![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ... ভাল্লাগে গল্প করতে আর রিকশায় ঘুরতে.... ব্লগিং অন্যতম সখ... সেই উদ্দেশেই এ প্রচেষ্টা...জটিলতা সবার জীবনেই থাকে... তবুও সেগুলো পাড়ি দিয়ে এক চিলতে সুখের সন্ধানে ঘুরে বেড়াই...
রচনা ও পরিচালনায় ক্রিস্টোফার নল্যান । আমার মনে হয় আর কিছুই বলার নাই মুভিটা সম্পর্কে । যারা মুভি দেখেন তারা জানেনই নল্যান কেমন পরিচালক । দ্য মোমেনটো ২০০২, দ্য প্রেসটিজ ২০০৬, দ্য ডার্ক নাইট ২০০৮, ইনসেপশন ২০১০ আর সবশেষে তার দ্য ডার্ক নাইট রাইজেস । সবগুলই দর্শক নন্দিত । তবে এই পোস্টটি লিখা তার দ্য প্রেসটিজ ২০০৬ মুভিটা নিয়ে । গতকাল সারারাত জেগে দেখা মুভি । মুভিটা দেখার পর যে কারওরি তার প্রতি শ্রদ্ধা বেরে যাবে ।
প্রায় ৪০,০০০,০০০ ডলারের ১৩০ মিনিটের এই মুভিটি বক্স অফিসে আয় করে ১০৯,৬৭৬,৩১১ ডলার । এতে অভিনয় করেছেন হিউ জ্যাকমান , ক্রিস্টিয়ান বেল , মাইকেল কেইন , স্কারলেট জনসন সহ আরও অনেকে । বুঝাই যাচ্ছে সেলিব্রিটি ভরা একটা মুভি । বাজে হবার চান্সই থাকে না ।
নল্যান পুরো মুভিটাকে তিনটি স্লটে ভাগ করে বলে জানা যায় । “The Pledge” (মুভির প্রথমভাগ) , “The Turn”(মুভির দ্বিতীয়ার্ধ), এবং “The Prestige” (মুভির শেষ ১০ মিনিট) । এবং মুভিটার কাহিনী বিন্যাসও এইরকম । ম্যাজিক নিয়ে লিখা । যার প্রথমভাগে থাকবে দা প্লেজ, এরপরে যথাক্রমে টার্ন এবং লাস্টে প্রেস্টিজ ।
এবার আসি একটু প্লটের কথা নিয়ে । মুভির প্রথমভাগে দেখা যায় ম্যাজিশিয়ান আলফ্রেড বরডন রবার্ট এঞ্জিয়ারকে হত্যার দোষে ফাঁসির শাস্তির রায় হয় । যারা উভয়ে ম্যাজিশিয়ান মিলটনের ছাত্র ছিল । এঞ্জিয়ারের স্ত্রি জুলিয়া একটি ওয়াটার সেল ম্যাজিক দেখাতে গিয়ে ডুবে মারা যান । যার জন্যে এঞ্জিয়ার দোষী করে বরডনকে, কারন সে নিজেই জানে না সে ঠিকমত জুলিয়ার হাতে রশি বেধেছিল কি না । ঘটনার পালাক্রমে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে । তারা ধিরে ধীরে জনপ্রিয় ম্যাজিশিয়ান হয় । বরডন বিয়ে করে সারাহকে । সে নতুন একটি ট্রিক বের করে । “বুলেট ক্যাচ” । কিন্তু এঞ্জিয়ার এসে তা বানচাল করে । সে বরডনকে গুলি করে হাতে । যার মাধ্যমে বরডন তার দুইটি আগুল হারায় । এদিকে বরডনও এঞ্জিয়ারের বার্ড কেজ অ্যাক্ট নষ্ট করে । সাথে নষ্ট করে এঞ্জিয়ারের রেপুটেশন । পুরো মুভির শেষ ভাগে না যাওয়া পর্যন্ত আসলে বুঝাই যায় না যে কে আসল ভিলেন , আর কেই বা হিরো ।
বরডন আরেকটি ট্রিক বের করে... The Transported Man, যার মাধ্যমে সে একটা দরজা দিয়ে ঢুকে আর সাথে সাথেই অপরপাশের দরজা দিয়ে বেরহয় । আঞ্জিয়ার তার সহযোগীকে পাঠায় বরডনের ট্রিক জানতে । কিন্তু তার সহযোগী করে উলটো কাজ । সে বরডনের আদেশে তার ডাইরি এঞ্জিয়ারকে দেয় ,যেটা আসলে ছিল সুপরিকল্পিত । এঞ্জিয়ার ডাইরি অনুযায়ী সে যায় আমেরিকায়, টেসলার কাছে । একসময় এঞ্জিয়ার বুঝতে পারে তাকে বোকা বানানর জন্যে আসলে লিখা হয়েছে এই ডাইরি । এইদিকে টেসলা তাকে যে মেশিন দেয় টাও কাজ করে না । বরং একটি মানুষের মতই একটু দূরে আরেকটি মানুষ তৈরি করে ।
