নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হিসানুর রহমান । ডাকনাম হিসান । জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যায়নরত। লেখালেখি করতে খুব ভালবাসি এটাতে আমি এক প্রকার মত্ততা উপলব্ধি করি।

হিসানুর রহমান

আমি হিসানুর রহমান । জন্ম ও বেড়ে ওঠা মহানগরী ঢাকায়। বর্তমানে একাদশ শ্রেনীর ছাত্র । লেখালেখি করতে খুব ভালোবাসি ।

হিসানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

গণ্ডীবদ্ধ চিন্তা হতে বাহির হন....

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

আশেপাশে ডানে বায়ে যেখানেই তাকাই লেখকের অভাব নেই ওহ সরি একটু ভুল বললাম প্রেমিকপুরুষের অভাব নেই ....
.
সাম্প্রতিক পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক গনমাধ্যম ফেসবুক যেখানে অগনিত লেখকের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই প্রতিনিয়ত শুধু নিউজফিড ঘাটলেই এছাড়াও টুইটার,ব্লগ,লেখালেখির নামিদামি সব ওয়েবসাইট যেখানেই যাই দেখি কবি আর তাদের সেইসব কবিদের প্রেম প্রতিভার প্রতিচ্ছবি....
. এগুলো দেখলে মনে হয় সৃষ্টিকর্তা তাদের মস্তিষ্কে শুধু প্রেম সফটওয়্যারটাই সেট আপ দিয়েছেন ...
.
একজন নব্বই পার করা প্রৌঢ় যখন এ বয়সে এসে দৈহিক প্রেমের কবিতা লেখায় নিমগ্ন থাকে তাও ষোড়শী কোন রমনীকে সেটা নিয়ে মন্তব্য করার ব্যপারটা আমি পাঠকের উপর ছাড়লাম ...!
.
প্রেম ভালবাসা জীবনের একটা অংশ অবশ্যই সেটা আসতে পারে জীবনের কোন এক সময়ে তবে সারাজীবন শুধু সেটা নিয়েই গবেষনা করা তো কোন বুদ্ধিমানের কাজ হতে পারেনা ....
.
নজরুলের যৌবনচেতনার উৎসাহ ছিল নারী , জীবনানন্দের বনলতা সেনের কথা আমরা কে না জানি , আবার রবি ঠাকুর ও কিন্তু ছিলেন প্রেমের পূজারী ....
.
ইতিহাস ঘাটলে প্রতি মহামানবের জীবনেই প্রেমের ইতিহাস পাওয়া যাবে তবে তারা কি সারাজীবন প্রেমের সাধনায় কাটিয়েছেন নাকি ....
.
বর্তমান তরুন সমাজ তো রোমাঞ্চ বলতে ব্যাকুল যেখানেই কোন রোমাঞ্চকর কাহিনি দেখে সেখানেই ঘাপটি বাধে ....
.
বর্তমান সময়ের সবচেয়ে সাড়া সাজানো লেখকদের জীবনের সব লেখাগুলো পারলে গবেষনা করে দেখবেন বলতে গেলে সবই প্রেম কাহিনি দিয়ে গড়া আমি এনাদের লেখক মানিনা ...
কারন দুটো :
১. এনারা অর্থচিন্তায় মত্ত হয়ে কলম ধরেছেন !
২. এনাদের লেখা পড়ে আমাদের বাস্তবজীবনে কোন সুফল আসবে না !
.
বর্তমান পাঠক সমাজ তো অন্ধ তারা চায় শুধু প্রেমকাহিনি আর সেগুলো পড়ে ভাসতে চায় ফ্যান্টাসি তে এজন্যই দেশ জাতির অগ্রগতি এতটা পশ্চাৎপদ হয়ে আছে বাস্তবসম্মত লেখা পড়তে পাঠক সমাজ সম্পূর্ন নারাজ যে লেখাটা তাদের বাস্তবতাকে সাড়া জাগাতে পারে তার মোকাবেলা করতে দ্বিমুখীভাব পোষন করে তারা কারন তাহলে তাদের দেখা হয়ে যাবে বিবেকের সাথে আর বিবেক তাকে করবে প্রশ্নবিদ্ধ .....
.
তাই সেই নব প্রেম সাহিত্যিকদের লেখা অখাদ্যগুলোই তারা অন্ধমোহে পড়ে গিলে খায় গ্রোগাসে ...
. পৃথিবী ইতিহাসটাতে একটু নজর আওড়ে দেখবেন যত বাস্তববাদী সত্যব্রত কবি সাহিত্যিক ছিলেন তাদের বেশির ভাগই খুব মানবেতর জীবনযাপন করেছেন এমনটাও হয়েছে অনাহারে বরন করেছেন মৃত্যু ...
.
আমি এদেরকে মানি সফল কবি যারা লিখতে শুধু মানবের তরে...
.
আমি বিশ্বাস করি প্রতিটি লেখক একটা জ্বলন্ত দাবানল অসীম প্রতিভার অধিকারী ....
.
তাই আপনার চিন্তাটাকে গন্ডীবদ্ধ করে রাখবেন না পৃথিবী , দেশ , জাতি , বাস্তবতা নিয়ে ভাবুন হয়ত আপনিই হবেন পৃথিবীর কল্যানকর নব কর্মের অগ্রদূত ....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.