নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

অস্কার নমিনেটেড ফিল্ম সম্পর্কিত কথোপকথনঃ Manchester by the Sea (2016)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩



২০১৬ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা “ম্যানচেস্টার বাই দ্যা সি” নিয়ে দুজন সিনেমাপ্রেমীর কথোপকথনঃ


▬৮৯ তম অস্কারে ছয়টি ক্যাটাগরিতে নমিনেশন পাওয়া "Manchester by the Sea" দেখেছেন?


=এখনো দেখিনি, তবে সিনেমাটি বেশ ভালো শুনলাম।


▬নিঃসন্দেহে! আশা করি ইতোমধ্যে জেনে গেছেন সিনেমাটি IMDb তে ৮.১ ও রটেন টম্যাটোস-এ ৯৬% ফ্রেশনেস পেয়েছে। তাছাড়া অ্যামেরিকান ফিল্ম ইন্সটিটিউটে ২০১৬ সালের সেরা ১০ সিনেমাতেও স্থান পেয়েছে।


=বিস্তারিত জানতাম না। বক্স অফিস কেমন ছিল?


▬ইন্ডিপেনডেন্ট/ইন্ডি ফিল্ম হিসেবে বক্স অফিসেও সারপ্রাইজ হিট ছিলো। মাত্র ৮.৫ মিলিয়ন ডলার বাজেটের সিনেমা আয় করেছে ৫৫.৭ মিলিয়ন ডলার।


="ম্যানচেস্টার বাই দ্যা সি" ইন্ডিপেনডেন্ট ফিল্ম?


▬হ্যাঁ। সিনেমাটি স্বল্প বাজেটে তৈরি, মেজর কোন ডিস্ট্রিবিউশন কোম্পানি ছিলনা। তাছাড়া আর্টিস্টিক ভিশনের কারনেও ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের কাতারে ফেলা যায়, যেগুলো মূলত বিভিন্ন ফিল্ম ফেস্টিভল গুলোকে টার্গেট করা হয়।
এই সিনেমার ডিস্ট্রিবিউটর ম্যানেজ করতেও অনেক ঝামেলা পোহাতে হয়েছে।


=আচ্ছা। তো সিনেমার গল্প সম্পর্কে কিছু বলুন।


▬কোয়িন্সে বসবাসরত কাঠখোট্টা স্বভাবের মানুষ লী চ্যান্ডলার। হোমটাউন ম্যানচেস্টারে বড় ভাইয়ের হঠাৎ মৃত্যুতে কিশোর বয়সী ভাতিজা প্যাট্রিক এর অভিভাবকের দায়িত্ব পরে তার কাঁধে এবং এই দায়িত্ব পালন করতে হলে তাকে ম্যানচেস্টারে থাকতে হবে। কিন্তু কোন এক অদ্ভুত কারনে সে এই শহরে থাকতে চায় না।
পরবর্তীতে বর্তমান ও ফ্ল্যাশব্যাকের মাধ্যমে গল্প ধীরে ধীরে সমানভাবে এগুতে থাকে।



=বোরিং ফ্যামিলি ড্রামা টাইপ কিছু?


▬প্রাথমিকভাবে গল্প ধীরগতির মনে হলেও সিনেমায় অনেক হিউমার সম্পন্ন ডায়লগ ও দৃশ্য রয়েছে এবং পরবর্তীতে ধীরেধীরে গল্পের গভীরতায় ঢুকে যাবেন নিশ্চিত থাকুন।

=সিনেমার বিশেষত্ব কী? তাছাড়া গল্পের গভীরতা বলতে ঠিক কি বুঝালেন?


▬সিনেমাতে অনুভূতিহীন একজন কাঠখোট্টা মানুষের জার্নি দেখানো হয়েছে। "ম্যানচেস্টার বাই দা সি" শহরের সাথে একজন মানুষের সুখের স্মৃতি, চাপা আর্তনাদ ও হতাশার সম্পর্ক আপনার হৃদয় ছুঁয়ে যাবে। লী চ্যান্ডলারের ট্রাজেডির সাথে যখন নিজেকে সম্পৃক্ত করবেন বিষাদে নাড়া দিয়ে যাবে আপনার মন।


=ইন্টারেস্টিং মনে হচ্ছে। এক্টরদের পারফর্মেন্স কেমন ছিল? ক্যাসি এফ্লেক তো একাডেমী এ্যাওয়ার্ডে সেরা অভিনেতার নমিনেশন পেল।


▬হ্যাঁ। সিনেমায় মেজর তিনজনের পারফর্মেন্স সম্পর্কে বলি। প্রথমেই লী চ্যান্ডলার চরিত্রে ক্যাসি এফ্লেক কে সিনেমাপ্রেমীরা অনেকদিন মনে রাখবে। সিনেমায় একটি বারের জন্যও মনে হয়নি সে অভিনয় বা অতি অভিনয় করছে। লী চ্যান্ডলার নয়, যেন তার জীবনেই ঘটে যাওয়া কোন এক ঘটনা।
তার পরিমিত এক্সপ্রেশন তথা বডি ল্যাঙ্গুয়েজ আর অপরাধবোধেের চাহনি, মনোমুগ্ধকর! সম্ভবত অস্কারে সেরা অভিনেতার পুরুস্কারও পেতে যাচ্ছে, গোল্ডেন গ্লোবে তো ইতিমধ্যেই সেরা অভিনেতার পুরুস্কার পেয়ে গেছে।

