নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বিষয়ে অনেক কিছু বলতে পারব হয়তো... কিন্তু নিজের ব্যাপারে কিছু বলতে গেলেই মুখে কিছু আসে না... টাইপ ও কিছু করতে পারি না... -_-

অশান্ত কাব্য

শুভ... ভাল্লাগে গল্প করতে আর রিকশায় ঘুরতে.... ব্লগিং অন্যতম সখ... সেই উদ্দেশেই এ প্রচেষ্টা...জটিলতা সবার জীবনেই থাকে... তবুও সেগুলো পাড়ি দিয়ে এক চিলতে সুখের সন্ধানে ঘুরে বেড়াই...

অশান্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা সেরা ৩ মুভির মধ্যে একটা... “ War Horse”

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১





গতকাল রাতে দেখলাম ওয়ার হর্স ছবিটি । এক কথায় অসাধারণ । আমি আমার এই পর্যন্ত দেখা ছবিগুলর মধ্যে সেরা ৩ এ রাখব একে । স্টিভেন স্পিলবার্গ এর এক অসাধারণ কীর্তি । ১৪৬ মিনিটের মুভিটাতে এতটাই আবেগ আর অনুভূতি দেয়া আছে যে কিছু কিছু সিন চোখ ভিজিয়ে দেয় ।







সিনেমাটি আসলে পুরনো দিনের একটা ইংল্যান্ডের গ্রামের এক কিশোর আর তার তাগরা ঘোড়া নিয়ে রচিত । ১৯১২ সালে আলবার্ট ন্যারাকট নামের এক কিশর বালক একটি সুন্দর ঘোড়া জন্ম নিতে দেখে । তার চোখের সামনেই ঘোড়াটি বড় হয় । একসময় ঘোড়াটিকে বিক্রি করার জন্যে নিলামে তোলা হয় । আলবার্টের বাবা টেড ঘোড়াটিকে দেখেই তাকে কিনার জন্যে উন্নুখ হয়ে থাকেন । শেষ পর্যন্ত তিনি ৩০ গিনির বিনিময়ে ঘোড়াটিকে কিনে নেন । কিন্তু এই ঘটনা তার জমিদারকে বেশ বিরক্ত করে । কেননা তিনি ঘোড়াটিকে কিনেন নিলামে সেই জমিদারকে হারিয়ে । তিনি হুমকি দেন যে খাজনা না পেলে জমি আর সেই ঘোড়া তিনি নিয়ে নেবেন । তার এই ঘোড়াটিকে কিনার উদ্দেশ্য ছিল জমি চাষ করা । কিন্তু ঘোড়াটি এর জন্যে তৈরি ছিল না । উত্তেজিত টেড ঘোড়াটিকে মারতে চাইলে বাঁধা দেয় আলবার্ট । সে ঘোড়াটিকে ট্রেইন করার দায়িত্ব নেয় , ঘোড়াটির নাম দেয় সে জয়ই ।



আলবার্ট জয়ইকে ভালভাবে ট্রেইন করে । তারা পাথুরে জমি চাষ ও করে । পাড়া প্রতিবেশী আর তার ল্যান্ডলরড অবাক নয়নে তা দেখে । কিন্তু এক ঝড়ে সব ফসল নষ্ট হয়ে যায় । তখন প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কাল । বাধ্য হয়ে টেড তখন জয়ইকে কাভালরি অফিসার জেমস নিকলাসের কাছে বিক্রি করে দেন । আলবার্ট অফিসারের কাছে ঘোড়াটি ফিরিয়ে দেয়ার জন্যে ভিক্ষা চায় । কিন্তু নিকলাস শুধুমাত্র এই প্রতিজ্ঞা করেন যে তিনি জয়ই এর ভাল খেলা রাখবেন এবং যদি তিনি বেচে থাকেন তাহলে তাকে ফিরিয়েও দেবেন । তখন আলবার্ট নিজেও যুদ্ধে যোগ দিতে চায় কিন্তু তার বয়স উপযুক্ত ছিল না । তারা চলে যাবার আগে সে তার বাবার পেনেন্ট জয়ই এর ব্রিডলে লাগিয়ে দেয় ।



