![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতির অধ্যায় দিয়ে পদার্থ বিজ্ঞানের সাথে প্রথম পরিচয়। প্রথম দেখাতেই প্রেমের মতই, নবম শ্রেণীর প্রথম থেকেই পদার্থ বিজ্ঞানের প্রতি ভালোবাসার শুরু। গতি, জড়তা, আলো, শব্দ, তরল পদার্থ, তরঙ্গ, তড়িৎ শক্তির অঙ্কগুলো উচ্চমাধ্যমিক পর্যায়ে ভালো লাগায় নতুন মাত্রা যোগ করে। একসময় মনে মনে সিদ্ধান্তও নিলাম ব্যাচেলর ডিগ্রী পদার্থ বিজ্ঞানেই করবো। রাবি, ঢাবি তে পদার্থ বিজ্ঞানের জন্য মেধা তালিকায় স্থান ও নিশ্চিত করলাম কিন্তু ক্যারিয়ারের কথা চিন্তা করে ও পথ মাড়াতে পারলাম না। ফলশ্রুতিতে দূরত্ব ক্রমশ বাড়তে থাকলো। কম্পিউটার বিজ্ঞান ও কৌশলে পড়াকালীন পদার্থ বিজ্ঞানের ২টা কোর্সেও আহামরি কিছু করতে পারিনি।
ফলিত বিজ্ঞানের জয়জয়কারের এই যুগে মৌলিক বিজ্ঞানের প্রতি আমাদের প্রজন্মের বিমাতা সুলভ আচরণ প্রকট আকার ধারণ করেছে। এর বিরূপ প্রভাব ইতিমধ্যে শিক্ষাক্ষেত্রে পড়তে শুরু করেছে। পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিতের মত বিষয়গুলো প্রথমদিকের শিক্ষার্থীদের এখন আর আকৃষ্ট করতে পারছে না। এর প্রধান কারণ ফলিত বিষয় থেকে স্নাতক শেষ করেই চাকুরীর নিশ্চয়তা আর অন্যদিকে মৌলিক বিষয়ে স্নাতক শেষে চাকুরীর অনিশ্চয়তা। এটা সত্য মৌলিক বিষয়ে স্নাতক পরবর্তী স্নাতকোত্তর না করে চাকুরীর চিন্তা করাটাও এক প্রকার পাপ। স্নাতকোত্তর শেষে বেশিরভাগ গ্রাজুয়েট শিক্ষকতা কে পেশা হিসাবে বেছে নিতে বাধ্য হয় উপযুক্ত চাকুরী/গবেষণার সুযোগের অভাবে। শিক্ষকতা,বি সি এস নির্ভর হয়ে পড়ে অধিকাংশই, ক্যারিয়ার শুরু হয় অনেক দেরিতে। আর এগুলোই মৌলিক বিজ্ঞানের প্রতি আমাদের প্রজন্মের আগ্রহ সৃষ্টির প্রধান অন্তরায়।
মৌলিক বিষয়ে স্নাতক করে উচ্চ শিক্ষায়/গবেষনায় নিজেকে নিয়জিত করার হার ও দিনকে দিন কমছে। শিক্ষাজীবন শেষে দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করার তাড়নায় অপেক্ষাকৃত মেধাবীরা পছন্দের তালিকায় রাখছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রিকাল, স্থাপত্য সহ অন্যান্য ফলিত বিষয় গুলিকে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত বিষয়ে মেধা তালিকায় স্থান করতে না পারলে দ্বারস্থ হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের। অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মৌলিক বিষয়ে ভর্তি হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে অপেক্ষমাণ তালিকা থেকে।
আমি নিজের কথায় বলি, পদার্থ বিজ্ঞানের প্রতি ভালোবাসা থাকা শর্তেও কেনো স্নাতকের বিষয় হিসাবে নিতে পারিনি?? এর একটায় কারণ চাকুরীর অনিশ্চয়তা। আমার গার্ডিয়ান, শুভাকাঙ্ক্ষীরা প্রাধান্য দিয়েছেন পেশাজীবনকেই, আর এর ফলেই মৃত্যু হয়েছে আমার ভালোবাসার, আমার স্বপ্নের। আর এটাও সত্য আমাদের মত উন্নয়নশীল দেশে গবেষণা থেকে দ্রুত ফলদায়ক চাকুরীকে গার্ডিয়ানরা প্রাধান্য দিবেন এটাই বাস্তব।
পৃথিবীকে বিজ্ঞানের বিপ্লব শুধু এবং কেবল মাত্র মৌলিক বিজ্ঞানের নিত্যনতুন আবিষ্কার দিয়েই সম্বব। ফলিত বিজ্ঞানের উন্নয়নও যেখানে মৌলিক বিজ্ঞানের উপর নির্ভরশীল সেখানে অবশ্যয় এদিকে সকলের সুদৃষ্টি দিতে হবে। মৌলিক বিজ্ঞানের শিক্ষার্থীদের প্রণোদনা দিতে হবে, সৃষ্টি করতে হবে চাকুরী বাজারের, চালু করতে হবে গবেষণাগার, গবেষণায় বাড়াতে হবে সরকারি ও বেসরকারি বিনিয়োগ। সরকারের উচিত হবে মৌলিক বিজ্ঞানের গবেষণায় শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করা।
আজকের প্রথম আলোর নিবন্ধ দেখে আমার ফ্ল্যাশ ব্যাকটা হলো। সত্যিই উপযুক্ত প্রণোদনা পেলে অজস্র সেলিম শাহরিয়ার তৈরি হবে আমাদের দেশ থেকে। টুপি খোলা অভিবাদন অধ্যাপক সেলিম শাহরিয়ারকে তাঁর দুনিয়া কাঁপানো মহাকর্ষ তরঙ্গ শনাক্ত করার ঘটনায় নেতৃত্ব দেয়ার জন্য।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১
