নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ ! এতটাই সাধারণ যে সাধারণ বললেও ভুল হবে !ভালবাসি ভূত !

মুহাম্মদ হাসিব

আমি খুবই সাধারণ ! এতটাই সাধারণ

মুহাম্মদ হাসিব › বিস্তারিত পোস্টঃ

আজ নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম দিন,

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

আজ ২৩শে জানুয়ারী আযাদ হিন্দ ফৌজ এর সর্বাধিনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম দিন,১৮৯৭ সনের ২৩শে জানুয়ারী তিনি জন্ম গ্রহন করেন,

তিনি নেতাজি নামে সমধিক পরিচিত,
নেতাজী সুভাষচন্দ্র বসু, পরপর দুইবার ভারতীয়
জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।

১৯৪২ সনে সিংগাপুরে আযাদ হিন্দ ফৌজ গঠিত হয়। ১৯৪৩ সনে নেতাজী সুভাষ বসু একে পূনর্গঠিত করেন এবং "আর্জি হুকুমতে আযাদ হিন্দ" (স্বাধীন হিন্দুস্তানী অর্ন্তবর্তিকালীন সরকার) ঘোষণা করেন। তিনি জার্মানী ও জাপানের সামরিক সহযোগীতা নিয়ে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বৃটিশ সেনাবাহিনীকে পরাজিত করে উপমহাদেশ কে স্বাধীণ করার মরণপণ লড়াইয়ে লিপ্ত হন।

তিনি বৃটিশের ঘৃণ্য "ডিভাইড এন্ড রুল" কুট কৌশলকে পরাজিত করে বৃটিশ সেনাবাহিনী পরিত্যাগকারী হিন্দু ও মুসলমান অফিসার ও সৈন্যদের আযাদ হিন্দ ফৌজে সমবেত করেন এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তার দ্বায়িত্বে নিয়জিত ব্রিগেডের প্রধাণ করেন কর্ণেল আকবর কে।

ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার জন্য, নেতাজী সুভাষচন্দ্র বসুর ভূমিকা অন্যতম এবং উল্লেখযোগ্য।

১৯৪৫ সালের ১৮ অগস্ট
তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায়
তাঁর মৃত্যু হয়। তবে তাঁর এই তথাকথিত
দুর্ঘটনা ও মৃত্যুর নিয়ে অনেক বিরুদ্ধে বিদ্যমান।
আমরা তাহাকে গভীরভাবে স্মরণ করি

From - Mohammad hasib

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১২

আলম 1 বলেছেন: নেতাজি সুভাষ চন্দ্র বসু ১৯৪১ সালে বাহাদুর শাহের সমাধিতে ফুল দিয়েই ‘দিল্লি চলো’ প্রচারণা শুরু করেছিলেন। পরবর্তীকালে তাঁর আজাদ হিন্দ ফৌজ মিয়ানমার পার হয়ে পূর্ব ভারতের ইম্ফল পর্যন্ত দখল করে নিয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.