যুদ্ধ শুরু হয় । কিন্তু যুদ্ধে মারা যান নিকলাস । কিন্তু জয়ই শত্রু সেনার হাতে ধরা পড়ে । সেখানে দেখা হয় দুই ভাই মাইকেল আর গান্থারের সাথে । কিন্তু ১৪ বছরের মাইকেল যুদ্ধে যাবার জন্যে সিলেক্টেড হলেও গান্থার হয় না । গান্থার ছোট ভাইকে বুঝাতে চেষ্টা করে কিন্তু ব্যার্থ হয় । তখন গান্থার জয়ই আর আরেক ঘোড়া টপথরনকে নিয়ে তার ছোট ভাইকে নিয়ে পালিয়ে যায় । শেষ পর্যন্ত তারা ধরা পড়ে এবং তাদের মেরে ফেলা হয় । সেখান থেকে ঘোড়াদুটিকে পায় এমিলি নামের এক ফেঞ্চ অনাথ বালিকা যে তার দাদার সাথে থাকে । তার দাদা তাকে ঘোড়ায় চরতে মানা করত । কিন্তু এমিলি নাছোড়বান্দা । শেষ পর্যন্ত দাদা রাজি হয়, যা ছিল একটা বড় ভুল । তারা জার্মান সৈনিকদের হাতে ধরা পড়ে । শেষ পর্যন্ত তারা জয়ই আর টপথরনকে আর্টিলারি টানতে ব্যবহার করে । ১ বছরে টপথরন মারা যায় । ১৯১৮ সালে আলবার্ট যুদ্ধে যোগ দেয় । অনেক ঘটনার পর অসাধারণ এক ক্লাইমেক্সের মাধ্যমে দেখা হয় জয়ই আর আলবার্টের । কিন্তু যুদ্ধ শেষে নিয়ম অনুযায়ী জয়ইকে নিলামে তোলা হয় । সব সৈন্যরা চাঁদা তুলে আলবার্টকে দেয় তাকে কিনার জন্যে । কিন্তু শেষ পর্যন্ত এমিলির দাদা এসে কিনে নেন । এমিলি আর নেই । তাই তিনি তার সবকিছুর বিনিময়ে কিনতে প্রতিজ্ঞ ছিলেন জয়ইকে । শেষ পর্যন্ত অনেক হৃদয়স্পর্শী ঘটনার মাধ্যমে তিনি জয়ইকে আলবার্টের হাতে তুলে দেন ।



শেষ পর্যায়ে আলবার্টকে দেখা যায় গোধূলি লগনে জয়ইকে সাথে নিয়ে ঘরে ফিরতে । গোধূলি লগনের আল আধারের খেলা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে এই মুভিতে । যদি সময় পান মুভিটা আশা করি দেখবেন । খারাপ লাগবে না শিওর । আর দেখে থাকলে কেমন লাগলো জানাবেন ।



মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

মাহবুব আলম চৌধুরী বলেছেন: রিভিউটা পড়ে ভাল লাগলো। আশা করি অতি শীঘ্রই মুভিটা দেখব।।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

অশান্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ভাই । ভাল লাগবে আশা করি । :)

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

মাজহারুল হুসাইন বলেছেন: আমারও মুভিটা দেখে ভাল লেগেছিল ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

অশান্ত কাব্য বলেছেন: আসলেই । মারাত্তক জোস মুভি । :)

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

লক্ষ্যহীন বলেছেন: সুন্দর মুভি। বের হবার সাথে সাথেই দেখেছিলাম

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

অশান্ত কাব্য বলেছেন: :) আসলেই সুন্দর । ধন্যবাদ ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

ছোট বাক্স বলেছেন: ++

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

অশান্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ভাই । :)

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫

নতুন বলেছেন: খুব্ই ভাল ছবি


কিন্তু সেরা ৩ এ নেবার মতন? :)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

অশান্ত কাব্য বলেছেন: কি জানি ভাই । আসলে মুভি দেখার সময় টাইমিংটাও কাজ করে। কোনও মন খারাপের মুহূর্তে এইরকম মুভি দেখলে ভাল লাগা মাস্ট ... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.