হিজবুল বাহার বলেছেন: সত্যিই আমরা চাকুরী নামক সোনার হরিণের পেছনে ছুটছি অবিরত।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১
বিজন রয় বলেছেন: ভাল বিষয়।
++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০
হিজবুল বাহার বলেছেন: ধন্যবাদ অনুধাবন করার জন্য।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: এই কারণেই অর্থনৈতিক স্থিতিশীলতা আনা দরকার যাতে পেশা জীবন নিয়ে দুশ্চিন্তা না করে প্যাশন নিয়ে এগিয়ে যাওয়া যায়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২
হিজবুল বাহার বলেছেন: সহমত। সাথে সাথে গবেষণায় উৎসাহ দিতে হবে বড়সড় পারিশ্রমিকসহ।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
মুদ্দাকির বলেছেন:
গুরুত্ত্ব সহকারে ভাববার দরকার আছে এই বিষয়টা, দুঃখের কথা আর কি বলব ক্লাস ফাইভে যখন পড়ি ভেবে ছিলাম ম্যাথমেটিসিয়ান হব, কিন্তু আমাদের দেশে এটা এক অবাস্তব টার্গেট ............!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
হিজবুল বাহার বলেছেন: প্রিয় বিষয়টাতে পড়তে না পারা এই ব্যারথতা অধিকাংশেরই।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
পুলহ বলেছেন: "আমার গার্ডিয়ান, শুভাকাঙ্ক্ষীরা প্রাধান্য দিয়েছেন পেশাজীবনকেই, আর এর ফলেই মৃত্যু হয়েছে আমার ভালোবাসার, আমার স্বপ্নের। " - দুঃখজনক হলেও এটাই আসলে এখনকার বাস্তবতা।
প্রার্থনা করি- এমন সিস্টেমে একদিন যেন পরিবর্তন আসে...
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
হিজবুল বাহার বলেছেন: অবশ্যয় প্রার্থনা করি। সুদিন আসুক আমাদের পরবর্তী প্রজন্মের জন্য।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২
শামছুল ইসলাম বলেছেন: আপনার মত আমিও জানাইঃ
//টুপি খোলা অভিবাদন অধ্যাপক সেলিম শাহরিয়ারকে তাঁর দুনিয়া কাঁপানো মহাকর্ষ তরঙ্গ শনাক্ত করার ঘটনায় নেতৃত্ব দেয়ার জন্য।//
ভাল থাকুন। সবসময়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
হিজবুল বাহার বলেছেন: আপনিও ভাল থাকুন। সবসময়।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২১
মৃদুল শ্রাবন বলেছেন: পদার্থ বিজ্ঞান খুবই মজার একটা সবজেক্ট ছিল আমার কাছে। ক্লাসে সবই বুঝতাম এমনকি বাসায় যখন পড়তাম তখনও বুঝতাম কিন্তু পরীক্ষার খাতায় লিখতে গেলে ভুল হয়ে যেত সব।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯
হিজবুল বাহার বলেছেন: আসলেই মজার সাবজেক্ট। ধন্যবাদ।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৪
আহসানের ব্লগ বলেছেন: মাথার উপর দিয়ে গেলো ।
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০২
জয় মন্ডল বলেছেন: ভাল লাগল। পড়ে খুব ভাল লাগল।আরও লিখুন শুভ কামনা রইল।ভাই আমি ব্লগে নতুন। লেখা প্রকাশ করলাম কিন্তু প্রথম পাতায় আসছে না।আসতে কি কিছু দিন অপেক্ষা করতে হয় নাকি কোন দিন প্রথম পাতায় আসবে না।দয়া করে জানিয়ে দিন।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭
দরবেশমুসাফির বলেছেন: ফলিত বিজ্ঞানের জয়জয়কারের এই যুগে মৌলিক বিজ্ঞানের প্রতি আমাদের প্রজন্মের বিমাতা সুলভ আচরণ প্রকট আকার ধারণ করেছে। এর বিরূপ প্রভাব ইতিমধ্যে শিক্ষাক্ষেত্রে পড়তে শুরু করেছে। পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিতের মত বিষয়গুলো প্রথমদিকের শিক্ষার্থীদের এখন আর আকৃষ্ট করতে পারছে না।
শুধু চাকরির জন্য পড়ালেখা করলে এমনই হবে। ব্রিটিশদের কেরানি বানানোর শিক্ষাব্যবস্থার কবল থেকে শত বছর পরেও বের হতে পারি নাই আমরা।