![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিসানুর রহমান । জন্ম ও বেড়ে ওঠা মহানগরী ঢাকায়। বর্তমানে একাদশ শ্রেনীর ছাত্র । লেখালেখি করতে খুব ভালোবাসি ।
মাঝরাত পার হচ্ছে
তবু চোখ মোর অনাবৃত,
কর্নিয়া মোর ভেদ করেছে এক টুকরো চাঁদের রুপালি আলতো।
আমি এক দৃষ্টিতে অপলক চেয়ে আলো টুকরোর পানে,
ভাবছি আমি কি বা কে
আর খুঁজছি জীবনের মানে।
স্মৃতিগুলো যন্ত্রনা হয়ে
ঘুরছে আমার ভেতর,
ভাবছি স্বেচ্ছায় যাব নির্বাসন
আর নেব ধরিত্রী হতে অবসর ।
আবার ইচ্ছে করছে আমি
নত হবনা; নত হবে এই স্বার্থপর ধরনী আমার কাছে,
করব আমি রাজত্ব এই নিখিল বিশ্ব মাঝে ।
ভেঙে না গিয়ে ভাঙব আমি এই পৃথিবী,
দাসত্ব আমার গ্রহন করবে সকল মিথ্যে নিয়তি ।
জীবন আমার প্রশ্নবিদ্ধ
করেছে এই বিবেক,
আমি মুখের উপর দেব জবাব
হবে সবাই অবাক।
আমি সৃষ্টির সেরা জীব আমি কেন নত হব,
আমি দূর্জয় আমি দূর্বার
আমি সব পদদলিত করব।
©somewhere in net ltd.