![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশায় তড়িৎ প্রকৌশলী। অধিকাংশ সময় থাকি প্রযুক্তি নিয়ে। বাকি সময় কাটে সাহিত্য এবং চলচ্চিত্র নিয়ে। সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখি। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/humayun.shovon
বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় , আমার আশংকা আইসিসি ওরফে বিসিসিআই না আবার বাংলাদেশ-ভারত ম্যাচে ক্রিকেট ইঞ্জিনিয়ারিং করে । আফটার অল , ক্রিকেট না ব্যবসাই আইসিসির আসল ধান্ধা।
ক্রিকেট ইঞ্জিনিয়ারিং অনেকভাবেই করা যায় রে ভাই... পিচ , আম্পাইয়ার , টিভি টিভি রিপ্লাই , রিভিউ সবই আছে আইসিসির হাতে। ওয়ার্ল্ড কাপের প্রচার সত্ত্ব আবার স্টার স্পোর্টসের হাতে। টিভি রিপ্লাই এ ক্রিটিক্যাল পয়েন্ট এ ৫ টা ফ্রেমের মাঝখান থেকে ২ টা ফ্রেম নাই কইরা দিলেই হইলো । আর রিভিউ তে বল পিচ করার পর কোন আঙ্গেল এ যাবে তার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেটা প্রোগ্রামিং এ নিশ্চয়ই কিছু প্যারামিটার আছে।প্যারামিটার ভ্যালু একটু এদিক সেদিক করে এঙ্গেল ঘুরানো কোন ব্যপারই না । সব ই করা যাবে পর্দার অন্তরালে ... সো নো টেনশন।
আমাদের দেশের ইউনিভারসিটি গুলোতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ক্রিকেট ইঞ্জিনিয়ারিং এর মতো দুইটা আধুনিক ও যুগোপযোগী ডিপার্টমেনট খোলার সবিনয় আবেদন জানাচ্ছি।
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৭
হুমায়ুন রাশেদ শোভন বলেছেন: তারপর ও জয়ের আশায় আছি।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৬
শেরশাহ০০৭ বলেছেন: এত টেনশন করিয়েন না। ইনশাল্লাহ জয় হবেই