম)
অতঃপর সিনেমা রিলেটেড বিখ্যাত ওয়েবসাইট গুলোর রেটিং লিখুন (উদাঃ IMDb, Rotten Tomatoes, Metacritic)! এতে করে পাঠকরা আগ্রহী হয়ে উঠবে।

(নোটঃ এই অংশটুকু ইংরেজিতে লিখা উত্তম)

••► সিনেমার কাহিনী সংক্ষিপ্ত আকারে লিখুন। তবে সারমর্ম লিখতে গিয়ে যেন সিনেমার স্পয়লার তথা টুইস্ট বা সারপ্রাইজ নষ্ট না হয়। এই অংশটির মূল উদ্দেশ্য হলো পাঠকদের সিনেমাটির গল্প সম্পর্কে আংশিক ধারণা দেয়া।

••►সিনেমাটি সম্পর্কে বিশ্লেষণ মূলক মতামত দিন।

-সিনেমাটি ভাল লাগার কারন।
-সিনেমার কনসেপ্ট অথবা স্পেসিফিক কোন বিষয়টি আপনাকে অভিভূত করেছে?
-সিনেমার বিশেষ কোন দৃশ্য বা ডায়লগ ভাল লেগে থাকলে উল্লেখ করুন।
-সিনেমায় কোন হিডেন-ম্যাসেজ/শিক্ষণীয় কিছু ছিলো কী? অথবা গল্পের মাধ্যমে পরিচালক দর্শকদের প্রতীকী কিছু বুঝাতে চেয়েছেন?

উপরের পয়েন্ট গুলো ইন্টারেস্টিং করতে বিভিন্ন প্রাসঙ্গিক উদাহরণও টানতে পারেন, তবে অবশ্যই যেন অতিরিক্ত ও একঘেয়েমি আলোচনা না হয়ে যায়।


••► সিনেমার কলাকুশলীদের (অভিনয়শিল্পী, পরিচালক, ব্যাকগ্রাউন্ড মিউজিক কম্পোজার, সিনেমাটোগ্রাফার ইত্যাদি) পারফমেন্স সম্পর্কে আলোচনা করুন।

কলাকুশলীদের পূর্বের বিখ্যাত কাজ গুলো উল্লেখ ও তুলনা করার চেষ্টা করবেন। ( উদাঃ ক্রিস্টোফার নোলানের "ইন্টারস্টেলার" এর পাশাপাশি পূর্বের "দ্য ডার্ক নাইট" ও "ইনসেপশন" অনেক ভাল লেগেছিল)

••► সিনেমাটি সম্পর্কে বেশ ইন্টারেস্টিং ও দুর্লভ কিছু তথ্য লিখুন। (উদাঃ ক্রিস্টোফার নোলানের "ইনসেপশন" সিনেমার চিত্রনাট্য লিখতে সময় লেগেছিল প্রায় ১০ বছর)

••► পরিশেষে,গোছানো একটি উপসংহার মাধ্যমে রিভিউটি শেষ করুন এবং সম্ভব হলে সিনেমাটির ডাউনলোড লিংকটি দিয়ে দিন।

================================================

╠═══রিভিউ লেখার পূর্বে করনীয়ঃ

••►লেখক হওয়ার পূর্বে নিজে একজন উৎকৃষ্ট পাঠক হওয়া প্রয়োজন। বিখ্যাত সমালোচকের লেখা পড়ার অভ্যাস গড়ে তুলুন। তাছাড়া সিনেমা সম্পর্কিত গ্রুপ গুলোতে আপনার পছন্দের লেখকদের লেখা নিয়মিত পড়ার পাশাপাশি পর্যবেক্ষণ করুন, এতে করে ব্যাসিক একটা ধারনা তৈরি হবে।

••►সিনেমা দেখার সময়ে ভালভাবে পর্যবেক্ষণ করুন, বিশেষ কোন দিক ভাল বা মন্দ লাগলে লিখেও রাখছে পারেন। (উদাঃ সিনেমার স্পেসিফিক একটি ডায়লগ, কোন বিশেষ দৃশ্যে অভিনেতার চমকপ্রদ অভিনয়, কোন স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা বিশেষ লোকেশন ইত্যাদি)

••►ফেইসবুকে বা ব্লগে পাবলিশ করার আগে নিজেই কয়েকবার পড়ে নিন, এতে করে ছোটখাটো ভুল-ক্রুটি গুলো কমে যাবে।

••► রিভিউ এর সাথে মানসম্মত ও ইন্টারেস্টিং পোস্টার যোগ করে দিন। এতে করে লিখার সৌন্দর্য বাড়বে।

============================================

╠═══বর্জনীয়ঃ

••►রিভিউতে অপ্রয়োজনীয় বিষয় ও আলোচনা লিখে অহেতুক টেনে বড় করা।
••►রিভিউর সৌন্দর্য বাড়াতে অতিরঞ্জিত কথাবার্তা বা অতি-প্রশংসা করা।
••►অহেতুক কঠিন শব্দের ব্যাবহার।
••► ভুল বানান (আমি নিজেও এই সমস্যা দূর করার চেস্টা চালিয়ে যাচ্ছি) ও অসঙ্গতিপূর্ণ বাক্য গঠন।

