নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন জী্বন তুমি করিবে গঠন,মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভূবন

হাবীবুর রহমান খান

আমি মানুষের জন্য

হাবীবুর রহমান খান › বিস্তারিত পোস্টঃ

পথশিশুদের ঘুমের মধ্যেই লাঠি দিয়ে মারছে পুলিশ, আর তাকে বলতে শোনা যায়- এই ওঠ! এই ওঠ! এখানে ঘুমানোর যায়গা?

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকার আছে। আর মানুষকে জীবনধারণ করতে গিয়ে প্রয়োজন পড়ে নানাবিধ চাহীদার । মানুষের মৌলিক অধিকার বলতে আমরা বুঝি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সদ্য জাতিসংঙ্গের নির্ধারিত নিরাপত্তার বিষয়টিও যুক্ত হয়েছে। কিন্তু যদি বলি চাহিদা আর অধিকার পার্থক্য বলতে অামরা কি বুঝি?
১, জীবনধারণের জন্য যে সব বস্তুর প্রয়োজন পড়ে তাই চাহীদা, আর একটি স্বাধীন দেশ বা সরকার ঐদেশের জনগনকে যে সব সুবিধা দিতে বাধ্য তাই হল অধিকার। কিন্তু প্রকৃত পক্ষে আমাদের দেশে এসব অধিকার নামক শব্দ কোন সরকারের আমলেই ‘অধিকারে’ পরিণত হয় নি। যদি হত আজ ১২ লক্ষ পথ শিশুর জীবন পথে থাকতো না?

অত্যান্ত ‍দুঃখের বিষয় সদ্য এক পরিসংখ্যানের তথ্য অনুযায়ী বাংলাদেশে পথ শিশুর সংখ্যা প্রায় ১২ লক্ষ্যে ছাড়িয়ে যাবে। সারা দেশে ভাসমান মানুষের মধ্যে পথশিশুর সংখ্যা লক্ষ্যণীয়। রাতে এ সব মানুষদের রাত যাপনের অমানবিক দৃশ্যও চোখে পড়ে আমাদের ।

ভাসমান মানুষগুলো বেশির ভাগ সময়ই বড় বড় দালানের সিঁড়িতে, মূল ফটকের পাশে, রেল স্টেশনের প্লাটফর্মে, বাস স্টেশনে ও বিভিন্ন স্থানে থামানো গাড়িতে থেকে শুরু করে যেখানে-সেখানে রাত কাঁটায় এসব মানুষ। টাউন হল গেইটে ছাউনিতে দেখা যায় কয়েকজন পথশিশু অল্প একটু জায়গায় দিগি¦দিক ঘুমিয়ে আছে। শিশুগুলোর শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়ে গেছে। ক্ষতস্থানে মাছি বসে আছে। মনে হয় এরা মরে পড়ে আছে। তাদের পাশে বসে আছে দুইটি পোষা কুকুর। একটি কুকুরের গায়ে মাথা রেখে ঘুমিয়ে আছে অন্য একটি শিশু। শিশুটি শ্বাস ফেলে কুকুরটির মুখে আর কুকুর শ্বাস ফেলে শিশুটির মুখে। শুধু মূল ফটকের পাশেই (বীরচন্দ্র তোরণ) নয় এমন অমানবিক চিত্র নগরীর বিভিন্ন স্থানে দেখা যায়।

আমরা রাতে ঘুমাই । আবার কেউ রাতকে বেছে নেয় জীবিকা উপার্জনের জন্য। কুমিল্লা রেল স্টেশনে যাই । ঠিক তখন রাত পৌনে ১টা। স্টেশনে আনুমানিক ৬০ বছরের এক বৃদ্ধকে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, রেল স্টেশনে মধ্যেরাতে এখনো অনেকেই ভিক্ষাবৃত্তি চালাচ্ছে, স্টেশনের প্লাটফর্মে শুয়ে থাকা পথশিশুদের হঠাৎ ঘুমের মধ্যেই লাঠি দিয়ে মারছে পুলিশ, আর তাকে বলতে শোনা যায়- এই ওঠ! এই ওঠ! এখানে ঘুমানোর যায়গা?
রাত আসে। রাত যায় । এভাবেই ঘঁষে পড়ে জীবনের পাতা। মানুষের এত সমস্যার মধ্যেও মানুষ মানুষকে ব্যবহার করে অল্প সময়ে অনেক ভূসম্পদের মালিক হতে চায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.