নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসনাত মোস্তফা

আমি একজন বাঙালি সেটাই আমার সবচেয়ে বড় পরিচয় ।।

হাসনাত মোস্তফা › বিস্তারিত পোস্টঃ

আমরা কি আসলেই স্বাধীন?

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৮

২৬ শে মার্চ স্বাধীনতা দিবস বাঙ্গালির অস্তিত্বের অনেক বড় একটি অংশ হলেও নিজের জন্মদিন হিসেবে আমার কাছে এর গুরুত্ব আরও অনেক বেশি। নিজের এবং দেশের জন্মদিন এক সাথেই পালন করি ।।



আমরা কি আসলেই স্বাধীন?

২৬ শে মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস। বাংলাদেশ আজ তার শৈশব – কৈশর- যৌবন পেরিয়ে মাঝ বয়সে চলে এসেছে। কিন্তু স্বাধীনতার ৪৪ বছর পরও আজ যখন জাতীয় জীবনের চাওয়া পাওয়ার হিসাব মিলাতে যায় তখন পাওয়ার তৃপ্তির চেয়ে না পাওয়ার ঝঙ্কারই বেশি বাজে।

৭১ এর অবস্থা আর বর্তমান অবস্থা পর্যালোচনা করলে কি দেখি আমরা। ৭১ এ পাক হানাদার বাহিনীরা ঘুমন্ত মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে , এখন কি বাস - ট্রেনে গুমন্ত মানুষের উপর নির্বিচারে বোমা চলে না । ৭০ এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও কি জনগণের নির্বাচিতদের কি সবকার গঠন করতে দেয়া হয়েছিল , বর্তমান সরকার কি জনগনের অংশগ্রহণ মূলক ভোট গ্রহণ করতে পারছে । সরকারি চাকরি কিংবা অন্যান্য পেশায় বাঙালি ছিল পদেপদে অবহেলিত , এখন চাকরিতে কি শুধু মেধার বলে সুযোগ পাওয়া যায় । বিন্দুমাত্র বাক স্বাধীনতা ছিল না , বাক স্বাধীনতাকে এখন করা হচ্ছে পদেপদে শৃংখলিত। বাঙালিদের নূন্যতম নাগরিক সুবিধা দেওয়া হত না, এখন আমরা পূর্ণাঙ্গ নাগরিক সুবিধা কি পাচ্ছি । বাঙ্গালি আর পাকিস্তানিদের মধ্যে বৈষম্য ছিল আকাশ পাতাল , এখন রাজনৈতিক আর সাধারন মানুষের মধ্যে বৈষম্য কেমন । ৭১ এ সাধারণ মানুষ বাড়ি থেকে ঠিক মত বের হতে পারত না , এখন আমরা কি নির্ভিঘ্নে বের হতে পারছি। পাকিস্তানি সামরিক জান্তা ছিল ক্ষমতান্ধ আর বর্তমান রাজনৈতিক দলগুলো কি দেশের জন্যে রাজনীতি করে । বাঙ্গালিদের জেল – গুম – হত্যা ছিল নিত্যনৈমিত্তিক বিষয় আর এখন এসব প্রতিদিনের পত্রিকার প্রথম পাতার খবর । যখন তুলনা করতে যাই এমন আরও অনেক বিষয়ই সামনে চলে আসে ।

সময় ও পেক্ষাপট বিচারে ৭১ আর বর্তমানের মধ্যে তুলনা চলে না । কিন্তু আমাদের অধিকার আর স্বাধীনতার বিচারে তুলনা চলে। আর তুলনা করলেই বুঝা যায় আমাদের স্বাধীন দেশে বাস করি সত্যি কিন্তু এখনও পুরাপরিভাবে স্বাধীন হতে পারিনি । পরাধীনতা শৃঙ্কল আমাদের ঘিরে রেখেছে চারদিক থেকে।

তাই স্বাধীনতা এই দিনেও হায়দার হোসেনের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইতে ইচ্ছা করে -

“ কি দেখার কথা কি দেখছি ? কি শোনার কথা কি শুনছি? কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি ? তিরিশ (৪৪) বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি । "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.