=================== কিছু কথা=======================

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, লিখায় "নিজস্বতা" আনা। রিভিউ লেখার প্রচলিত নিয়মকানুন মেনেও অনেক ইউনিক ও মানসম্মত রিভিউ লিখা যায়। একটি মানসম্মত রিভিউও একটি মানসম্মত কবিতা কিংবা গল্পের মতই উপভোগ্য হয়ে উঠে।

পরিশেষে এটাই বলবো যে, সাহস করে জাস্ট লিখে ফেলুন, প্রথমেই লিখার মান নিয়ে চিন্তা করে নিজের মনোবল নষ্ট করবেন না। ধীরেধীরে ঠিকই লেখার মান বাড়তে থাকবে। আপনার রিভিউতে পাঠকদের প্রশংসা, সমালোচনা, পরামর্শ সাদরে গ্রহন করুন। ধন্যবাদ

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: তথ্যবহুল পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।
+।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৩

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ আপনার উৎসাহমূলক মন্তব্য ও প্লাসের জন্য :)

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

জাহিদ হাসান বলেছেন: খুব বেশি একটা সিনেমা দেখি না।
হুজুর কইসে সিনেমা দেখলে পাপ হয় B-))
এর লাইগ্যা আমি সিনেমা দেখি না। তবুও ভালো লাগল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪

হাবিব রহমানন বলেছেন: হা হা :D আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০১

কালীদাস বলেছেন: ভাল পোস্ট, ব্লগের "রিভিউয়ার" ক্লেইম করা অনেকের কাজে লাগবে। অনেককেই দেখি পোস্টের টাইটেল দেয় অমুক মুভির রিভিউ, পড়ে দেখি সব খালি মুভির কাহিনী নিজের ভাষার লিখা, কোন কোন ক্ষেত্রে হাই স্পয়লার এলার্ট দেয়ার মত।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭

হাবিব রহমানন বলেছেন: স্পয়লার দেয়া খুবই বাজে একটা কাজ, প্রত্যেকের উচিত এই বিষয়টা এড়িয়ে চলা রিভিউতে।
ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৬

আলভী রহমান শোভন বলেছেন: বাহ বাহ ! অসাধারন একটা পোস্ট, ভাইয়া। শুভেচ্ছা রইলো। :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭

হাবিব রহমানন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৬

জেন রসি বলেছেন: বিশ্লেষনটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮

হাবিব রহমানন বলেছেন: রিভিউর অন্যান্য অংশগুলোর চেয়ে এই অংশটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৯

আততায়ী আলতাইয়ার বলেছেন: WoW

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ :)

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার ব্লগে অনেগুলো রিভিউ পড়লাম। ভালো লেগেছে। আপনি দেশীয় চলচিত্রের চাইতে বিদেশী চলচিত্রের রিভিউ বেশী দিতে পছন্দ করেন। এর একটা ভালো দিক আছে। যেমন; অনেকে অনেক সময় য়ূটিউবে বিদেশী মুভিগুলো শুধু মাত্র দেখে যায় কিন্তু ভিতরের খুটিনাটি তলিয়ে দেখে না।

পোষ্টের জন্য ধন্যবাদ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

হাবিব রহমানন বলেছেন: সিনেমা দেখার ক্ষেত্রে দেশ ভিত্তিক চিন্তাভাবনা না করে বরং ভাল সিনেমা কিনা তা চিন্তা করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।
সে ক্ষেত্রে দেশীয়, মালায়ালাম, হলিউড, ব্রিটিশ, কোরিয়ান, জাপানিজ, কলকাতা, স্প্যানিশ ইত্যাদি ইন্ড্রাস্টি নিয়েও রিভিউ আছে আমার।
আর দেশীয় সিনেমা সিনেমাহলে গিয়ে দেখে যেগুলো ভালো লাগে সেগুলো নিয়ে অবশ্যই লেখার চেষ্টা করি। প্রতিবছর কতটাই মানসম্মত সিনেমা মুক্তি পাচ্ছে বলুন? সিনেমায় যদি ভালোয় না লাগে লেখার আগ্রহটা কোথায় থেকে আসবে বলুন? তাছাড়া দেশীয় সিনেমা নিয়ে লিখতে গেলে "চটুকদার, দালাল, চামচামি" এমন শব্দও শুনতে হয়।
আমার রিভিউ গুলো ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো, শুভেচ্ছা নিবেন।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি কি এই পোস্টটির মুল লেখক নাকি অন্য কোন সাইট থেকে লেখাটি সংগ্রহ করেছেন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩১

হাবিব রহমানন বলেছেন: মূল লেখক। সামুতে দেয়ার পাশাপাশি বায়োস্কোপ ব্লগ ও কয়েকটি গ্রুপেও দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.