নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত কারাগার

অনুসরণ নয়, অনুকরণ নয়, নিজেকে খুঁজতে চাই, নিজেকে জানতে চাই, নিজের পথে চলতে চাই ।

হাম্মাদ সেজুল

অনুসরণ নয়, অনুকরণ নয়, নিজেকে খুঁজতে চাই, নিজেকে জানতে চাই, নিজের পথে চলতে চাই ।

হাম্মাদ সেজুল › বিস্তারিত পোস্টঃ

সামরিক শক্তিঃ ইরান বনাম ইসরায়েল

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

বর্তমান তৃতীয় বিশ্বে সামরিক ক্ষমতার একচ্ছত্র অধিপতি ধরা হয় পারমানবিক ক্ষমতাধর দেশগুলোকে । এ বিবেচনায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র মহাশক্তিশালী রাষ্ট্র । প্রতিষ্ঠাকাল থেকেই নিজের প্রতিরক্ষা সক্ষমতাকে উত্তরোত্তর বাড়িয়ে চলেছে দেশটি । চলমান বিশ্বে অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র বল্লেও বেশি বলা হবে না । কিন্তু ইসরায়েলের জন্য তথা সমগ্র পশ্চিমা শক্তির জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের উদীয়মান শক্তিশালী রাষ্ট্র ইরান । ইরান তার প্রধান ও একমাত্র আঞ্চলিক শত্রু মনে করে ইসরায়েলকে । এমনকি ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার কথাও বলেছিলেন । যদিও সম্প্রতি পশ্চিমাদের সাথে ইরানের একটি স্বল্পমেয়াদী চুক্তি স্বাক্ষর হয়েছে, কিন্তু ইসরায়েল এ চুক্তিকে প্রত্যাখ্যান করেছে এবং মহাভুল হিসেবে আখ্যায়িত করেছে । তাই সামরিক বিশ্লেষকদের কাছে ইরান ও ইসরায়েলের সামরিক শক্তির বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ । কোন রাষ্ট্রই আসল পরিসংখ্যান প্রকাশ করেনা । তাই প্রকাশিতব্য সবকিছুই আপেক্ষিক ।

নিম্নোক্ত পরিসংখ্যান বিশ্লেষণ করলে একটি আপাত ধারণা পাওয়া যেতে পারে ।



ইরান/ইসরায়েল

জনসংখ্যা-৭৮,৮৬৮,৭১১/৭,৭৬৫,৭০০

সেনাবাহিনী-৫৪৫০০০/১৮৭০০০

রিজার্ভ সেনা-৬৫০০০০/৫৬৫০০০



স্থল ব্যবস্থা



ট্যাংক- ২,৮৯৫/৩,৮৭০

সাঁজোয়া যান- ১,৫০০/১,৭৭৫

স্ব-চালিত গান-৩১০/৭০৬

আর্টিলারি কামান-২,৩৬৮/৩০৫

রকেট প্রজেক্টর-৮৬০/৪৮

বহনযোগ্য মর্টার সিস্টেম-৫০০০/১,৭৫০

বহনযোগ্য আর্টিলারি-১১,৪০০/৯,০০০

পরিবহন যান-২৪,০০০/১৭,৬৯০



বিমানবাহিনী



যুদ্ধবিমান-১,৮৫৮/৬৫৬

হেলিকপ্টার-৮০০/১৩৮



নৌ শক্তি



বিমানবাহী যুদ্ধজাহাজ-০/০

ফ্রিগেট-৯/০

Destroyers-৩/০

সাবমেরিন-২৯/৪

পেট্রোল ক্র্যাফট-২৮৭/৬০

মাইন বিধ্বংসী জাহাজ-৭/০

উভচর জাহাজ-২৬/০



বিমানবন্দর-৩২৪/৪৭



এখানে সবগুলোর সংখ্যা প্রকাশ করা হয়েছে এবং এই তালিকায় কোন ক্ষেপণাস্ত্র ও পারমানবিক অস্ত্র রাখা হয়নি । তালিকাটি করা হয়েছে ওয়েবসাইট অবলম্বনে ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর পোষ্ট!

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

হাম্মাদ সেজুল বলেছেন: ধন্যবাদ ।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

আমাবর্ষার চাঁদ বলেছেন: ইরানরে ভালা পাই........... :D

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

হাম্মাদ সেজুল বলেছেন: মুসলিম দেশ হওয়ার কারণে।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: যুদ্ধ লাগলে আমেরিকার যুদ্ধাস্ত্রগুলোও ইসরাইলের পক্ষে কাজ করবে, ইরানের পাশে দাড়ানোর কেউ নাই।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

রাজীব বলেছেন: যুদ্ধ জিততে হয় অস্র দিয়ে নয় মগজ দিয়ে যেটি ইহুদীদের কাছে ভালোই আছে।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

নাওেয়দ বলেছেন: ইসরায়েল কিভাবে দুনিয়া কন্ট্রোল করছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.