![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা মজার কাহিনী শেয়ার করি...
গত পহেলা বৈশাখের আগের বৈশাখে সকালবেলা এক ফ্রেন্ড ফোন দিলো। দোস্ত ঝটপট পাঞ্জাবি পরে রেডি হয়ে নে! আজ আমরা সারা মেলা জুড়ে বাচ্চাদের গালে আলপনা আঁকবো! আমি বললাম সেকিরে...তোকেও শেষমেশ গালে আঁকিবুঁকি করে টাকা কামানোর ধান্দায় পেয়ে বসলো?? বন্ধু বললু আরে বলদ না! টাকা নিমু কেন!!? ফ্রিতে আকুম! কথা কম বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। তো রেডি হয়ে দুই বন্ধু আর সাথে এক বড় ভাই মিলে রমনা বটমূলের দিকে হাটা ধরলাম। হাতে রংতুলি আর ট্রে! দোয়েল চত্বরের দিকে এসেই চারদিকে বাচ্চাদের খোঁজ করতে লাগলাম এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়তে শুরু করলাম কিছুক্ষণের মধ্যেই!! আমরা যেই কোন বাচ্চার গালে আলপনা এঁকে দিতে যাই অমনি বাচ্চাদের বাবা কিংবা মা এগিয়ে এসে প্রায় ছোঁ মেরেই বাচ্চাদেরকে আমাদের সামনে থেকে নিয়ে যায়!! সবারই একটাই ভয়... গালে এঁকে দিলে পাছে পকেট থেকে কড়কড়ে কিছু নোট আবার হাতছাড়া হয়ে যায়!!! তো আমরা প্রথম প্রথম ভাবতে লাগলাম যে মানুষ এইরকম অদ্ভুত আচরন করতেছে কেন!! পরে বুঝতে পারলাম যে সবাই পরমেশ্বরকে(টাকা) খোয়াবার ভয়েই আমাদের কাছ থেকে তাদের বাচ্চাদেরকে নিরাপদ দূরত্বে রাখছে! সবাই কোন না কোন একটা ছুতো দিয়ে বাচ্চাদেরকে সরিয়ে নিচ্ছে! কেউ বলছে বাবা আমার বাচ্চার শরীরে এলারজি! কেউ বলতেছে জামা কাপড় নোংরা হয়ে যাবে! আরো নানা রকম অজুহাত! ...বলেনা যে আসল সমস্যা হলো টাকা!!! আর কিছুই না! পরে আমরা যখন সবাইকে বুঝাইতে সক্ষম হলাম যে আমরা নিতান্ত সখের বসে আকাআকি করতে আসছি এবং এর জন্যে আমরা কোন টাকাই নিচ্ছিনা তখনতো পুরা হুলস্থুল লাইগা গেলো! কার আগে কে আঁকাবে গালে প্রতিযোগিতা শুরু!!
বাঙ্গালি মাগনা জিনিস পাইলে কি আর ছাড়ে!!
কোন কোন বাচ্চার মা'তো সরাসরি বলেই ফেললো...বাবা আমার বাবুটার গালে এঁকে দেবার পর আমার গালেও একটা আলপনা এঁকে দিও!
তখন আমরা একগাল মিষ্টি হাসি উপহার দিয়ে বললাম... সর্যি আন্টি!! এটা শুধুমাত্রই বাচ্চাদের জন্যে!
যাই হোক ওইদিন অনেকক্ষণ পর্যন্ত ছোট ছোট বাবুদের গালে আকাবুকি...গাল ধরে টানাটানি আর ফটো তোলার পর একটুকরো মধুর স্মৃতি নিয়ে বাসায় ফিরে এসেছিলাম!
এখন পর্যন্ত ওই পহেলা বৈশাখটাই আমার জীবনে কাটানো সেরা পহেলা বৈশাখ।
©somewhere in net ltd.