নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করেনা বঞ্চনা।।।

আসল পাগল

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব

আসল পাগল › বিস্তারিত পোস্টঃ

গণিতের মজা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

(১) যেকোনো সংখ্যাকে ৫ দিয়ে দিয়ে গুণ করার সহজ উপায়:
যে সংখ্যাকে গুণ করতে হবে তাকে ২ দিয়ে ভাগ করে ১০ দিয়ে গুণ করলেই কেল্লা ফতে।
উদাহরণ: ৪২২ × ৫ = ২১১০
৪২২ কে ২ দিয়ে ভাগ করলে হয় ২১১। এর ডানে ০ দিলে হয় ২১১০.
সুতরাং উত্তর ২১১০



(২) যেকোনো সংখ্যাকে ২৫ দ্বারা গুণের সহজ উপায়:
যে সংখ্যাকে গুণ করতে হবে তাকে ২দিয়ে ভাগ করে ভাগফলকে আবার ২ দিয়ে ভাগ করে ভাগফলের ডানে দুটি শূন্য দিলেই উত্তর পাওয়া যাবে।
উদাহরণ: ৩২৩২ × ২৫ =৮০৮০০
৩২৩২ ভাগ ২ = ১৬১৬
১৬১৬ ভাগ ২ =৮০৮
এবার ৮০৮ এর পরে দুটি শূণ্য দিলেই উত্তর
সুতরাং উত্তর ৮০৮০০


(৩) যেকোনো সংখ্যাকে ১২৫ দিয়ে গুণের সহজ উপায়:
যে সংখ্যাকে গুণ করতে হবে তাকে ৮ দিয়ে ভাগ করে ডানে তিনটি শূণ্য দিলেই উত্তর পাওয়া যাবে।
উদাহরণ: ৩২ × ১২৫= ৪০০০
৩২ কে ৮ দিয়ে ভাগ করলে হয় ৪। এবার ৪ এর পাশে তিনটি শূণ্য দিলেই উত্তর পাওয়া যাবে।
সুতরাং উত্তর ৪০০০।


ধন্যবাদ সবাইকে।।।।।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

কাউন্টার নিশাচর বলেছেন: ৫৬৭১৩২৩২১৫৫৬৪৬৮৪৩২১৭৮৬৩
এবার করেন আপনার সিস্টেম এ ৫ দিয়ে গুন
দেখি কেমন সোজা (ক্যালকুলেটর ব্যবহার করিবেন না)

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

আসল পাগল বলেছেন: ধন্যবাদ নিশাচর ভাই আপনাকে কষ্ট করে পোস্টটি পড়ে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। পোস্টের শিরোনাম ছিল গনিতের মজা । কিন্তু আপনি তো মজাটাই নষ্ট করে দিলেন। আর এটা ছোটখাট সংখ্যার জন্য প্রযোজ্য। ধন্যবাদ

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

আরণ্যক রাখাল বলেছেন: ইন্টারেস্টিং তো!
দেখি চেষ্টা করে কয়েকটা।
মজা সব কিছুর মধ্যেই আছে, সেটা শুধু খুঁজে নিতে হয়।
পোস্টে প্লাস!

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

আসল পাগল বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.