![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব
ভীষণ ক্রোধে হাত মুষ্টিবদ্ধ হয়ে ওঠে , সারা দেহমনে আসে প্রলয়ের কম্পন, সারা বক্ষমন্থন করে আসে অশ্রু (কবি নজরুল) ।
চিন্তার স্বাধীনতা বলতে কী কিছুই অবশিষ্ট থাকবে না ? মুক্তচিন্তার সাথে এত দ্বন্দ্ব কেন? হুমায়ূন আজাদ থেকে ফয়সাল আরেফীন দীপন । আর কত মুক্তচিন্তকের এভাবে আকাশের তাঁরায় পরিণত হওয়া দেখতে হবে? হুমায়ূন আজাদ, অভিজিত , ওয়াশিকুর বাবু --লেখক ছিলেন । শুয়োরের বাচ্চারা আরও এক ধাপ এগিয়ে প্রকাশক দীপনকে পাঠিয়ে দিল না ফেরার দেশে । জেনে রাখ হায়েনার দল অসির চেয়ে মসী শক্তিশালী। কলমের শক্তিকে অস্ত্রে প্রতিরোধ করা যায় না। একেকটা মুক্তচিন্তক একেকটা হাইড্রা । এক মাথা কাটলে সেখান থেকে আরও অনেকগুলো মাথার জন্ম হয়। অস্ত্র আর মৃত্যুর ভয় যত বেশি দেখাবি কলমের শক্তি তত বাড়বে । হুমায়ূন আজাদ, অভিজিতরা আলোকবর্তিকা। তারা পথ দেখিয়ে গিয়েছেন । আলোর পথ কখনো কাঁটা দিয়ে রুদ্ধ করা যাবে না । এ আমাদের দৃঢ় প্রত্যয়।।।।।
©somewhere in net ltd.