নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বারবার ১/১১!

হুমায়ুন কবীর হুমা

হুমায়ুন কবীর হুমা › বিস্তারিত পোস্টঃ

পিশাচ জেগে উঠছে !

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

পিশাচ জেগে উঠছে !



পিশাচ জেগে উঠছে চারিধারে আজ

প্রাচীন পৃষ্ঠার দুর্বোধ্য ঘুণে ধরা পাতা থেকে

আদিম অস্ত্রের বিভীষিকা নিয়ে সবুজ বাংলা পুড়িয়ে দিতে,

পিশাচ জেগে উঠছে আজ।

সিল-গালা গুদামের শিয়ালের তৈরি নোংরা পথ দিয়ে

ডাস্ট-বিনের তলদেশ হতে,

নর্দমার-ঢাকনা সরিয়ে তেলাপোকার হ্রদপিন্ড নিয়ে

লাখো শহীদের রক্তভেজা বাংলায় পিশাচ জেগে উঠছে।

কবেকার কোন মৃত-আত্মার গা শির-শিরে ভয়ংকর শব্দ কিছু

গুনগুন করে উচ্চারণ করছে;

পোশাকে ঢাকা জীবন্ত-শব কদাকার পিশাচ।

মিলোস,এমেলাকাইটস,কারথেজ, এনাশাজি,পোল্যান্ড-

বুখারা,বসনিয়া,রোয়ান্ডা,আর্মেনিয়া,বাংলার বধ্যভূমি থেকে

ইতিহাস ঘৃণিত পিশাচ সব জড়ো হয়, শহরের বিখ্যাত গেইটে-

দল-বাঁধে,ছড়িয়ে পড়ে; কৃষক শ্রমিক মজুর ছাত্র শিক্ষক-

মুক্ত বিশ্বাসীদের রক্ত চোষার নরক-উৎসবে।

পিলপিল করে পিশাচ আসে ,দখল করে নেয়;

নগর,নগর ভবন,সংসদ,সাংসদ-মন,ব্যাংক-বীমা,বিদ্যালয়,যোগাযোগ

আগ্রাসনে নিভিয়ে দিতে চায়;

মাতৃ-ভাষার চেতনা, শহীদ মিনারের বিশ্বময়ী পবিত্র আলো।

বুড়ো পিশাচের দলে ভিড়ে গেছে ভারসাম্যহীন তরুন-

হতাশা-ক্লান্ত যুবক, আপন পরিচয় ভুলে যাওয়া উদ্ভট সব মুখ,

পিশাচের ছোঁয়াতে ভুলে গেছে তারা পিতা-মাতা-

দেশ-মাটি-স্বাধীনতা, ভুলে গেছে ভবিষ্যৎ প্রজন্ম আর নিজের শিকড়।

গুনগুন করে এক-স্বরে ঘোর-লাগা পিশাচের দল

পরিভ্রমন করছে অলি-গলি,রাজপথ,মাঠ-ময়দান-

শহর-বন্দর, বাংলাদেশ,পুরো পৃথিবী উল্টো পায়ে!

পিশাচের দুর্গন্ধে বিভোর আজ প্রধান রাজনীতি

পিশাচের বন্দনায় মগ্ন আজ প্রগতি-বিদ্বেষী বুদ্ধিজীবী,

পিশাচের অভ্যর্থনায় লাল গালিচা পেতে বসে আছে স্মৃতি-ভ্রম নেত্রী

পিশাচের আগমনে খুশি কায়েমীবাদী-

জিন্দাবাদ ধ্বনি দিয়ে করছে শয়তানি।

পিশাচ জেগে উঠছে;

হাসনাহেনার গন্ধ ছাপিয়ে বাতাসে কূট-গন্ধ,

কাঁচা ঘুম ভেঙ্গে শিশুর চিৎকার

গ্রাম-গঞ্জ-নগরী, মানব-সমাজ আজ স্তব্ধ।

আদিম ভাবনা-আদিম ত্রাস, আদিম সভ্যতার অস্ত্রের ভয়ে

বাংলাদেশ আজ পাখি শূন্য,চেতনা শূন্য,প্রেম শূন্য,গতি শূন্য!

অনেক ভাঙ্গনের পর, অনেক মৃত্যুর পর

অনেক রক্তের বিনিময়ে অর্জিত সভ্যতার সব পথ,

বুকের উষ্ণ রক্ত ফিনকি দিয়ে বেরুনোর

অস্হিরতায় নির্ঘূম জেগে থাকে রাত

জেনে গেছি লড়াই অবধারিত।

তা-না হলে ঘুচবেনা ভয়ংকর পিশাচের কাল

লক্ষ শহীদের রক্তেভেজা বাংলাদেশ

আরো একবার প্রজন্মের রক্তে করুক পুণ্য স্নান,

হোক যুদ্ধাপরাধীদের প্রচ্ছন্ন বিচার, হোক পিশাচের সর্বাঙ্গীণ নাশ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

মেঘ বালকের কথা বলেছেন: সব রাজাকারের ফাঁসি চাই। আর কোন দাবী নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.