![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
জনাথান ডিটন ও ভ্যালেরি ফ্যারিস দম্পতি পরিচালিত মোট সিনেমা রয়েছে তিনটি। Little Miss Sunshine, Ruby Sparks এবং ২০১৭ সালে মুক্তি পাওয়া এমা স্টোন ও স্টিভ ক্যারেল অভিনীত Battle of the Sexes। লিটল মিস সানশাইন ও ব্যাটল অফ সেক্সেস যেহেতু দেখেছি ও বেশ ভাল লেগেছিল তাই ভাবলাম এই দম্পতীর "রুবি স্পার্ক্স" সিনেমাটাও দেখে ফেলি! ফ্যান্টাসি রোমান্টিক-কমেডি জনরা দেখে প্রত্যাশা গতানুগতিক রোমান্টিক সিনেমার মতই ছিল। কিন্তু প্রত্যাশাকে ডিঙ্গিয়ে এতটা ভাল লেগে যাবে ভাবিনি, বিশেষ করে সাউন্ডট্রাক গুলো এখনো কানে বাজছে।
সিনেমার গল্প সংক্ষিপ্তভাবে বলতে গেলে, লেখক ক্যালভিন(পল ড্যানো) এক কালের সফল উপন্যাসিক হলেও বর্তমানে সে রাইটার্স ব্লকে(কোন কিছু লিখতে না পারা) আছে। একদিন সে রুবি(জোয়ি কাজান) নামের এক তরুণীকে স্বপ্নে দেখে এবং এই স্বপ্নের "রুবি" ক্যারেক্টারটিকে কেন্দ্র করে ক্যালভিন নতুন উপন্যাস লিখা শুরু করে। আপত্তি ঘটে তখন, যখন এই এই রুবি ক্যারেক্টারটি বাস্তবে চলে আসে। এই নিয়েই সিনেমার গল্প এগিয়ে যায়।
Ruby Sparks (2012)
Genre: Comedy, Drama, Fantasy
Stars: Paul Dano, Zoe Kazan
Writer: Zoe Kazan
Directors: Jonathan Dayton, Valerie Faris
IMDb Rating: 7.2/10 - 91,965 votes
Rotten Tomatoes: 78% - 176 reviews
ফ্যান্টাসি প্রেমের গল্প হলেও সিনেমাটি দুজন তরুণ-তরুণীর প্রেমের গল্পের চেয়ে সম্পর্কের মেটাফরিক বা রূপক অর্থেই বেশি উপস্থাপন করেছে। সিনেমার প্রাণ যে বিষয়টি ছিল তা হচ্ছে সম্পর্কের "পার্ফেকশন/পরিপূর্ণতা" নিয়ে দ্বন্দ্ব। আমরা প্রায়ই নিজেদের সম্পর্কগুলোতে পরিপূর্ণতা খোজি। সেটা হোক প্রেম, বন্ধুত্ব কিংবা যে কোন ধরণের সম্পর্ক। শতভাগ পরিপূর্ণতায় কি সম্পর্কের আসল পরিপূর্ণতা দেয়? নিজের ভালোবাসার মানুষটিকে নিজের মত করে শতভাগ ভাবা বা নিজের প্রত্যাশা অনুযায়ী শতভাগ পাওয়ায় কতটা পরিপূর্ণতা কাজ করে তা ভাবনার বিষয়। মানবিক ত্রুটি বা টানাপোড়ন কি সম্পর্কের পরিপূর্ণতায় বাধা দেয় নাকি পরিপূর্ণ করে তোলে? এই সার্বিক দিকগুলো বারবার মনে পরবে সিনেমাটি দেখার সময়ে।
এই সম্পূর্ণ বিষয়টির প্রতীকী ব্যবহার ও সম্পর্কের টানাপোড়ন নিয়েই সিনেমার দ্বিতীয়ার্ধ। তাছাড়া সিনেমার প্রথমদিকে এককালের সফল লেখকের আগের খ্যাতির পীড়া, লেখকের নিজের লেখা ও নিজের তৈরি চরিত্রগুলোর প্রতি মনস্তাত্ত্বিক সম্পর্ক সবকিছু মিলিয়ে বেশ বাস্তবিকভাবে উপস্থাপন করেছে। যারা ক্রিয়েটিভ ও আর্টেস্টিক কাজ করে তারা বেশ অনুভব করবে এই বিষয়টি।
