![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
কে যায় বনে এই অবেলায়
শালুক বিলে পাখি ডাকে, শাপলা হাসে।
মাছরাঙা পাখিটা শিকার খোঁজে
চল যাই বিলের ধারে।
দক্ষিনা হাওয়া বয়ে যায়,
চপলা মেয়ে শাপলা কুঁড়ায়
উদ্দাম কিশোর হল্লা করে করে বেড়ায়
চল যাই বিলের ধারে।
হাওড় বিলে দেখা মিলে
শাপলা শালুক মালঞ্চ হেলেঞ্চা,
জলে আছে কৈ, শিং, মাগুর, শোল
খইলসা, পুঁটি নানান জাতের মাছ।
চল যাই বিলের ধারে,
পানকৌড়ি, বুনোহাঁস, ডাহুক পাখি
এখনও যায় দেখা, চল যাই।
২| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৭
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৮
Hermes বলেছেন: লাল শাপলা দেখতে চমৎকার! কিন্তু দেশের বিপর্যস্ত জলাশয়ে এখন আর এমন দৃশ্যের দেখা মেলা দুর্লভ!