দ্বিতীয়ত সিনেমাটি দেখার সময়ে "প্যাট্রিক" চরিত্রে লুকাস হ্যাজের পারফর্মেন্স আপনাকে মনে করিয়ে দেবে কেন সে সাপোর্টিং ক্যাটাগরিতে অস্কারে নমিনেশন পেয়েছে। তাছাড়া মিশেল উইলিয়ামস এত অল্প স্ক্রিনটাইম পেয়েও চমকপ্রদ পারফর্মেন্সের জন্য অস্কারে বেস্ট সাপোর্টিং এক্ট্রেসে নমিনেশন পেয়েছেন। কাস্টিং-এ শতভাগ সফল বলা যায়।




=পরিচালকসহ অন্যান্য দিক গুলো সম্পর্কে বলুন।


▬কেনেথ লোনারগ্যান পরিচালনার পাশাপাশি এই সিনেমার গল্পও লেখেছেন। কেনেথ লোনারগ্যান স্ক্রিপ্টরাইটার হিসেবে Gangs of New York ও You Can Count on Me এর জন্য পূর্বেও অস্কারে নমিনেশন পেয়েছিল।
অতঃপর এই সিনেমার জন্য পরিচালনার পাশাপাশি বেস্ট স্ক্রিনপ্লে ক্যাটাগরিতেও নমিনেশন পেয়েছে তিনি। আর অন্যান্য বিষয় গুলো বলতে টেকনিক্যাল বিষয় গুলো সম্পর্কে অতটা ধারণা না থাকলেও আবহ সঙ্গীত ও সিনেমাটোগ্রাফি বেশ ভালোয় লেগেছে আমার কাছে।

মজার ফ্যাক্ট হচ্ছে, এই সিনেমার প্রোডিউসার ম্যাট ডেমন এই সিনেমার পরিচালনা ও অভিনয় করার কথা ছিল কিন্তু The Martian এর শুটিং শিডিউল সংক্রান্ত ঝামেলার কারনে সম্ভব হয়নি।


=বর্ণনা দেখে মনে হচ্ছে শিগ্রই দেখে ফেলা উচিত।


▬অবশ্যই দেখা উচিত। সবশেষে এটাই বলবো, এমন হার্ট ওয়ার্মিং সিনেমা মিস করা ঠিক হবেনা। দেখে সিনেমাটি সম্পর্কে আপনার মতামত জানাবেন।


=ঠিক আছে। অনেক ধন্যবাদ। আশা করি সামনেও আপনার সাথে অন্য কোন সিনেমা নিয়ে আলোচনা হবে। শুভ রাত্রি।


▬ স্বাগতম। অবশ্যই আলোচনা হবে। শুভ রাত্রি

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৫

মন থেকে বলি বলেছেন: রিভিউ লেখার স্টাইলটা দারুন হয়েছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৫

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ :)

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

সুমন কর বলেছেন: রিভিউ চমৎকার ভাবে লিখেছেন। +।
দুই দিন আগে মুভিটি ডাউনলোড করেছি। আজ দেখে ফেলতে পারি। ধন্যবাদ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১২

হাবিব রহমানন বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

হাসান মাহবুব বলেছেন: ফাটাফাটি স্টাইল!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

হাবিব রহমানন বলেছেন: হা হা :D ধন্যবাদ

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

ভাবুক কবি বলেছেন: বাহ

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪২

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪০

অমি আজাদ বলেছেন: "মেজর কোন ডিস্ট্রিবিউশন কোম্পানি ছিলনা"
ভাই, আমাজন/লায়নস গেট আপনার কাছে মেজর মনে হয়না? আপনার আরও সিনেমা দেখা দরকার মনে হয়।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

হাবিব রহমানন বলেছেন: বিস্তারিত জেনেশুনে মন্তব্য করলে ভালো হয় ব্রাদার। প্রথমত, আশা করি ডিস্ট্রিবিউটর ও প্রোডিউসার এর মধ্যে পার্থক্য বুঝেন।
আমাজন আজ পর্যন্ত কোন কমার্শিয়াল সিনেমা ডিস্ট্রিবিউট করেনি। আমাজন সাধারণত স্টিমিং সিরিজ ডিস্ট্রিবিউট ও প্রডিউস করে। তাও একা নয়, কো ডিস্ট্রিবিউট। লায়নসগেট কিছুটা ডিস্ট্রিবিউশনে এগিয়ে থাকলেও ওয়ার্নার ব্রোস, সনি, ফক্স, ২০থ ফক্স , প্যারামাউন্টের কাছে পাত্তাও পায়না, আর এই সিনেমায় একা ডিস্ট্রিবিউট করেনি, আমাজান এর সাথে মিলে কিছু স্টেটসের এজেন্সি মেনেজ করেছে।
আর হ্যা, প্রতি বছর শত শত সিনেমা মুক্তি পাচ্ছে পৃথিবীর বিভিন্ন ইন্ড্রাস্ট্রিতে, সবারি আরো সিনেমা দেখা উচিত। আপনার পরামর্শ আন্তরিকতার সহিত গ্রহণ করলাম। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.