নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হিসানুর রহমান । ডাকনাম হিসান । জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যায়নরত। লেখালেখি করতে খুব ভালবাসি এটাতে আমি এক প্রকার মত্ততা উপলব্ধি করি।

হিসানুর রহমান

আমি হিসানুর রহমান । জন্ম ও বেড়ে ওঠা মহানগরী ঢাকায়। বর্তমানে একাদশ শ্রেনীর ছাত্র । লেখালেখি করতে খুব ভালোবাসি ।

হিসানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা টাকে আগে বুঝুন ....!

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

যে জাতি মুক্ত থাকার মর্ম সম্মন্ধে অজ্ঞ,
সে জাতির স্বাধীন হবার অধিকার নেই...
একেবারেই নেই, আর আমার দিক থেকে আমার মস্তকের পেছনের অংশের নির্দেশানুযায়ী আমি এটাই বুঝি......
.
আমরা বাঙালি জাতি । আলস্যপরায়তা আমাদের প্রতিটি শিরায় বসবাস করে এমনকি প্রতিটি কোষেও তার বসবাস এবং মিশে আছে আমাদের হিমোগ্লোবিনেও....
.
আমরা বিনা পরিশ্রমে কিছু পেতে সর্বদা উদগ্রীব ছিলাম এখনো আছি এবং আমার অবজারভেশন পাওয়ার অনুযায়ী ভবিষ্যতেও থাকব ।
.
বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে ৭১' এ,
আমরা মুক্ত, শিকলবিহীন এক জাতি হিসেবে বিশ্ব মাঝারে পরিচয় পাই ৭১' এর ১৬ ই ডিসেম্বর ।
.
মাত্র ৯ মাস যুদ্ধের পরেই আমরা পেয়েছি এ সোনার হরিণ স্বাধীনতার স্পর্শ ; যা বিশ্ব ইতিহাসে বিরল । এত কম সময়ে কোন জাতি স্বাধীনতা পেয়েছে এমন কোন নিদর্শন পৃথিবীর ইতিহাসে নেই ।
.
পৃথিবীতে এমন অসংখ্য দেশ আছে বছরের পর বছর ধরে যুদ্ধ করে আসছে শুধু একটি আশায় মুক্ত বাতাসে শ্বাস নেবার সেই দিনটা তারা দেখবে বলে , কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তারা এখনো ফলাফল পায়নি ।
.
বিধাতা হয়ত জানে আমাদের আলস্যপরায়নতা সম্পর্কে তাই হয়ত আমাদের আমাদেরকে করেছেন সাহায্য, এত দ্রুত স্বাধীন হবার স্বাদ উপভোগ করতে দিয়েছেন। ।
.
আর আমরা কি করছি ????
.
স্বাধীনতা জিনিসটাকে অতি তুচ্ছ করে দেখছি মূল্যহীন কাল্পনিক রুপকথা বলে ভাবছি.....
.
কথায় আছে, "পাঁলের আগের গরু যেদিকে হাঁটে পিছনের গুলিও সেই পথই অবলম্বন করে "
আমাদের অবস্হাটা হয়েছে তাই....
এখনো অনেক বয়স্ক বা বয়স্কা লোকের কাছে যদি বলা হয় স্বাধীনতার ব্যপারে একটু বর্ননা করতে তিনি প্রথমেই বলবেন
, " কি ওই গন্ডগোলের বছরের কথা??? "
.
হাউ ফানি ইজ ইট ...?????
.
একটা স্বাধীনতা যুদ্ধ যেখানে ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছেন, দু' লক্ষ নারী হারিয়েছেন তার শ্রেষ্ঠ সম্পদ তার ইজ্জত ।
.
সেই স্বাধীনতা যুদ্ধটাকে তারা আখ্যায়িত করছেন শুধুমাত্র গন্ডগোল বলেই.....
.
তিনি কি করেই বা বুঝবেন তিনি তো নিশ্চয়ই ও সময় দেশ নয় ভেবেছিলেন আপন প্রান নিয়ে ছুটেছেন পালিয়ে ভিনদেশে শরনার্থী হিসেবে....
.
স্বাধীনতার মর্ম বোঝে সেই ব্যক্তি যিনি চলেছেন মুত্যুকে বুক পকেটে পুরে প্রানটাকে রেখেছে ঠোঁটের আগায় আর এখন কাটাচ্ছেন মানবেতর জীবন ;
বাস করছেন কোন বস্তিতে অথবা বাঁশ আর নাইলনের দঁড়িতে তৈরি পলিথিনে আবৃত কোন কুঁড়ে ঘরের মধ্যে ।
.
এই হচ্ছে আসল দেশপ্রেমী, স্বাধীনচেতা, মুক্তিযোদ্ধার পরিস্হিতি....
.
বুঝত, সবাইই বুঝত স্বাধীনতা কি,,,?
কি তার মূল্যমান ?
কতটা তার মর্ম???
এসবই বুঝত....
যদি,
প্রতিটি ঘরে বাস করত একজন আসল মুক্তিযোদ্ধা কিংবা একজন ধর্ষিতা তবেই বুঝত স্বাধীনতা...!
.
"স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন "
কথাটা সর্বজন দ্বারা জ্ঞাত নিশ্চয়ই ।
.
আজ আমরা আবার পরাধীনতার শিকলে বন্দি হবার পথে আবার হতে চলেছে আমাদের নিঃশ্বাসের উপর অন্যের অধিকার ।
.
এর প্রধান কারন আমাদের স্বাধীনতা সম্পর্কে অজ্ঞতা !
.
আমরা তো বুঝিই না স্বাধীনতা কি ! তাই সেটাকে রক্ষার্থে আমাদের চেষ্টার কোঠাও শূন্য ।
.
জাতির উদ্দেশ্যে আজ বলছি, ঝেঁড়ে ফেলুন আপনার মস্তক থেকে নির্বোধিতার চাঁদর,
উন্মুক্ত করুন আপনার জ্ঞানশক্তি....
উপলব্ধি করুন স্বাধীনতাটাকে ভোগ করুন তার আস্বাদ...
.
তবেই স্বাধীনতা রক্ষার্থে আপনার বোধ জাগরিত হবে....
.
দেশের মাটি হবে পূর্নাঙ্গ পবিত্র আর কীট-পতঙ্গ বিহীন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.