তবে গভীর বিষয়বস্তু বা মেটাফোরের আলোচনা করাতে যদি ভেবে থাকেন যে বোরিং বা ধীরগতির কোন মুভি নিয়ে আলোচনা করছি তাহলে ভুল করবেন। পুরো সিনেমায় বিনোদন ও বিভিন্ন মজাদার দৃশ্য রয়েছে। রোমান্টিক কমেডি জনরার পুরোপুরি স্বাদ পাওয়া যাবে। দ্বিতীয়ার্ধে মূলত গল্পের টার্ন ও ভাবনার বিষয়গুলো চলে আসে এবং সেগুলোও উপভোগ্য।
লেখক "ক্যালভিন" চরিত্রে অভিনয় করা পল ড্যানো নিঃসন্দেহে অ্যামেরিকার একজন গুণী অভিনেতা। ড্যানিয়েল ডে লুইস অভিনীত "There Will Be Blood", ও জ্যাক জিলেনহল অভিনীত 'Prisoners' সিনেমা পল ড্যানোর সেরা পারফর্মেন্স ধরা হয়। এই সিনেমায় ক্যালভিন চরিত্রে তার বিষণ্ণ ও চার্মিং অভিনয় ছিল সিনেমার অন্যতম ইতিবাচক দিক। পর্দায় তার ও জোয়ি কাজানের জুটিও ছিল ইম্প্রেসিভ। আর ইম্প্রেসিভ হবেই না বা কেন, এ দুজন বাস্তব জীবনেও যে কাপল। ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত দুজন রিলেশনশিপে আছে। এ বছরে পল ড্যানোর প্রথম পরিচালনা ও জোয়ির স্ক্রিপ্টে "Wildlife" সিনেমা মুক্তি পাবে যেখানে মূল অভিনেতা হিসেবে আছেন জ্যাক জিলেনহল।
জোয়ি কাজান এই সিনেমায় "রুবি" চরিত্রে অভিনয়ের পাশাপাশি গল্প ও স্ক্রিপ্টও লিখেছে। যারা ক্লাসিক সিনেমা দেখে অভ্যস্ত তাদের জন্য মজাদার একটি তথ্য দেই, জোয়ি কাজান হলিউডের ক্লাসিক যুগের সেরা ও দুবার অস্কারজয়ী ডিরেক্টর Elia Kazan এর নাতনী। এলিয়া কাজানকে অ্যামেরিকার অন্যতম সেরা ডিরেক্টর মানা হয়, যার উল্লেখযোগ্য কাজঃ A Streetcar Named Desire (1951), On the Waterfront (1954), and East of Eden (1955) মত মাস্টারপিস সিনেমা।
জোয়ি কাজানের পূর্বের কাজগুলোর মধ্যে 'What If' ও গত বছরের আলোচিত সিনেমা 'The Big Sick' বেশ ভাল লেগেছে আমার। রুবি স্পার্ক্সেও রুবি ক্যারেক্টারেও সে প্রাণবন্ত ও দারুণ অভিনয় করেছে। অভিনয়ের চেয়ে সিনেমার গল্প ও লেখনীর জন্য বেশি প্রশংসার দাবী রাখে। হোয়াট অ্যাঁ স্টোরি!
সাউন্ডট্রাকের কথা বিশেষভাবে বলা উচিত। সিনেমায় প্রায় ছয় মিনিটের একটি বিশেষ দৃশ্য আছে, সেই দৃশ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারনে শ্বাসরুদ্ধকর হয়ে উঠেছে। পুরো সিনেমাতেই সুনিপুণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারনে অনেক দৃশ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে।
অতঃপর রোমান্স জনরা ও ভাল গল্পের দর্শকরা সিনেমাটি দেখে ফেলুন, বেশ ভাল একটি সিনেমার অভিজ্ঞতা হবে আশা করি।
০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৬
হাবিব রহমানন বলেছেন: ডাউনলোড লিংক যুক্ত করলে পাইরেসিতে ধরে তাই দেইনি। আপনি যে কোন টরেন্ট সাইটে সিনেমার নাম লিখে সার্চ দিলেই আশা করি পেয়ে যাবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: মুভিটার লিংক সাথে দিয়ে দিলে ভালো হতো।