নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ হাবিবুল্লাহ তরফদার

মোহাম্মদ হাবিবুল্লাহ তরফদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:০৮

ধন্যবাদ

আহসান হাবীব



আসি তবে ধন্যবাদ ।



না না সেকি প্রচুর খেয়েছি

আপ্যায়ন সমাদর যতটা পেয়েছি

ধারনাই ছিলো না আমার ।

ধন্যবাদ ।



রাতবেশী এইবার চলি তবে স্যার?

আসবো না ?

কী বলেন ।

হুজুরের সামান্য কেরানি

দয়া করে ডেকেছেন

এতো আমি ভাগ্য বলে মানি ।



খেটে খুটে ?

সে কি কথা ।

নিজের বাড়ির কাজ, আর

খাটবো না ? চুপ

করে খেয়ে যাবো স্যার ?



চলি তবে । কী যে মজা,

সত্যি স্যার মজার ব্যাপার ।

এমন মজার কথা এর আগে শুনি নাই আর ।



চিঠি পড়ে ভেবেছি

তাহলে

ডলি বুঝি আপনার মেয়েদের

কারো ডাক নাম ।

তাইতো সামান্য কিছু চকোলেটও

কিনে আনলাম ।

এসে দেখি -



তাই নাকি ?

চকোলেটও খায় নাকি ডলি ?

হতে পারে, সে যাকগে,

সত্যি কথা বলি -



ডলি নাম কুকুরছানার

আজ তার জন্মোত্সব,

সত্যি এক ইউনিক ব্যাপার ।



সত্যি নাকি ,

ও দেশের ঘরে ঘরে ঘটে থাকে এটা ?

তাহলেও বলুন তো এমন

নিঁখুতভাবে সেটা

এদেশে আপনি ছাড়া কে আর দেখালো ?

অনেকেই ?

হবেও বা সেসব কি জানি ?

আপনার অধীনস্থ জনৈক কেরাণী।



দয়া করে ডেকেছেন বলে

তবেই না জানা গেলো, তেমনা হলে

এওতো আমার পক্ষে জানা

সম্ভব হতো না স্যার ।



সত্যি স্যার কুকুরের ছানা,

তার জন্মদিনে এত খরচের হাত-

দু হাজার ? তা হবে না ?

ও ব্যাটার বাদশাহী বরাত !



হাসবো না ?

সে কি স্যার, এমন খুশির দিন আর

আমাদের এ জীবনে বলুন

তো আসে কতবার ?

চোখে পানি ?

না না স্যার ও কিছু না,

কী জানেন? খেয়েছি এমন শ্বাস

নিতে কষ্ট হয়-



তা হলে এখন

রাতও হলো আপনার বিশ্রাম নেবার সময় হয়েছে ,

আজ আসি তবে স্যার ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.