এঞ্জিয়ার তা দিয়েই শুরু করে The Transported Man। মেশিনটা তাকে ভ্যানিস করে দেয় আর নিয় যায় হলের পিছনে। কিন্তু আসলে যা হয় তা হল মেশিনটি একটি ডুপলিকেট তৈরি করে । যে মেশিনের নিচে থাকে সে স্টেজের নিচে থাকা পানির ট্যাঙ্কে পরে মারা যায় । যা প্রত্যেকদিন গোপনে নষ্ট করা হয় । বরডন একদিন ব্যাকস্টেজে লুকিয়ে আসার পর এঞ্জিয়ারকে ডুবতে দেখে । সে বাঁচাতে চায়, কিন্তু শেষ পর্যন্ত এঞ্জিয়ারকে মারার দোষে দোষী হয় সে । শেষ দিকের দৃশ্যগুলো থাকে সবথেকে অসাধারণ । আমি সেইগুলো বলতে চাচ্ছি না । তাহলে যারা দেখেননি তারা দেখার আসল মজাটা হয়তো আর পাবেন না । একটাই শুধু অনুরোধ থাকবে মুভিটি না দেখলে অবশ্যই দেখবেন ।
আমার দেখা সেরা মুভিগুলোর একটি থাকবে এই দা প্রেস্টিজ ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
অশান্ত কাব্য বলেছেন: আসলেই । আমার কাছে অনেকদিন ধরেই ছিল । কিন্তু সময় হয় না দেখে দেখা হয় নাই । আসলেই অসাম।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
wrongbaaz বলেছেন: অসাম জিনিস, অসাম টুইস্ট ..........
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
অশান্ত কাব্য বলেছেন: অসাম মানে পুরাই অসাম । পুরা মুভিতে খুজতেসিলাম কে ভিলেন আর কে হিরো ।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার দেখা ওয়ান অফ দ্যা বেস্টস ||
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
অশান্ত কাব্য বলেছেন: আমারও ।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
শহুরে মানুষ বলেছেন: ামার দেখা সেরা মুভি গুলার াকটা .।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
অশান্ত কাব্য বলেছেন: আমারও ।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
ভবঘুরে তানিম বলেছেন: কিছুদিন আগে দেখলাম মুভিটি........আসলেই দারুণ মুভি......।There are 3 parts of a magic....dialogue ta....খুব ভাল লাগছে........
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
অশান্ত কাব্য বলেছেন: আসলেই । ঐ পার্টটা দুইবার দেখায় । শেষাংশে দেখান হয় পুরো মুভিটা সম্পর্কে । অসাধারণ কন্সেপ্ট ।
৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
তামিম ইবনে আমান বলেছেন: টুইস্ট বইলা দিসেন। মুভি রিভিউ তে টুইস্ট বলা উচিত না। যারা দেখে নাই তারা দেখে মজা পাবে না। স্পয়লার এলার্ট দিতে পারতেন।
২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩
অশান্ত কাব্য বলেছেন: Extremely Sorry তামিম ভাই । মুভি রিভিউতে একেবারে নব । রিয়েলই সরি । পরেরবার থেকে এই কথা মনে থাকবে ।
৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
বটবৃক্ষ~ বলেছেন: হুম দারুন একটা ছবি আসলেই...
ম্যাজিকের জন্যে দুইজনের ডেডিকেশনটা চরম!!
২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪
অশান্ত কাব্য বলেছেন: Exactly .
৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: চমৎকার লিখসেন !!
+++++++++++++
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
অশান্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
লিন্কিন পার্ক বলেছেন: মাস্ট সি মুভি