নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃত্যের পথচারী

জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম... আজ মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি! -নির্মলেন্দু গুণ

নিভৃত্যের পথচারী › বিস্তারিত পোস্টঃ

"নক্ষত্রের রাতে"

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮

আমি কখনোই কারো মনের পদ্মাসনে বসতে চাইনি



চাইনি আঁকতে কোন মোনালিসাকে আমার মনের আঁচড়ে।



চেয়েছিলাম দূরে থাকতে-



শহরের প্রতিটি ইট, বালুকনা আর যান্ত্রিক বর্বর মানুষগুলোর কাছ থেকে!



চেয়েছিলাম নিজের অস্তিত্বকে বিলীন করে দিতে সবকিছুর উর্ধে!







আস্তাকুঁড়ের পাশে ধুঁকতে থাকা সেই মৃতপ্রায় কুকুরটির সাথে নিজের অস্তিত্বের সাদৃশ্য খুঁজে বেড়াতাম সর্বক্ষণ।



ধুঁকতে থাকা সেই নির্জীব অভিশপ্ত হৃদয়ে



কোন এক বর্ষার পড়ন্ত বিকেলে প্রাণের সঞ্চার হয়েছিলো কিছু মুহূর্তের জন্যে-



এক জোড়া চোখের কিছু মুহূর্তের অপলক দৃষ্টিতে!



সেই স্বাভাবিক চোখের অস্বাভাবিক চাহনীতে সেদিন আমার মস্তিস্কের প্রতিটি নিউরনে সাড়া জেগেছিল!



লব্ধ সেই সাড়া আজও আমার কল্পনার অসাড়তাকে তাড়া করে বেড়ায়।



শিকারী সে চোখদুটোর মাঝে আমি সেদিন খুঁজে পেয়েছিলাম আমার অস্তিত্বের সার্থকতা-



অন্তরের প্রগারতা-



আবেগের উদ্ধত্যতা!



কিন্তু তারপর...



কোথায় কোন পর্দার আড়ালে,দৃষ্টির খেয়ালে হারিয়ে গেলো চোখদুটো।







ভ্রান্ত আমি বিভ্রান্ত মন নিয়ে চারপাশে খুঁজে বেড়াই সেই মানবীর বাস্তব প্রতিবিম্ব!



হন্য হয়ে খুঁজেছি আমি সেই বন্য চোখদুটোকে-



যার মাঝে নিহিত ছিলো আমার সুখের সিন্ধুক!



কিন্তু কোথায় সেই দুটো আততায়ী চোখ?



যা কিনা ক্ষণিকের জন্যে কবর খুঁড়ে বের করে এনেছিল আমার প্রাণহীন হৃদয়টিকে!



বুলিয়েছিল মমতার পরশ...আর তারপর-



নিজেই হারিয়ে গেলো দৃষ্টির আড়ালে।







এখনও ঝকঝকে কোন পূর্ণিমা রাতে



যখন সারা শহর ঘুমিয়ে রয়...



তখন আমি বসে একা নিরালাতে...ছাদের কোনে



তার অস্থির চোখের স্থির চিত্র আঁকবার চেষ্টা করে ব্যর্থ হই!



হায় লিওনার্দো! আমি ব্যর্থ!



তোমার মোনালিসাকে তুমি অবাস্তব জগত থেকে বাস্তবে নিয়ে এলে...



আর আমার মোনালিসা হারিয়ে গেলো বাস্তব থেকে অবাস্তবে!







জানো লিওনার্দো শহরে না কোন জোনাকি পোকা নেই



যারা কিনা আমায় সান্তনা দেবে।



সোডিয়াম লাইটের নিচে দাঁড়ানো কালো কুকুরটি যেন আমার সেই কাতরতাকে



বাস্তবে ফুটিয়ে তোলার ব্যঙ্গাত্মক চেষ্টায় প্রবৃত্ত হয় প্রতি রাতে।







গ্রহ থেকে নক্ষত্রে প্রতিটি শুকতারায়



আর অমাবস্যার ঘোলাটে চাঁদে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে আমার মনের নির্বাক হাহাকার।



নাই!নাই! কোথাও সে নাই!



তারারাও যেন আমার শোকে গা ঢাকা দেয়...মিলিয়ে যায় অমাবস্যায়।







আমি গ্রীক বীর আগামেমননের মতো কোন বীর সেনানী নই







যে কিনা ট্রোজানদের চক্রব্যূহ ভেদ করে ছিনিয়ে এনেছিল তার প্রিয় হেলেনকে!



আমি সুকান্তের ক্ষুধার রাজ্যের নিকৃষ্ট এক মানব!



পাতাল ফুঁড়ে বা আকাশ ছুঁয়ে...



তাকে খুঁজে বের করার সাধ্য ও সামর্থ্য কোনটিই যে আমার নেই।







তবুও আজও এই আমি অপেক্ষায় রয়েছি তার।



বিশ্বাস আমার- খুঁজে তাকে আমি পাবোই!



হয়তবা খরস্রোতা নদীর এপারে নতুবা ওপারে-



সকল ঘৃণা, বিতৃষ্ণা আর বর্বরতার আড়ালে-



তারাদের মেলায় অথবা কোন এক নক্ষত্রের রাতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.