![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম হাসান , আমি একজন ব্যাংকার এবং একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার । আমি ভালবাসি আমার বাংলাদেশকে চাই এদেশের উন্নায়ন ।
সরকারি মালিকানাধীন ব্যাংক গুলিতে আই টি সেক্টরে তেমন কোন সাফল্য না আসলেও তারা কিন্তু থেমে নেই । তারা চেষ্টা করছে কিন্তু প্রশ্নো হল কিভাবে ?।
আপনি শুনে অবাক হবেন এখানে আই টি এবং নন-আই টি এমপ্লোলয় বলে কোন পার্থক্য নেই শুধু পদ আলাদা মাত্র। পুর্বে যেখানে সামান্য কিছু সুবিধা মুলক পার্থক্য থাকলেও এখন তা সপ্নো মাত্র। তাদের এইচ আর ডি -এর যুক্তি হল আমরা তো কনো ইঞ্জিনিয়ার চাই নাই তো আপনারা যোগদান করেছেন কেন?। এ নিয়ে নতুন এমপ্লোলইয়ীদের মাঝে চরম হতাশা দেখা গেছে। তারা এখন সুযোগ খুজছে কিভাবে একটা ভাল প্রাইভেট জবে যোগ দেয়া যায়। কারন তাদের ভাষায় এই সিস্টেম কোনভাবে পরিবর্তন হবার নয় তো দিন যতদিন না এই মানষীকতা পরিবর্তন না হয়।
২| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
অচেনাআমি বলেছেন: ভাই আপনার সাথে আমিও একমত খুব মানসিক অশান্তিতে আছি।
৩| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
ঢাকাবাসী বলেছেন: খুব দুঃখ পেলুম আপনাদের দুজনার কথা পড়ে। আশা করি অবস্হার উন্নতি হবে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৮
আঁধার রাত বলেছেন: সে আর বলতে ভাই। জীবন শেষ। আমি ডাটা সেন্টারে বসে যা করি বন্ধুরাও তা করে। বন্ধুরা পাই ষাট পঁয়ষট্টি আর আমার সংসারই চলে না। রাতে ডিউটি করতে হয়, গাড়ী নাই, ট্রান্সপোট বিল নাই, নাইট এলাউন্স নাই অথচ আমার যদি জেনারেল টাইমে ডিউটি থাকত তবে আমাকে অন্তত পকেটের পয়সায় অফিস আসতে হত না, ষ্টাফ বাসে আসতাম।
সব বাবা মার জন্য, এত করে বললাম সরকারী ব্যাংকের বেতনের টাকা নিয়ে বাজারে গেলে কি ২০ টাকা কেজী মিনিকেট চাল পাওয়া যায়?
তাদের একই কথা তোমার জন্য এই ভাল. . . . . . . . . . . . . .
আমরা প্রতারনার শিকার। চেষ্টায় আছি হলে চলে যাবো। কেন থাকব বলেন? ইহকাল পরকাল কোনটাই নাই এই খানে।