নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করেনা বঞ্চনা।।।

আসল পাগল

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব

আসল পাগল › বিস্তারিত পোস্টঃ

কোমর ভাঙার উৎসব

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

আমাদের বাড়িতে অনেকগুলো কাঁঠাল গাছ আছে । প্রতিবছর একটা সময়ে গাছের ছোট ছোট ডালপালাগুলো ছেঁটে দেওয়া হত। এতে গাছে কাঁঠালের ফলন ভালো হত। ডালপালা ছেঁটে দেওয়া নিয়ে একটা গল্প মনে পড়ে গেলো । এক বোকাসোকা ব্যক্তি একদিন গাছের ডালপালা ছেঁটে দেওয়ার জন্য গাছে উঠল । একপর্যায়ে লোকটা যে ডালে বসেছিল সেই ডালটিই কাটা শুরু করল। কিছু সময় পরে যা হবার তাই হলো- লোকটা গাছ থেকে পড়ে কোমর ভেঙ্গে নিল । এক ব্যক্তির কোমর ভাঙলে সেটা হয়তো জাতির উন্নয়নে তেমন প্রভাব ফেলবে না । কিন্তু কোমলমতি শিশুকিশোরদের কোমর ভেঙে দিলে সেটা জাতির কোমর ভাঙারই নামান্তর হবে বলে আমি মনে কর। প্রশ্নপত্র আগেই হাতে পাওয়া , পরীক্ষার কেন্দ্রে কিছু অসাধু শিক্ষকদের অসততা আজ আমাকে লিখতে বাধ্য করল । জানি আমার এ আবগের কোনো মূল্য নেই। যখন দেখি কোমলমতি ছাত্রদের অসততার শিক্ষা দেওয়া হচ্ছে তখন নিজেকে খুব অসহায় মনে হয়। আমি কক্ষ পরিদর্শক হিসেবে সাভারের একটি কেন্দ্রে দায়িত্ব পালন করছি। কিন্তু এখানে যে অভিজ্ঞতা লাভ করছি, আমি মনে প্রাণে প্রার্থনা করি সারাদেশের চিত্র যেন এমন না হয়। পরীক্ষায় দেখাদেখি তো সাধারণ ব্যাপার, এমনও দেখা যাচ্ছে কিছু অসাধু শিক্ষক বহুনির্বাচনি প্রশ্ন সলভ করে শিক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহ করছ। আজ আমার কক্ষে এ ঘটনা ঘটলে আমি প্রতিবাদ করেও কিছু করতে পারিনি।যদিও যে কেন্দ্রে যে বিদ্যালয়ের শিক্ষার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করে সেখানে সে বিদ্যালয়ের শিক্ষক থাকেন না । কিন্তু শেয়ালের মাথায় নাকি ৮০ বস্তা বুদ্ধ। তাই মৌখিক চুক্তিগুলো এমন থাকে- আপনি আমার ছাত্রকে সুযোগ দেবেন, আমি আপনার ছাত্রকে সুযোগ দেব। এটা চলমান জে এস সি পরীক্ষার ঘটনা । আমার প্রশ্ন হলো এতে শিক্ষার্থীরা কী শিখছে? ১৩-১৪ বছর বয়স থেকেই যাদের দুর্ণীতির শিক্ষা আমরা দিচ্ছি তারা ভবষ্যিৎ জীবনে কী দুর্নীতিমুক্ত থাকতে পারব? ছোটবেলার শিক্ষাটাই নাকি মানুষের মনে গেঁথে থাকে । যদি তাই হয় তাহলে এ জাতি যে নিকষ অাঁধাারের দিকে তীব্র গতিতে ধাবিত হচ্ছে হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ অবস্থা থেকে মুক্তির পথ কতদূর?? জাতির কোমর ভাঙার এই মহোৎসব থেকে আমরা কবে মুক্তি পাব???????

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:

লাখ লাখ শিক্ষক ঘুষ দিয়ে চাকুরী যোগাড় করেছে; এরা শিক্ষক নন; এদের অন্য পেশায় চাকুরী দিয়ে সরায়ে দিতে হবে।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

আসল পাগল বলেছেন: কোথায় দিবেন এদের? যেখানে দেওয়া হবে সেখানেই পরিবেশটা এরা দূষিত করে ফেলবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.