![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশায় তড়িৎ প্রকৌশলী। অধিকাংশ সময় থাকি প্রযুক্তি নিয়ে। বাকি সময় কাটে সাহিত্য এবং চলচ্চিত্র নিয়ে। সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখি। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/humayun.shovon
আজ ২১শে ফেব্রুয়ারী অথচ আমাদের বাসার নিচে দুই পিচ্চি খেলতে খেলতে নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলতেসে। আর তাদের মায়েরা তাদের মুখে হিন্দি শুনে মজা লুটতেসে। হিন্দি সিরিয়াল আর কার্টুন এর প্রভাব , সন্দেহ নাই।
যারা ইউরোপ বা চীন-জাপান থাকেন তারা জানেন ওইসব দেশের লোকজন নিজ ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলা পছন্দ করে না। অনেকে তো তাদের কাছে ইংলিশ এ সাহায্য চাইলে বিমুখ করবে। তাদের কাছে নিজের ভাষা হল স্বজাত্যবোধ। তারা নিজের ভাষায় কথা বলে গর্ববোধ করে। আর আমরা অন্য ভাষায় কথা বলে গর্ববোধ করি।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২০
মনিরা সুলতানা বলেছেন: এ ধরনের কিছু গারবেজ সব জায়গায় থাকে ভাইয়া ...
আমার ভাষা আমার অহংকার
আমি একজন গর্বিত বাংলাদেশী