নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় তড়িৎ প্রকৌশলী। অধিকাংশ সময় থাকি প্রযুক্তি নিয়ে। বাকি সময় কাটে সাহিত্য এবং চলচ্চিত্র নিয়ে। সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখি। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/humayun.shovon

সেই প্রকৃত শিক্ষিত যে শিক্ষা অর্জন করে এবং সেই শিক্ষা প্রাত্যহিক জীবনে প্রয়োগ করে।

হুমায়ুন রাশেদ শোভন

পেশায় তড়িৎ প্রকৌশলী। অধিকাংশ সময় থাকি প্রযুক্তি নিয়ে। বাকি সময় কাটে সাহিত্য এবং চলচ্চিত্র নিয়ে। সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখি। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/humayun.shovon

হুমায়ুন রাশেদ শোভন › বিস্তারিত পোস্টঃ

জাতিসত্তা

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৬

উপমহাদেশে অনেকগুলো জাতিসত্তা আছে , এর মধ্যে আবার কোন কোনটা নিজেদের এলিট , উন্নত , বীর জাতিসত্তা মনে করে যেমন পাকিস্তানের পাঞ্জাবি , বালুচ এবং ভারতের মারাঠি , পাঠান , তামিল ইত্যাদি ।
কিন্তু গর্বের বিষয় হল আমরা বাঙালি ই উপমহাদেশের একমাত্র জাতি যাদের নিজস্ব রাষ্ট্র আছে। আর আমাদের স্বাধীনতা ভারত পাকিস্তানের মত ব্রিটিশদের লেজ গুটানোর সমীকরণ নয়। সরাসরি ঘোষণা দিয়ে সম্মুখ সমরে যুদ্ধ করে পাওয়া। তাহলে আমাদের জাত্যভিমান থাকবে না কাদের থাকবে।
পৃথিবীর সব উন্নত জাতি ই নিজেদের জাত্যভিমান নিয়ে অহংকার করে । জার্মান রা তো অন্য জাতিতে বিয়ে করেনা নিজেদের জাতিতে বিজাতীয় রক্ত ঢুকে জাতির কৌলীন্য নষ্ট হবে এই অহংকারে। ব্রিটিশ রা সবসময় নাক উচু , নিজেদের অভিজাত রক্তের মনে করে । একই কথা প্রযোজ্য ফরাসিদের ক্ষেত্রেও ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.