![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায় বহালে আপিল বিভাগের সিদ্ধান্তের পর ১০ মার্চ ‘চট্টগ্রামের কশাইয়ের বিরুদ্ধে আপিল বিভাগের রায় দ্রুত কার্যকর দেখতে চাই’ শিরোনামে ব্লগের আমার লেখাটি পড়ে বেশ কয়েকজনের মর্মপীড়া হয়েছে দেখে আমি বিস্মিত হয়েছি। একজন তো জগণ্য ভাষায় তার প্রতিক্রিয়াও দেখিয়েছে। তাদের উদ্দেশ্যে আমি সবিনয়ে প্রশ্ন রাখতে চাই। একাত্তর সালের মার্চ- ডিসেম্বরে আমাদের ভূখন্ডে কিছু কি ঘটেছিল? ১৬ ডিসেম্বর’৭১ এ পাকিস্তানী বাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠান চায়নি যেসব পাকি দালাল, আমার লেখায় মর্মবেদনার শিকার তারা কি ঐসব দালালদের মতই? ঐদিন তাহলে কারো কোনো আপত্তি নেই। আপনারা বাংলাদেশে বসে পাকিস্তানী গান গাইতে থাকুন, আপনাদের পুরানো (কেউ কেউ এখনও প্রভু মনে করেন) প্রভুদের পদলেহন করুন। কেউ কিছু বলবে না। কারণ আপনাদের তো আর একাত্তরের আগে জন্মই হয়নি। তাই দালালদের দোসর হলেও কেউ আপনাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। তাইতো আপনাদের মতো কিছু লোক, ধর্মের নাম ধরে আজও যেখানে সেখানে বোমা ফাটায়, নিরীহ মানুষ মারে। আপনারা স্বাধীন, পাকিদের উত্তরসুরী- আপনারা তা করতেই পারেন। দেশের সরকার, বিচার ব্যবস্থা আপনাদের কি করবে? কিছু করলেও তা তো অনেক দূরের (সময় সাপেক্ষ) ব্যাপার। তাই বাঁচলে গাজী, মরলে শহীদ এই বিশ্বাসে এগিয়ে যাবেন এটাইতো স্বাভাবিক।
যদি আপনারা দালালদের দোসর না হন, তাহলে অনুরোধ করব ইতিহাস পড়ুন, ইতিহাসকে জানুন। হতে পারে আপনারা দেশী লেখক-সাংবাদিকদের অনেকের মতই পক্ষপাতদুষ্ট মনে করেন। তাই তাদের লেখা না পড়লেও চলবে। মুক্তিযুদ্ধকালীন ঘটনা প্রবাহ ও গণহত্যা নিয়ে বিদেশী লেখক-সাংবাদিকদের লেখা বই পড়ার চেষ্টা করুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে সামান্য ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে, তাই বলে এর প্রক্রিয়া সঠিক নয়। এ কথা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি।
দেশে গণতন্ত্রের নামে প্রহসনমূলক সরকার ব্যবস্থা, ‘স্বৈরতন্ত্র’ চলছে, এই দুঃখবোধ নাগরিক হিসেবে আমাদের ক্ষত-বিক্ষত করছে এটা ঠিক। তবে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে আজও কিছু লোক নতুন প্রজন্মের কাছে বিভেদ ছড়িয়ে দিচ্ছে- এটাই দুঃখজনক। স্বাধীনতার ৪৫ বছর পর তাই একটি বিষয় আমার কাছে প্রশ্ন হয়ে বারবার ঘুরে ফিরে আসে। আর তাহলো-আমাদের দেশটি কেন মাত্র ৯ মাসে স্বাধীন হলো? ভিয়েতনামের মতো না হলেও অন্তত ৫/৭ বছর ধরে যদি যুদ্ধ করে আমরা স্বাধীন হতাম, যদি প্রতি পরিবারের দু’ একজন মানুষ হানাদারদের হাতে নিহত হতেন, তাহলে আজ যারা যুদ্ধাপরাধের বিচারকে প্রশ্নবোধক করার চেষ্টা করছেন, তারা সবাই ভালো করে স্বাধীনতার মর্ম বুঝতেন।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৩
বিজন রয় বলেছেন: ওসব নিয়ে চিন্তা করবেন না নাতো।
আপনার কাজ আপনি করুন।
আপনার জয় হবে।